ট্রাস্ট ব্যাংক বাংলাদেশের পরিচিত ব্যাংকগুলোর মধ্যে একটি ব্যাংক। কম বেশি সকলে এই ব্যাংকের নাম আমরা শুনেছি। বাংলাদেশের যে কয়টি ভালো ব্যাংক রয়েছে তার মধ্যে ট্রাস্ট ব্যাংক বেশ ভালো অবস্থানে রয়েছে। ট্রাস্ট ব্যাংক অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। তাই দিনে দিনে ট্রাস্ট ব্যাংকের গ্রাহক সংখ্যা বাড়তেই আছে।
আজ আপনাদের ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেমনঃ ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড কি, কিভাবে এই ক্রেডিট কার্ড নেয়া যাবে? ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড নিতে কি কি কাগজপত্র লাগবে? ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ডের লিমিট কত এবং এর সুবিধাসহ অন্যান্য বিষয়াবলী।
ক্রেডিট কার্ড কি?
ক্রেডিট কার্ড হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া একটি বিশেষ সুবিধা। এই কার্ড দিয়ে কেনাকাটা বা অন্যান্য সেবার জন্য ঋণ নেওয়া যায়। ক্রেডিট কার্ডে নেওয়া ঋণ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হয়। প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা ফেরত দিতে দেরি হলে সুদ দিতে হয়।
কোনো কারণে সুদ দিতে দেরি করলে ঋণের পরিমাণ বাড়তে থাকে। ক্রেডিট কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকাও তোলা যায়। তবে সে ক্ষেত্রে অতিরিক্ত হারে সুদ দিতে হয়। চাইলে চেক দিয়েও ক্রেডিট কার্ড থেকে টাকা তোলা যায়। তবে ক্রেডিট কার্ড মূলত কেনাকাটা করার জন্যই গ্রাহকেরা ব্যবহার করেন।
কারা পাবেন ক্রেডিট কার্ড
একজন ব্যক্তি ক্রেডিট কার্ড নিতে পারবে কি পারবে না—সেটা নির্ধারণ করে ব্যাংকের চাহিদা অনুযায়ী কাগজপত্র, মাসিক আয় বা বেতন এবং আনুষঙ্গিক বিষয়াদি বিবেচনা করে। ব্যাংকভেদে ক্রেডিট কার্ডের জন্য ভিন্ন হলেও সাধারণ কিছু শর্ত রয়েছে, যা সব ব্যাংকের জন্যই প্রযোজ্য।
ব্যাংকভেদে শর্তাবলি পরিবর্তিত হতে পারে। আপনি যদি এসব যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে আপনার সুবিধা অনুযায়ী যেকোনো ব্যাংকে আবেদন করতে পারেন। সংশ্লিষ্ট ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে গ্রাহককে প্রথমেই আবেদন করতে হবে এবং প্রতিষ্ঠানের চাহিদামতো তথ্য পূরণ করে ছবিসহ জমা দিতে হবে।
যে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করবেন, সেটির পরিপ্রেক্ষিতে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ বেতন পেতে হবে। নির্দিষ্ট পরিমাণের কম বেতন পেলে ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তবে প্রতিটি ব্যাংকের জন্য লিমিট নিয়ে আলাদা আলাদা নিয়ম রয়েছে।
ট্রাস্ট ব্যাংক সম্পর্কে বিস্তারিত
Trust Bank বাংলাদেশের অন্যতম একটি বেসরকারি ব্যাংক। এই ব্যাংকটি বাংলাদেশের (আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্ট) সেনা কল্যাণ সংস্থার দারা পরিচালিত একটি বেসরকারি মালিকানাধীন বানিঞ্জিক ব্যাংক। এই ব্যাংকটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সারাদেশে প্রায় ৭০ টি শাখা অফিস এবং প্রায় ৯৬টি এটিএম বুথ রয়েছে।
ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ডের প্রকারভেদ
অন্যান্য সকল ব্যাংকের মত ট্রাস্ট ব্যাংকের ও কিছু ক্রেডিট কার্ড রয়েছে। বর্তমানে Trust Bank এর সর্বমোট ৪ টি ক্রেডিট কার্ড রয়েছে এগুলো হলোঃ
১।ভিসা সিগনেচার কার্ড (Visa Signature Card)
