Imo call privacy: ইমুতে কথা হবে নিরাপদে

5/5 - (1 vote)

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন, আপনারা যারা ইমু ইউজার রয়েছেন তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা যারা ইমুতে কথা বলি অনেক সময় আমরা ইমুর ভিডিও কল ইমুর অডিও কল এগুলিতে নিরাপত্তাহীনতায় ভুগী অর্থাৎ আমরা যখন ভিডিও কলে কথা বলি বা অডিও কলে কথা বলি তখন প্রতিপক্ষ যে কেউ আমাদের ভিডিওটি স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট তুলে নেয় এবং পরবর্তীতে সেটি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই কথোপকথন ভাইরাল করে দেয়।

এছাড়াও অনেক অসাধুচক্র অনেকেই এভাবে ব্ল্যাকমেইল করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য অবশ্যই আমাদেরকে আজকে ইমুর এই নতুন এই সেটিংস সম্পর্কে জানতে হবে। পাশাপাশি নিজের এবং নিজের পরিবারের লোকজনের সঙ্গে ওই বিষয়টি শেয়ার করতে হবে। তো চলুন imo call privacy এ বিষয়টি কি কিভাবে ব্যবহার করবেন সকল বিষয়ে আমরা জেনে নিন।

Imo call privacy কি?

ইমু কল প্রাইভেসি হচ্ছে ইমো অ্যাপস এর ব্যবহার করি তাদের ইমুতে অ্যাপ সেটিং নতুন আপডেট। এই অপশনের মাধ্যমে আপনি ভিডিও অডিও কলে নিরাপত্তার সঙ্গে কথা বলতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিও অডিও কলগুলি কেউ screenshot অথবা রেকর্ড করতে পারবে না।

Imo Call privacy সুবিধা সমূহ

  • আপনার কথা কেউ রেকর্ড করতে পারবে না।
  • আপনার ভিডিও স্ক্রিন রেকর্ড হবে না।
  • স্কিন ফটো কেউ উঠাতে পারবে না।
  • আপনার কথার নিরাপত্তা রক্ষা করতে পারবেন।
  • কেউ আপনার কথা রেকর্ড করে প্রতারিত করতে পারবে না।
  • আপনার কথোপকথনের গোপনীয়তা রক্ষা করতে পারবেন।
  • উপরের এই সকলেরও বাহিরে অনেক ধরনের সুবিধা আপনি ভোগ করতে পারবেন।

Imo call privacy সেটা করার নিয়ম

ইমু কল প্রাইভেসি সেটা করার জন্য শুরুতে আপনি আপনার মোবাইল ফোনে গুগল প্লে স্টোরে গিয়ে ইমো অ্যাপস টি আপডেট দিয়ে নিবেন।

  • এরপরে আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন।
  • প্রোফাইল মেনু থেকে “security & privacy” এই অপশনটির উপরে ক্লিক করে দিন।
  • এখন পরবর্তী ধাপে আপনার সামনে “chat & call privacy” বলে শুরুতে একটি অপশন দেখতে পাবেন সেই অপশনের উপরে ক্লিক করে দিন।
  • এখন নতুন উইন্ডোতে আপনি দুটি অপশন দেখতে পাবেন chat privacy এবং block screenshot for call” এখান থেকে আপনি দুই নাম্বার অপশন block screenshot for call এই অপশনটি অন করে দিবেন।

আপনার কাজ শেষ এখন আপনি যার সঙ্গে কথা বলুন না কেন সেই প্রতিপক্ষ ব্যক্তি এবং আপনি নিজেও ভয়েস কল এবং ভিডিও কলের সময় কোন ধরনের স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট নিতে পারবেন না।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

আশা করছি আপনারা যারা ইমুতে কথা বলে থাকেন তারা অবশ্যই নিরাপত্তাসহিত কথা বলবেন ।

অর্থাৎ উপরে দেখানোই নিয়ম অনুসরণ করে আপনারা এই অপশনটি আপডেট করে নেবেন।এছাড়াও যারাই লেখাটি বুঝে আপনারা আপডেট করতে পারছেন না তারা অবশ্যই নিচে থাকাই ভিডিও লিংক থেকে ভিডিওটি দেখে নিবেন।

শেষ কথা – আপনারা যারা ইমো ইউজারকারী রয়েছেন নিজের এবং পরিবারের সকল সদস্যদের মোবাইলে অবশ্যই এই অপশনটি আপডেট করে দিবেন। তাতে করে আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য ইমু প্রতারণা থেকে রক্ষা পাবে।

বিশেষ দ্রষ্টব্য – আর্টিকেলের মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

Leave a Comment