মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করা সবচাইতে সহজ নিয়ম

Rate this post

জাতীয় পরিচয় পত্র-বর্তমান সময়ে বাংলাদেশের সকল ১৮ বছর বয়সী মানুষের নাগরিকত্ব পাওয়ার জন্য জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে হয়।যদি বাংলাদেশে বসবাসরত কোন মানুষের জাতীয় পরিচয় পত্র না থাকে, সে কিন্তু বাংলাদেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়।

আর যাদের জাতীয় পরিচয় পত্র আছে, তারা সরকারি, বেসরকারি সকল কাজে অংশ গ্রহণ করতে পারে। তাই আপনার আপনার জাতীয় পরিচয় পত্র যদি কোন কারণে হারিয়ে যায়, সেক্ষেত্রে আপনি অনেক সমস্যায় পরে যাবেন।

তাই চিন্তার কোন কারণ নেই। আজ আপনাদের জানাবো জাতীয় পরিচয় পত্র যদি কোন কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে, আপনার মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন।

আপনি যদি এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আজকের পোস্টটি আপনাদের জন্য।

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম

আপনার বাংলাদেশি নাগরিকত্ব সনদ মানে জাতীয় পরিচয় পত্র [Nid Card] হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি তিন টি পদ্ধতিতে জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন।

আপনাদের সুবিধার জন্য   আমরা এখানে তিনটি উপায় জানিয়ে দিলাম। যেমন-

১. মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করা যায় খুব সহজে।

২. নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র বের করা যায় সহজে।

৩. নির্বাচন কমিশনের অফিসে গিয়েও জাতীয় পরিচয় পত্র বের করা যায়।

মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করা যায় খুব সহজে

১।আপনার জাতীয় পরিচয় পত্র যদি হারিয়ে যায়। সেক্ষেত্রে আপনি যে মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন।

২।আপনার কাছে যদি উক্ত মোবাইল নম্বরটি থাকে তাহলে আপনি সেই মোবাইল নম্বর ব্যবহার করে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করতে পারবেন।

৩।জাতীয় পরিচয় পত্র নম্বর বের করার পরে, নতুন করে হারিয়ে যাওয়া আইডি কার্ড অনলাইন কপি এবং আইডি কার্ড প্রিন্ট করে নিতে পারবেন।

৪।মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করার জন্য আপনার কিছু কাজ করতে হবে। উক্ত যে মোবাইল নম্বর দিয়ে জাতীয় পরিচয় প্রত আবেদন করেছিলেন সেই নম্বর দিয়ে সহজেই বের করতে পারবেন।

৫।উক্ত মোবাইল নাম্বার থেকে আপনাকে ডায়াল করতে হবে *1600*2# নম্বর।

৬।উক্ত নম্বরটি ডায়াল করার পরে আপনার রিকুয়েস্ট একসেপ্ট হওয়ে যাবে। অল্প কিছু সময় পরে আপনাকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্রের নম্বরটি।

৭।উক্ত পদ্ধতিতে আপনি যে কোন জাতীয় পরিচয় পত্র নম্বর বের করতে পারবে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে জাতীয় পরিচয় পত্র বের করা যায় সহজে

১।আপনি যদি জাতীয় পরিচয় পত্র এর নম্বর বের করতে চান তাহলে, নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে বের করতে পারবেন।

২।তার জন্য আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে যে মোবাইল নম্বর দিয়ে লগইন করেছিলেন সেই নম্বর ব্যবহার করে এনআইডি কার্ড এর তথ্য বের করতে পারবেন।

৩।নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে এই লিংকেক্লিক করুন।

৪।উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পরে লগইন অপশনে ক্লিক করবেন।

৫।এখানে আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেম এর জায়গায় আপনার মোবাইল নম্বর টাইপ করে দিবেন। এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করবেন।

৬।তারপরে আপনি সরাসরি আপনার হারিয়ে যাওয়া জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে নিতে পারবেন।