২।ভিসা ইন্টারন্যাশনাল গোল্ড কার্ড (Visa International Gold Credit Card)
৩।ভিসা ইন্টারন্যাশনাল ক্লাসিক কার্ড (Visa International Classic Card)
৪।ভিসা প্লাটিনাম কার্ড (Visa Platinum Card)
ট্রাস্ট ব্যাংক Credit Card এর জন্য প্রয়োজনীয় কাগজপাতি
ক্রেডিট কার্ডের আবেদনের জন্য আপনি যদি নিন্মের কর্মে কর্মরত থাকেন তাহলে নিচের কাগজপত্রাদি জমা দিতে হবে।
চাকুরিজীবীদের জন্য
- Credit Card আবেদন কপি।
- আবেদনকারির ২(দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
- পার্সপোর্ট এর ফটোকপি।
- ই-টিন এর কপি।
- চাকুরী কার্ড এর কপি।
- বিগত ৬ (ছয়) মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- কর্পোরেট গ্রান্ট্রি।
ব্যবসায়ীদের জন্য
- আবেদন কপি।
- আবেদন কারির পাসর্পোট সাইজের ছবি ২টি।
- ব্যাবসায়ীর পার্সোপোট এর ফটোকপি।
- ৫ বছর নবায়ন করা হয়েছে এমন ট্রেড লাইসেন্স এর কপি লাগবে।
- ব্যাবসা প্রতিষ্ঠান এর কাগজপাতি ইত্যাদি।
ট্রাস্ট ব্যাংক সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সুযোগ-সুবিধা গুলি
১।Visa Signature Card
Trust Bank যে কয়টি ক্রেডিট কার্ড সরবরাহ করে তার মধ্যে সিগনেচার কার্ড অন্যতম। ট্রাস্ট ব্যাংকের অনেক জনপ্রিয় একটি কার্ড এটি। Trust Bank Credit Card Signature Card এর কি কি সুবিধা হয়েছে তা নিচে বর্ননা করা হলো।
Visa Signature Card Offer and Benefit –
- দশ লক্ষ টাকা বা সমপরিমাণ ডলারের লিমিট পাবেন।
- NFC enable Card পাবেন।
- প্রথম বছর কার্ড চার্জ ০ টাকা।
- আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে ৪ বছরের জন্য কমপ্লিমেন্টারি প্রায়োরিটি প্লাস এ ফ্রি এক্সেস পাবেন।
- বিদেশে ভ্রমণের জন্য বা কেনাকাটার জন্য বছরে বার হাজার ডলার পযন্ত এনডোর্সমেন্ট সুবিধা পাবেন।
- শতাধিক মার্চেন্ট এর থেকে সহজ EMI ছাড়াও, বিভিন্ন অফার এবং ক্যাশব্যাক সুবিধা পাবেন।
- ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল এপের মাধ্যমে যেকোন বিল পরিশোধ করতে পারবেন।
- পস এর মাধ্যমে সুদবিহিন অগ্রিম টাকা উত্তলন এর সুবিধা পাবেন।
- তাছাড়াও Trust Bank এর সকল এটিএম বুথ থেকে বিনা চার্জে টাকা উত্তলন করতে পারবেন।
২।Visa International Gold Credit Card
ভিসা ইন্টারন্যাশনাল গোল্ড কার্ড নেওয়ার শর্তসমূহ
- সরকারি বা আধাসরকারী সংস্থার চাকুরীজীবি।
- যেকোন স্ব-কর্মে নিয়োজিত বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থপতি, কনসালটেন্ট, শিক্ষক বা বাড়িয়ালা তারা এই কার্ডটি নিতে পারবেন।
- কার্ড আবেদনের জন্য নূন্যতম ২৩ (তেইশ) বছর থেকে ৬৫ (পয়ঁষট্টি) বছর এর মধ্যে হতে হবে।
- অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।
- মাসিক আয়- সরকারি বা আধাসরকারী চাকুরীজিবিদের জন্য সর্বনিম্ন ১৫,০০০/- (কথায়ঃ পনের হাজার)টাকা মাত্র বা তার বেশি হতে হবে।
- মাসিক আয়- সরকারি বা আধাসরকারী চাকুরীজিবি ব্যতিত ৩০,০০০/- টাকা বা তার বেশি হতে হবে।
- মাসিক আয়- ব্যাবসায়ী বা অন্য সকল সেলফ সার্ভিসহোল্ডারের জন্য ৪০,০০০/- টাকা বা তার বেশি হতে হবে।
- চাকুরীজিবির চাকুরির বয়স ৬ মাস থেকে ১ বছর হলে আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
- ব্যবসায়ীদের জন্য সর্বনিম্ন ২ বছর ব্যাবসার বয়স হতে হবে ক্রেডিট কার্ড আবেদন করতে হলে।
Visa International Gold Card Offer & Benefit –
