ইমু ইউজারদের কাঙ্খিত সেই চাহিদার আপডেট ইমু নাও (imo now) প্রিয়জনদের লোকেশন ট্র্যাক করার অপশনটি চালু হয়ে গিয়েছে।
সত্যিই অসাধারণ এই ইমুর আপডেট, খুব সহজেই আপনি আপনার পরিচিত বন্ধুবান্ধব- প্রিয়জন কোন লোকেশনে আছে সেটি আপনি হাতে থাকায় স্মার্ট মোবাইল ফোন দিয়ে ট্র্যাক করতে পারবেন।
এছাড়াও আপনাদের সোনামণি কোথায় যাচ্ছে আপনারা চাইলে এই ইমু নাও অপশনের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে দেখতে পাবেন লাইভে।
Imo Now কিভাবে চালু করবেন?
- প্রথমে আপনি আপনার ইমু অ্যাপস এ প্রবেশ করুন। ইমো অ্যাপস টি আপডেট না থাকলে গুগল প্লে স্টোর থেকে প্রথমে imo অ্যাপস টি আপডেট করে নিন।
- এখন ইমু প্রোফাইল এর নিচের দিকে প্লাস আইকন এর উপরে ক্লিক করলে নিচের ছবির ন্যায়” imo now” এই অপশনটির উপরে ক্লিক করে দিন।
- এ পর্যায়ে আপনার সামনে “এড গ্রুপ” বলে একটি অপশন আপনি দেখতে পাবেন সেই “অ্যাড গ্রুপ” অপশন টির উপরে ক্লিক করে দিন। নিচের ছবির সঙ্গে কষ্ট করে একটু মিলিয়ে নিন।
- এখন আপনি এখানে যে কোন একটি নাম দিয়ে গ্রুপ তৈরি করুন। এবং সেই গ্রুপে আপনি আপনার প্রিয়জনের location টি ট্র্যাক করতে চাচ্ছেন তার আইডিটি যুক্ত করুন।
- এখন নিচের ছবির মত আপনার গ্রুপটিতে আপনার যে আইডিটি বা আপনার প্রিয়জনের যে আইডিটি আপনি যুক্ত করেছেন সেই আইডি নামের পাশে “invite” বলে একটি অপশন আপনি দেখতে পাবেন। সেখানে ক্লিক করে আপনি তাকে ইনভাইট করুন।
- এখন আপনি সেই গ্রুপে প্রবেশ করলে “imo now এর imo go to settings “বলে একটি লোকেশন ট্রাকিং অপশন দেখতে পাবেন।
- এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনি এবং আপনার প্রিয়জন লাইভে দেখতে পাবে আপনার লোকেশন আপনার প্রিয়জন আপনার প্রিয়জনের লোকেশন আপনি।
উপরের এই নিয়মগুলো অনুসরণ করে এভাবে আপনারা আপনাদের প্রিয়জনের যে কারো লোকেশন লাইভ এ ট্র্যাকিং করতে পারবেন।মূলত imo now এই নতুন আপডেটের এটি কাজ।
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
এছাড়াও আপনি প্রিয়জনের লোকেশন এর পাশাপাশি তার মোবাইল ফোনের চার্জ লেবেলটি আপনি দেখতে পাবেন।
শেষ কথা – আশা করছি আপনারা উপরের নিয়ম অনুসরণ করলে খুব সহজেই ইমু নাও এই অপশনটি কিভাবে ফুলফিল আপনার মোবাইল ফোনে সেটআপ করতে হয় সে বিষয়টি আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। পাশাপাশি তারপরও যদি আপনার সমস্যা হয়ে থাকে তাহলে নিচে থাকো ভিডিওটি দেখে নিন।
আপনার জন্য আরো –
- ইংলিশে স্বাস্থ্যকর খাবার সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- ব্লগিং,ইউটিউবিং,ফেসবুকিং থেকে ইনকাম সম্পর্কিত ভিডিও পেতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত সকল তথ্য পেতে – এখানে ভিজিট করুন।
আরও–
হেল্পফুল কনটেইন।চাইলে আমাদের ওয়েবসাইট ঘুরে আসতে পারেন- https://tmidea.blogspot.com/