৭।উক্ত ওয়েবসাইট থেকে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর না থাকলেও ভোটার নম্বর দিয়ে এনআইডি কার্ড বের করে নিতে পারবেন।

৮।আর আপনার জাতীয় পরিচয় পত্র সেখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। আর যদি প্রিন্ট না করেন তাহলে পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নিতে পারবেন।

নির্বাচন কমিশনের অফিসে গিয়েও জাতীয় পরিচয় পত্র বের করা যায়ঃ

১।উপরে দেওয়া দুইটি নিয়মে জাতীয় পরিচয় পত্র বের করার বিষয়টি ভালো না লাগলে আপনি সরাসরি নির্বাচন কমিশনের অফিসে গিয়ে জাতীয় পরিচয় পত্র বের করে নিতে পারবেন।

২।নির্বাচন কমিশনের অফিসে গিয়ে মোবাইল নম্বর ছাড়াই জাতীয় পরিচয় পত্র বের করে নিতে পারবেন।

সিম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

বিকল্প উপায়ে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করুন খুব সহজে।

একটি মেসেজ পাঠিয়ে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারেন। এটি করার জন্য প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করুন SC<space>F<space>নিবন্ধন স্লিপের ৮ সংখ্যার নাম্বার<space>D<space>৪ সংখ্যার জন্ম সাল ডাস (–) ২ সংখার জন্ম তারিখ লিখে লিখে পাঠিয়ে দিন 105 নাম্বারে।

রবি সিম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

মোবাইল নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড বের করার দুইটি নিয়ম হলো –

১।*1600# কোডটি ডায়াল করে।

২। ফোনের মেসেজ অপশনে গিয়ে 105 নাম্বারে নিবন্ধন স্লিপে একটি ৮ নাম্বারের সংখ্যা দিয়ে মেসেজ করে।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

এই দুই উপায়ে আপনি আপনার  জাতীয় পরিচয়পত্র নাম্বার বের করতে পারবেন।

বাংলাদেশে অনেক সিম অপারেটর রয়েছে যেমন: বাংলালিংক, রবি, গ্রামীণফোন, এয়ারটেল ও টেলিটক।এই সকল সিম ব্যবহার করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র বের করতে পারবেন।

ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম

১।ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করতে হলে আপনাকে ভিজিট করতে হবে services.nidw.gov.bd ওয়েবসাইটে।

২।এরপরে আপনার ভোটার স্লিপে থাকা ফরম নাম্বার এবং আপনার জন্ম তারিখ প্রদান করুন।

৩। পরবর্তী ধাপে ব্যক্তিগত তথ্য ও ভেরিফিকেশন সম্পন্ন করে একটি একাউন্ট রেজিস্ট্রেশন করুন।

৪।একাউন্ট থেকে প্রোফাইলের ডাউনলোড বাটনে ক্লিক করলে আইডি কার্ড ডাউনলোড করা যাবে।

পুরো পদ্ধতিটি করতে পারবেন আপনি মাত্র ২ ধাপে।

দুটি ধাপ বলতে প্রথমে রেজিস্ট্রেশন এবং পরবর্তীতে ডাউনলোড।

বিস্তারিতভাবে জানতে নিচের স্টেপ গুলো ফলো করুন।

ধাপ ০১- একাউন্ট রেজিস্টার বা লগইন

ফরম নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনের ভোটার আইডি কার্ডের সংশ্লিষ্ট ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করে নিতে হবে। যদি অলরেডি একটি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। অ্যাকাউন্ট নিবন্ধন করার জন্য ভিজিট করুন services.nidw.gov.bd

ধাপ ০২- আইডি কার্ড ডাউনলোড

উপরোক্ত একাউন্ট রেজিস্ট্রেশন ধাপটি সম্পন্ন করা হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। এরপরের প্রোফাইল থেকে আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পারবেন। আপনি যদি আপনার ভোটার আইডি কার্ডের অনলাইন প্রিন্টেড কপি ডাউনলোড করতে চান তাহলে প্রোফাইলে নিচে ডাউনলোড নামক একটি লেখা দেখতে পাবেন।

ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার ভোটার আইডি কার্ড এর পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি খুব সহজে কোন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত না স্মার্ট কার্ড হাতে না পান ততক্ষণ পর্যন্ত এই রেমিনেটিং স্মার্ট কার্ড আপনার  যাবতীয় কাজে ব্যবহার করতে পারবেন।

মোবাইল দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

১।Nid এর অর্থ কি?