দেশের বাইরে বিলাসবহুল ভূমণ কিনবা শপিং বা চিকিৎসার জন্য Trust Bank Visa International Gold Credit Card একটি আদর্শ ক্রেডিট কার্ড।
Visa International Gold Credit Card এর সুবিধা গুলো –
১. যারা প্রতিরক্ষা বাহিনীতে আছেন তাদের জন্য ৫০% কার্ড ফি।
২. POS এবং ই-কমার্সে 18 টি লেনদের করার সুবিদা তো থাকছেই। লেনদরনগুলো সর্বোনিম্ন ৬ ডলার থেকে শুরু করে উর্বোচ্চ ৫০০ ডলারের হয়ে থাকে।
৩. প্রথম সম্পূরক ক্রেডিট কার্ড আজীবন বিনামূল্যে ব্যবহারো সুযোগ তো থাকছেই।
৪. EMI card এর মাধ্যমে কিছু নির্দিষ্ট মার্চেন্ট থেকে ০% সুদে প্রোডাক্ট বা সার্ভিস নিতে পারবেন।
৫. এটি একটি EMV চিপ বেস সুরক্ষিত কার্ড।
৬. ই-কমার্স ও POS লেনদেনের জন্য সর্বোচ্চ ৪৫ দিনের সুদ মুক্ত।
৭. ATM Card এ নগদ অগ্রীম সুবিধা।
৮. Lifestyle Benefit বিভিন্ন বনিকের সাথে ৫০+ ডিসকাউন্ট সুবিধা।
৯. বিনামূল্যে ই – সেবা
১০. বিশ্বব্যাপি ATM থেকে টাকা উত্তোলনের সুবিধা।
১১. অটোডেবিট সুবিধা
১২. আই–ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট
১৩. স্বাক্ষরসহ ফটো কার্ড
১৪. 24/7 কল সেন্টার পরিষেবা
Visa International Gold Credit Card এর আরও প্রয়োজনীয় কিছু তথ্য –
- Govt. Or Non-Govt Company, Multinational Company, জাতিসংঘের সংস্থা, Unnoyn Company, দূতাবাস, Big and still Corporation company, ব্যাংক এবং এনবিএফআই এর যে কোন ও বেতন আয়ের
উপার্জনকারী।
- নিযুক্ত আয় উপার্জনকারী, ব্যবসায়ী(মালিকানা, অংশীদার হিপ, প্রাইভেট লিমিটেড,পাবলিক লিমিটেড, সামাজিক উদ্যোগ, ট্রেডিংকোম্পানি ইত্যাদি)
- যেকোন স্ব–নিযুক্ত পেশাজীবী যেমনঃ ডাক্তার, প্রকৌশলী, স্থপতি, এলটি পরামর্শ দাতা, শিক্ষক, বাড়িওয়ালা / বাড়িওয়ালা ইত্যাদি।
- বয়সসীমা: 23 থেকে 65 বছর
- জাতীয়তা: বৈধ ওয়ার্ক পারমিট সহ বাংলাদেশী নাগরিক বা অবাংলাদেশী
ন্যূনতম আয়
- সরকারী এবং আধা সরকারি কর্মচারীরা BDTএর বেসিক সহ। 15000 এবং তার উপরে।
- সরকারী / আধা সরকার ব্যতীত বেতনভোগীব্যক্তি কর্মচারী– BDT 30,000.00 এবং তারবেশি।
- স্ব–নিযুক্ত– BDT।40,000.00 এবং তারবেশি
অভিজ্ঞতা
- বেতন ভোগী ব্যক্তি – বর্তমান প্রতিষ্ঠানে month মাসের পাশাপাশি 01 বছরের অভিজ্ঞতা।
- স্ব–নিযুক্ত– স্বনিযুক্তদের জন্য ন্যূনতম ব্যবসায়িক অস্তিত্ব 02 বছর হতে হবে।
- বহু জাতিক কোম্পানির চুক্তি ভিত্তিক কর্মীরা একটি নবায়নের সাথে সর্বনিম্ন এক বছরের সেবার দৈর্ঘ্য সহ।
৩।Visa International Classic Card
Visa International Classic Credit Card হলো এমন একটি অনিরাপদ ক্রেডিট লাইন যেটি দেশে ও বিদেশে 1500 USD পর্যন্ত লেনদেনের অনুমতি দিয়ে থাকে। ১ লাখ ২০ হাজার টাকা ভ্রমনের অনুমতি দিয়ে এই কার্ডটি জনসাধারণের কাছে আরামদায়ক যাত্রা শুরু করার চেষ্টা করছে।
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
পৃথিবীর যে কোন দেশ থেকে 24/7 সুবিধা প্রদান করে থাকে ভিসা ইন্টারন্যাশনাল ক্লাসিক ক্রেডিট কার্ডটি।
Visa International Classic Card Offer & Benefit –
Visa International Gold Card এর মতো এই কার্ডের ও একই সুযোগ সুবিধা পাবেন তবে এই কার্ডে আপনি সর্বোচ্চ ১৫০০$ বা ১ লক্ষ ৫০ হাজার টাকার লিমিট পাবেন। গোল্ড কার্ডের মত ১৮ টি লিমিটে কার্ড চার্জ ফ্রি হয়ে যাবে।
নিচে Visa international Classis Credid Card নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হলো।
১. প্রতিরক্ষা কর্মিদের জন্য 50% কার্ড ফি সুবিধা।
