বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক – নতুন ভাবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক-বাংলাদেশের সরকারি বিমান সংস্থা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্বল্প খরচে বিদেশ গমণ ও দেশে ফেরার জন্য বাংলাদেশ বিমান প্রবাসীদের প্রথম পছন্দ।

অনেকসময় দেখা যায়, কোন কারণে ফ্লাইট বাতিল বা Flight Schedule পরিবর্তন হতে পারে। তাই, বিদেশ গমনের ক্ষেত্রে সবারই ফ্লাইটের আগে বিমান টিকিট চেক করার প্রয়োজন হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক

এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কিত যে সকল বিষয়ে জানতে পারবে তা হচ্ছে-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের মূল্য  কত,ফ্লাইট স্ট্যাটাস (Flight Status) ও ফ্লাইট স্কেডিউল (Flight Schedule),আন্তর্জাতিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল চেক,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং,হেল্পনাম্বার সম্পর্কে বিস্তারিত।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন-

১।আপনার Google Chrome বাউজার থেকে ভিজিট করুন- https://www.biman-airlines.চম

২।Check Your Trip অপশনে যান।

৩।আপনার বিমান টিকেটের PNR Number/Reservation Code (6 Letters) লিখুন

৪।আপনার Last Name লিখে সার্চ করুন।

৫।আপনার Flight Information দেখতে পারবেন।

বিমান বাংলাদেশ Flight Status ও Flight Schedule চেক

Bangladesh Airlines এর বিভিন্ন ফ্লাইট স্ট্যাটাস ফ্লাইট Schedule চেক করতে পারবেন এখান থেকে।

Flight Route এবং Flight No দিয়ে ফ্লাইটের স্ট্যাটাস চেক করা যাবে।

১।বিমান বাংলাদেশের ওয়েবসাইটে প্রবেশের পর হোমপেইজ থেকে FLIGHT STATUS অপশনে ক্লিক করুন।

২।এখানে Route অপশন সিলেক্ট করে

৩।ফ্লাইট কোন বিমানবন্দর থেকে কোন বন্দরে যাবে তা সিলেক্ট করে পরবর্তী ১ দিন পর্যন্ত Flight এর অবস্থা জানতে পারবেন।

বঙ্গবন্ধু সামরিক জাদুঘর অনলাইনে টিকিট কাটার নিয়ম

৪। Domestic ও International Flight Schedule গুলো সম্পর্কে জানতে পারবেন। এখানে ফ্লাইট নম্বর, ছেড়ে যাওয়া ও ফিরে আসার দিন ইত্যাদি যাবতীয় তথ্য দেখতে পাবেন।

আর এভাবেই আপনি খুব সহজে ঘরে বসেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করতে পারেন।

আন্তর্জাতিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল চেক

আন্তর্জাতিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল চেক করার নিয়ম। যথা-

১।প্রথমে আপনি ওয়েবসাইটে প্রবেশ করার পর ফ্লাইট সিডিউল অপশন এর উপরে ক্লিক করবেন।

২।এরপর কোন দেশ থেকে আপনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশের কোথায় আসতে চান সেটি সিলেক্ট করে দিবেন

৩।এরপর সার্চ অপশনে ক্লিক করবেন।

৪।এখন Search অপশনটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই সাইটের সিডিউলটি চলে আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দের সিডিউল চেক করে নিতে পারবেন।

এভাবে আপনি ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স টিকেট চেক করে নিতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং সম্পর্কে অনেকেই জানেনা। আজকে এই বিষয়টি নিয়ে জানাবো ঠিক কোথা থেকে অনলাইনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট বুকিং করবেন।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুক করতে হলে আপনাকে মতিঝিল, বনানী ও আশকোনা আউটলেটে যেতে হবে। এছাড়াও আপনি 017-615613-18 নম্বরে কল করে টিকিট বুক করতে এবং কিনতে পারেন। তবে বিকাশ ও রকেটের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে চাইলে সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টার মধ্যে টাকা পাঠাতে হবে।

 বিমানের টিকেটের মূল্য

অন্যান্য পরিবহন এর মতই সময় এবং পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কম্পানি বিভিন্ন রেট দিয়ে থাকে।

তবে বিমান কোম্পানিগুলো তাদের যাতায়াত ভাড়া সব সময় একই পরিমাণ রাখার চেষ্টা করে। কারণ বিমানের ভাড়া ও বাংলাদেশ সরকার দ্বারা নির্ধারিত করা হয়েছে।

কিন্তু বিমানের বিষয়ে অনেকের জানা না থাকার ফলে বিভিন্ন রকম দালাল চক্র এবং বিভিন্ন রকম টিকিট বিক্রেতা কোম্পানিগুলো আমাদের কাছ থেকে অনেক ভাড়া নিয়ে থাকে।

তাই মোটামুটি যদি আপনার বিমানের ভাড়া সম্পর্কিত ধারণা থাকে তাহলে আপনি ঠকবেন না।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট হেল্পলাইন নাম্বার

যেকোনো ধরণের তথ্য বা জিজ্ঞাসা থাকলে নিচের দেয়া এই নাম্বার এ সরাসরি কথা বলতে পারেন।

সদর দফতর,

বলাকা, কুর্মিটোলা,

ঢাকা-1229, বাংলাদেশ।

+88-02-8901600

+88-02-8901730-44

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট নিয়ে প্রশ্ন উত্তর

প্রশ্নঃ কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করবো?

উত্তরঃবিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক করার জন্য ভিজিট করুন- https://www.biman-airlines.com। তারপর Check Your Trip অপশনে যান। টিকেটের PNR Number/Reservation Code (6 Letters) লিখুন এবং আপনার Last Name লিখে সার্চ করুন। আপনার Flight Information দেখতে পারবেন।

প্রশ্নঃ PNR পিএনআর কি?

উত্তরঃপিএনআর নম্বর (PNR Number) হচ্ছে টিকেট সংগ্রহ করার সময়ে দেয়া ৬ সংখ্যার একটি কোড যার মাধ্যমে অনলাইনে বিমান টিকেট চেক করা যায়।

শেষকথাঃ

ঘরে বসে মোবাইলে বিমান টিকেট চেক করার পদ্ধতি না জানার কারণে হয়রানির শিকার হতে হয় অনেকেই । তাইতো আজ আপনাদের জানানোর চেষ্টা করলাম কিভাবে কোন হয়রানি ছাড়া কাজগুলো করতে পারবেন।

পোস্ট ট্যাগ-

পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং,সৌদি আরবের বিমান টিকেট চেক,দুবাই টিকেট চেক,মালয়েশিয়া এয়ারলাইন্স টিকেট চেক,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট প্রাইস,বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট দাম কত ২০২২,বিমান টিকেট মূল্য।

আরও-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম

বাংলালিংক সিমের কাস্টমার কেয়ার নাম্বার

কোন মোবাইলে নেট ভালো চলে ২০২৩

আপনার জন্য আরো 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

Leave a Comment