উত্তরঃNID বা এনআইডি হচ্ছে National Identification বা জাতীয় পরিচয়পত্র।

২।জাতীয় পরিচয়পত্রের মেয়াদ কত দিন?

উত্তরঃ২০২০ সালের ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয় জাতীয় পরিচয়পত্রের মেয়াদ আজীবন, অর্থাৎ যাদের ২ বছর মেয়াদি কিংবা ১৫ বছর মেয়ে দিয়ে জাতীয় পরিচয় পত্র ছিল তারা এখন অনলাইন থেকে আজীবন মেয়াদী জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করে ব্যবহার করতে পারবে।

৩।পুরাতন এনআইডি কার্ড কিভাবে বের করব?

উত্তরঃপুরানো এনআইডি কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারেন বা আপনার যদি বাংলাদেশে একটি পুরানো এনআইডি কার্ড নম্বর থাকে তবে এসএমএসের মাধ্যমে আপনার এনআইডি নম্বর পুনরুদ্ধার করতে পারেন ।

৪।Nid Card Smart Card হয়েছে কি না?

উত্তরঃSmart NID Card Status চেক করার জন্য মোবাইলের মেসেজ অপশন থেকে লিখুন SC NID NID-No। তারপর মেসেজটি Send করুন 105 নম্বরে। ফিরতি মেসেজে আপনার NID নম্বর ও Smart Card Status জানিয়ে দেয়া হবে। ফরম নম্বর দিয়ে স্মার্ট কার্ড চেক করার জন্য SMS করুন SC F Form-No D 01-01-2001 এবং Send করুন 105 নম্বরে।

৫।কিভাবে জাতীয় পরিচয় পত্র চেক করা যায়?

উত্তরঃনতুন ভোটারদের এনআইডি কার্ড চেক করার জন্য মোবাইলে মেসেজ অপশন থেকে NID স্পেস Form Number স্পেস DD-MM-YYYY লিখে 105 নম্বরে Send করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি প্রস্তুত হলে তা জানিয়ে দেয়া হবে এবং NID নম্বর পাঠানো হবে। নতুন যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র নম্বর পাননি।

৬।পরিচয়পত্রের গুরুত্ব কি?

উত্তরঃ একটি আইডি কার্ডের সবচেয়ে সাধারণ ব্যবহার হল যাচাই করা যে এটি ধারণকারী ব্যক্তিটি প্রকৃতপক্ষে তিনি যাকে দাবি করেন। তারপরে আপনি এটি ব্যবহার করতে পারেন তিনি আপনাকে যে কোনো অতিরিক্ত তথ্য যেমন একটি আবেদনপত্রের ঠিকানার সাথে মেলাতে।

শেষকথা

আজ আমাদের এই পোস্টের মাধ্যমে শিখতে পারলেন, আপনার বাংলাদেশি নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয় পত্র বের করার নিয়ম।

আপনার যদি জাতীয় পরিচয় পত্র/ভোটার আইডি কার্ড/ NID Card হারিয়ে যায়। সেক্ষেত্রে আপনার মোবাইল নম্বর দেয় সহজেই বের করে নিতে পারবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম, আমি একজন অনলাইন কনটেন্ট রাইটার। আমার লেখাগুলো পড়ে বিন্দুমাত্র আপনার কোন উপকারে আসলে অবশ্যই পোস্টটিতে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ

1 thought on “মোবাইল নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র বের করা সবচাইতে সহজ নিয়ম”

Leave a Comment