২. নন্যতম ৫০০ টাকা বা 5 USD লেনদেনের সুবিধা।
৩. ১ম সম্পূরক ক্রেডিট কার্ড সুবিধা।
৪. নির্বাচিত বনিকদের সাথে 0% EMI সুবিধা।
৫. POS ও ই-কমার্স লেনদেনের জন্য ৪৫ দিনের সুদ মুক্ত সুবিধা।
৬. সাধারন বনিকের জন্য EMI সুবিধা।
৭. ATM থেকে নগদ উত্তোলন সুবিধা।
৮. SMS এর মাধ্যমে সকল লেনদেনের সুবিধা।
৯. বিশ্বব্যাপি যেকোন ATM থেকে টাকা উত্তোলনের সুবিধা।
১০. স্বাক্ষর যুক্ত কার্ড
১১. ২৪/৭ সরাসরি কল সেবা।
৪।Visa Platinum Card
Visa Platinum Card Offer & Benefits-অন্যান্য সকল কার্ডের মতো ভিসা প্লাটিনাম কার্ড এ ও একই অফার এবং সুবিধা রয়েছে। তবে এই কার্ডে আবেদন করতে হলে আপনার বয়স কমপক্ষে ২৫ বছর হবে। এবং আপনার ক্রেডিট লিমিট থাকবে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পযন্ত।
ট্রাস্ট ব্যাংক ক্রেডিট কার্ড ব্যবহারে সতর্কতা
ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারের সময় কিছু নিরাপত্তার বিষয় মাথায় রাখতে হবে। একটু অনিয়মে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। তাই ক্রেডিট বা ডেবিট কার্ড এমন স্থানে রাখুন, যেন সহজে কারও তা চোখে না পড়ে। নারীরা যদি পার্স বা ভ্যানিটি ব্যাগে ক্রেডিট কার্ড রাখেন, তাহলে চেন বন্ধ রাখুন। জনবহুল এলাকায় কেনাকাটার ক্ষেত্রে ছোট ব্যাগে ক্রেডিট কার্ড রাখুন।
মুঠোফোন বা ক্যামেরায় কেউ যাতে আপনার কার্ডের ছবি তুলতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। মূল্য পরিশোধের পর কার্ড ফেরত নেওয়া হয়েছে কি না, সেটি নিশ্চিত হতে হবে। ক্রেডিট কার্ডের নম্বর বা এ-সম্পর্কিত স্পর্শকাতর তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যাংকের অনুমোদিত বা নির্ধারিত ব্যক্তি ছাড়া কার্ডের তথ্য অন্য কেউ চাইলে জিজ্ঞাসা করে তার পরিচয় নিশ্চিত হোন।
সাধারণত ক্রেডিট কার্ডের তথ্য আদান-প্রদানে ব্যাংকের নির্দিষ্ট ফোন নম্বর থাকে। এর বাইরে কোনো নম্বর থেকে ফোন করে কার্ডের তথ্য চাইলে, তা নির্ধারিত ব্যাংকে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন। কার্ড হারিয়ে গেলে যত দ্রুত সম্ভব যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করুন। দ্রুত সময়ে কার্ডটি লক হলে ক্ষতির আশঙ্কা অনেকাংশে কমানো সম্ভব হয়।
যে এটিএম ব্যবহার করে আপনি নিয়মিত টাকা তোলেন, চেষ্টা করুন সেসব স্থান থেকেই টাকা তুলতে। ব্যাংকের ভেতরে বা কাছাকাছি জায়গায় স্থাপিত এটিএমের চেয়ে অপরিচিত স্থানের এটিএম থেকে টাকা না তোলাই উত্তম। কার্ডের পিন এটিএমে প্রবেশ করানোর সময় আরেক হাত দিয়ে তা ঢেকে রাখুন, যাতে গোপন কোনো ক্যামেরা বা যন্ত্রে পিন নম্বরটি দেখা না যায়।
যদি আপনার কার্ডটি হারিয়ে যায় বা চুরি হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগ করতে হবে। এ ছাড়া আপনার ব্যবহৃত কার্ডে স্টেটমেন্টে কোনো ধরনের অসংগতি নজরে এলে কল সেন্টারে ফোন দিয়ে রিপোর্ট করুন। সে ক্ষেত্রে স্টেটমেন্ট তারিখের ৩০ দিনের মধ্যে লেনদেন-সম্পর্কিত যাবতীয় তথ্য উল্লেখ করে লিখিতভাবে রিপোর্ট করতে হবে।
Trust Bank হেড অফিস ঠিকানা
শাদিনাটা টাওয়ার, বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট
ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
টেলিফোন: +88-02-44870060-9 ফ্যাক্স: +88-02-44870051
কল সেন্টার নং: 16201
গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
১। Trust Bank PLC Credit Card এর সর্বোচ্চ লিমিট কোন কার্ডে?
