ইমু ডাউনলোড হচ্ছে না কেন? ১০০% হবে |জেনে নিন সঠিক সমাধান

ইমু ডাউনলোড হচ্ছে না কেন? এই সমস্যায় যদি আপনি পরে থাকেন তাহলে আজকের এই পোস্টটি শুধুমাত্র আপনার জন্য ।

ইমো ডাউনলোড হচ্ছে না কেন এই সমস্যার সমাধান ১০০% আজকের এই পোস্টে আপনি পেয়ে যাবেন।

আপনারা যারা আপনাদের ফোনে কোনভাবেই ইমু ডাউনলোড দিতে পারছেন না আজকে আপনাদেরকে এমন কয়েকটি নিয়ম দেখাবো, যে নিয়মগুলি অনুসরণ করলে আপনার মোবাইল ফোনে আপনি হান্ডেট পার্সেন্ট ইমো ডাউনলোড করে ইন্সটল করে ফেলতে পারবেন। তাই সম্পূর্ণ পোস্টটি পড়তে হবে এবং পোস্টের দেখানো নিয়ম অনুসরণ করে কাজ করতে হবে।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

আপনার সকলেই জানেন শুরু থেকে এ পর্যন্ত ভিডিও চ্যাটিং এর সবচাইতে জনপ্রিয় এবং উন্নত অ্যাপস হচ্ছে ইমো অ্যাপস। এই ইমো অ্যাপসের মাধ্যমে লক্ষাদিক ইউজার দেশ এবং দেশের বাহিরে ভিডিও কলিং এ কথা বলে থাকে।ইমু ডাউনলোড হচ্ছে না কেন

যার ফলে বর্তমানে প্রত্যেকটি স্মার্ট মোবাইল ফোনে এবং প্রতিটি ইউজারের কাছে এই ইমু মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপটি রয়েছে। আবার একটি সার্ভেতে দেখা গিয়েছে বর্তমানে এই ইমু অ্যাপ্লিকেশন টি ডাউনলোড দিতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন। যার ফলে ইমু ডাউনলোড হচ্ছে না কেন এই লেখাটি দিয়ে গুগলে অনেকের সার্চ করে থাকে তাই আজকে আপনাদের এই সমস্যাটির সমাধান দেখাবো ইনশাল্লাহ।

ইমু ডাউনলোড হচ্ছে না কেন?

ইমু আপনার ফোনে ডাউনলোড না হওয়ার অনেকগুলি কারণে রয়েছে, নেটওয়ার্কিং থেকে শুরু করে অনেক বিষয় আছে তার মধ্যে দুইটি বিষয় রয়েছে খুবই উন্নতম যে দুটি বিষয়ের কারণে ইমো ডাউনলোড হচ্ছে না। এই দুটি বিষয় কি আমি নিচে আপনাদের সামনে আলোচনা করছি।

১.মোবাইল ফোনের স্টোরেজ ফুল হওয়ার কারণে

সবচাইতে ইমু ডাউনলোড না হওয়ার কারণ হছে মোবাইল ফোনে যখন আমাদের স্টোরেজ একদম ফুল হয়ে যায় তখন কিন্তু আমরা কোন ধরনের এপ্লিকেশন আর আমাদের মোবাইল ফোনে ইন্সটল বা ডাউনলোড করতে পারি না। এজন্য যদি ইমো ডাউনলোড না হয় তাহলে অবশ্যই আপনার স্টোরেজ ফুল হয়ে গেছে কিনা সেটা চেক করতে হবে।

ফ্রিতে ইমু ডাউনলোড করুন | Free apk imo download

ফোনের স্টোরেজ খালি করা খুবই সহজ ।আমি আপনি অনেকেই এই বিষয়টি জানি কিন্তু অনেকেই জানে না যে ফোনের যে কোন ফাইলগুলি ডিলিট করার পরে তা ফোনের ট্রাসে গিয়ে সবগুলি জমা থাকে এবং স্টোরেস খেয়ে নেয়। অবশ্যই আপনার ফোনের ফাইলগুলো ডিলিট করার পর ট্রাস অপশন থেকে সবগুলি রিমুভ করে দিতে হবে।

এজন্য অবশ্যই আপনাকে আপনার মোবাইল ফোনের ফাইল ম্যানেজার এপ্লিকেশন থেকে ট্রাস ফাইলে থাকা ডিলিট হওয়া ফাইল পুনরায় ডিলিট করতে হবে।