উত্তরঃ Trust Bank Visa Signature Card এর লিমিট সবথেকে বেশি। আপনি সর্বোচ্চ ১০ লাখ টাকা ক্রেডিট লিমিট পাবেন এই কার্ডে।
২। ট্রাস্ট কার্ড ক্রেডিট লিমিট কমানোর উপায়?
উত্তরঃ আপনি ট্রাস্ট ব্যাংকের হেল্পলাইন নাম্বারে কল করে আপনার ক্রেডিট সীমা কমাতে পারেন। আপনার ক্রেডিট সীমা হ্রাস করা হবে কিনা তা সিদ্ধান্ত নেওয়ার পরবর্তীতে তারা জানাবে।
৩।ক্রেডিট ব্যবহার হ্রাস স্কোরকে কতটা প্রভাবিত করবে?
উত্তরঃ বেশিরভাগ ক্রেডিট স্কোরিং মডেলের জন্য, একটি উচ্চ ক্রেডিট কার্ড ব্যবহার আপনার ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে যতক্ষণ না আপনার ব্যালেন্স উচ্চ থাকে। আপনি যদি আপনার ব্যালেন্স পেমেন্ট করেন এবং আপনার কার্ড ইস্যুকারী ক্রেডিট ব্যুরোতে কম ক্রেডিট কার্ডের ব্যবহার সম্পর্কে রিপোর্ট করেন, তাহলে আপনি 30 দিনের মধ্যে আপনার স্কোরের উপর ইতিবাচক প্রভাব দেখতে পাবেন।
৪।ট্রাস্ট ব্যাংক কয় ধরনের ক্রেডিট কার্ড দিয়ে থাকে?
উত্তরঃট্রাস্ট ব্যাংক চার ধরনের ক্রেডিট কার্ড দিয়ে থাকি।
৫।ট্রাস্ট ব্যাংক কি EMI সুবিধা প্রদান করে?
উত্তরঃ হ্যাঁ ট্রাস্ট ব্যাংক EMI সুবিধা প্রদান করে থাকে।
৬।বিদেশে ব্যবহারের জন্য ব্যাংকের কোন ক্রেডিট কার্ডটি ভালো?
উত্তরঃদেশের বাইরে বিলাসবহুল ভূমণ কিনবা শপিং বা চিকিৎসার জন্য Trust Bank Visa International Gold Credit Card একটি আদর্শ ক্রেডিট কার্ড।
৭।ট্রাস্ট ব্যাংকের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কার্ড কোনটি?
উত্তরঃট্রাস্ট ব্যাংকের জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কার্ড হল সিগনেচার কার্ড।
শেষ কথা
ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হলো এবং সেইসাথে ট্রাস্ট ব্যাংক হতে কয়টি ক্রেডিট কার্ড প্রদান করা হয় তারও বিস্তারিত আলোচনা আছে। আশাকরি উপরে উল্লিখিত বিষয়াবলী পড়ে আপনারা আপনাদের চাহিদামত ক্রেডিট কার্ড উত্তোলন করে ব্যবহার করতে পারবেন। তবে ক্রেডিট কার্ডসমূহ ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলতে হবে। আশাকরি এই পোস্ট’টি আপনাদের উপকারে আসবে।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার জেনে নিন-২০২৪ পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।