এছাড়াও ডিফল্ট এবং তৃতীয় পক্ষের অ্যাপ যা আমরা ডাউনলোড করে ব্যবহার করি সেগুলিও বেশি স্টোরেজ বা স্পেস ব্যবহার করে। এই ক্ষেত্রে, আপনি প্রতিনিয়ত ব্যবহার করা পছন্দসই অ্যাপগুলির ডেটা মুছে ফেলতে হবে।

মোবাইল অ্যাপ্লিকেশনের ডাটা ক্লিয়ার করার নিয়ম

  • এপ্লিকেশনের ডাটা ক্লিয়ার করতে প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস অপশন থেকে “অ্যাপ ম্যানেজমেন্ট” অপশনে চলে যাবেন।
  • এরপর আপনি যে অ্যাপের ডাটা ডিলিট করতে চান সে অ্যাপটি ওপেন করুন বা সিলেক্ট করুন।
  • এরপর storage & catche অপশনে চলে যান এবং অ্যাপ্লিকেশন এর ডাটা ক্লিয়ার করে ফেলুন।

আশা করছি উপরের দেখানো এ নিয়ম অনুসরণ করে আপনি আপনার ফোনের স্টোরেজ গুলি বা অ্যাপ্লিকেশনের ডাটা স্টোরেজ গুলি ক্লিন করে দিলেই ইমো ডাউনলোড হচ্ছে না কেন এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবেন।

২.গুগল প্লে স্টোর ডাউনলোড Preference সমস্যা

দ্বিতীয় তো আপনি যে কাজটি করবেন গুগল প্লে স্টোর ডাউনলোড প্রিফারেন্স সঠিকভাবে সেটিংস বা আপডেট করবেন।

  • প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরে চলে যাবেন।
  • এরপরে আপনি সেটিং থেকে প্রিফারেন্স সিলেক্ট করুন
  • এখন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স থেকে over any network সিলেক্ট করে রাখুন।

আশা করছি এই পদ্ধতি অবলম্বন করলে ইমো ডাউনলোড হচ্ছে নাই সমস্যাটি থেকে সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ।

ইমু ডাউনলোড হচ্ছে না কেন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর

ইমু অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে কি স্মার্ট মোবাইল ফোন দরকার?

জি অবশ্যই। আপনি ইমু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে স্মার্ট মোবাইল ফোন অর্থাৎ এন্ড্রয়েড iphone এ ধরনের ভার্সনের মোবাইল ফোন হতে হবে।

ইমো অ্যাপ্লিকেশন ডাউনলোড না হওয়ার মূল কারণ কি?

মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়া।

ইমু মোবাইল এপ্লিকেশন কি?

বর্তমানে বিশ্বের ভিডিও কথা বলা বা ভিডিও চ্যাটিং সম্পর্কিত উন্নত একটি এপস এর নাম ইমো মোবাইল অ্যাপ্লিকেশন।

শেষ কথা – আশা করছি আপনারা যারা ইমো ডাউনলোড হচ্ছে না কেন এই সমস্যাটি নিয়ে ভুগছিলেন, তাহারা উপরের এই পদ্ধতি গুলো অবলম্বন করে খুব সহজেই এই সমস্যাটি থেকে সমাধান পেয়ে যাবেন। পোস্টটি যদি ভালো লেগে থাকে বঙ্গবন্ধু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই পড়ছে একটি কমেন্টস করে জানিয়ে দিবেন।

এছাড়াও মোবাইল সম্পর্কিত সকল বিষয় ভিডিওতে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।

আপনার জন্য আরো –

আরও

কম্পিউটারে বাংলা লেখার কিবোর্ড সফটওয়্যারগুলো ( অভ্র ও বিজয় বাংলা টাইপিং কিবোর্ড)

কম্পিউটার নেটওয়ার্ক কি? জেনে নিন কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?

কম্পিউটার ভাইরাস কী? কম্পিউটার ভাইরাস কত প্রকার? গুরুত্বপূর্ণ কিছু কম্পিউটার ভাইরাসের

কম্পিউটার কি? কম্পিউটার এর প্রকারভেদ?কম্পিউটার সম্পর্কে বিস্তারিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *