সব দেশের মোবাইল কোড নাম্বার জেনে নিন খুব সহজে

4.6/5 - (7 votes)

মোবাইল কোড নাম্বার একটি অত্যন্ত জরুরি বিষয়। প্রত্যেকটি দেশের কোড নাম্বার রয়েছে। আলাদা আলাদা দেশের মোবাইল কোড নাম্বার আলাদা আলাদা হয়ে থাকে। আপনারা যারা মোবাইল কোড নাম্বার সম্পর্কে জানেন না আজকের পোস্টটি তাদের জন্য। কারন আজকের পোস্টটি থেকে আপনি জানতে পারবেন – মোবাইল কোড নাম্বার কাকে বলে ,কি কারনে মোবাইল কোড নাম্বার আলাদা হয়ে থাকে,বিভিন্ন দেশের মোবাইল কোড নাম্বার, মোবাইল কোড নাম্বার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর।

মোবাইল কোড নাম্বার কাকে বলে? 

মোবাইল কোড নাম্বার হচ্ছে মোবাইলের নাম্বার এর শুরুতে কিছু সংখ্যা। এই সংখ্যাগুলো দেখার মাধ্যমে আমরা জানতে পারি নাম্বারটি কোন দেশের। যখন আমরা বাইরের দেশের কোন নাম্বারে কল করবো তখন সেই নাম্বারের শুরুতে সেই দেশের মোবাইল কোড নাম্বার যুক্ত করে কল করতে হবে।

তাছাড়া সরাসরি সেই নাম্বারে কল করলে কল যাবে না। অর্থাৎ মনে করুন আপনি বাংলাদেশ থেকে আর্জেন্টিনার কোনো মানুষকে কল করতে চাচ্ছেন। এখন আপনাকে আর্জেন্টিনার যে নাম্বারে কল করতে চাচ্ছেন সেই নাম্বারের শুরুতে আর্জেন্টিনার মোবাইল নাম্বার কোড (+54) যুক্ত করতে হবে। তাহলে সেই নাম্বারে আপনার কল চলে যাবে। আশা করছি মোবাইল কোড নাম্বার কি সেটি জানতে পেরেছেন।

কি কারনে মোবাইল কোড নাম্বার আলাদা হয়ে থাকে?

আপনারা লক্ষ্য করলে দেখবেন সকল দেশের মোবাইল কোড নাম্বার আলাদা। যেমন বাংলাদেশের মোবাইল কোড নাম্বার হচ্ছে (+880) অপরদিকে পাকিস্তানের মোবাইল কোড নাম্বার হচ্ছে (+92) অর্থাৎ আলাদা। এখন আপনারা হয়তো ভাবতেছেন সকল দেশের মোবাইল কোড নাম্বার আলাদা হওয়ার কারণ কি? সব দেশের মোবাইল কোড নাম্বার আলাদা হওয়ার কারণ হচ্ছে সেই নাম্বার কোন দেশের সেটি চিহ্নিত করা।

আমরা নাম্বারের শুরুতে কোড দেখলে বুঝতে পারি সেটি কোন দেশের নাম্বার। যদি নাম্বারের শুরুতে কোড না থাকতো তাহলে আমরা জানতে পারতাম না যে সেটি কোন দেশের নাম্বার। অর্থাৎ নাম্বারের শুরুতে কোড ব্যবহার করা হয় সেটি কোন দেশের নাম্বার সেটি জানার জন্য। আশা করছি আপনারা সকল দেশের মোবাইল কোড নাম্বার আলাদা হওয়ার কারণ জানতে পেরেছেন।

বিভিন্ন দেশের মোবাইল কোড নাম্বার

নিম্নে সব দেশের মোবাইল কোড নাম্বার এর লিস্ট দেয়া হলো। আপনারা এখান থেকে সকল দেশের মোবাইল কোড নাম্বার জানতে পারবেন। সকল দেশের মোবাইল কোড নাম্বার হচ্ছে-

  • কানাডা (+1)
  • কিউবা (+53)
  • কিরগিজস্তান (+996)
  • কিরিবাতি (+686)
  • কুক দ্বীপপুঞ্জ (+682)
  • কুয়েত (+965)
  • কুরাসাও (+599)
  • কেইম্যান আইল্যান্ড (+1)
  • গুয়াডেলোপ (+590)
  • গুয়াতেমালা (+502)
  • গুয়াম (+1)
  • গ্রাঞ্জি (+44)
  • গ্রানাডা (+1)
  • গ্যাবন (+241)
  • গ্রিস (+30)
  • গ্রীনল্যান্ড (+299)
  • ঘানা (+233)
  • চাদ (+235)
  • চিলি (+56)
  • চীন (+86)
  • চেক প্রজাতন্ত্র (+420)
  • জর্জিয়া (+995)
  • জর্ডান (+962)
  • জাপান (+81)
  • জাম্বিয়া (+260)
  • জিবুতির (+253)
  • জিব্রাল্টা (+350)
  • জার্মানির (+49)
  • জার্সি (+44)
  • জিম্বাবুয়ে (+263)
  • জ্যামাইকা (+1)
  • টার্ক্স এন্ড কাইকোস দ্বীপপুঞ্জ (+1)
  • টুভালু (+688)
  • টোংগা (+676)
  • টোগো (+228)
  • ডেনমার্ক (+45)
  • ডোমিনিকা (+1)
  • ডোমিনিকান রিপাবলিক (+1)
  • তাইওয়ান (+886)
  • তিউনিসিয়া (+216)
  • তাজিকিস্তান (+992)
  • তানজানিয়া (+255)
  • তুরস্ক (+90)
  • তুর্কমেনিস্তান (+993)
  • তোকেলাও  (+690)
  • ত্রিনিদাদ ও টোবাগো (+1)
  • থাইল্যান্ড (+66)
  • দক্ষিণ আফ্রিকা (+27)
  • দক্ষিণ সুদান (+211)
  • দক্ষিণ কোরিয়া (+82)
  • নরওয়ে (+47)
  • নরফোক দ্বীপের মোবাইল কোড নাম্বার – (+672)
  • নর্থান মেরিয়ানা দ্বীপপুঞ্জ (+1)
  • নাইজেরিয়ার মোবাইল কোড নাম্বার – (+234)
  • নাউরুর মোবাইল কোড নাম্বার – (+674)
  • নাইজারের মোবাইল কোড নাম্বার – (+227)
  • নামিবিয়ার মোবাইল কোড নাম্বার – (+264)
  • নিউ ক্যালেডোনিয়া (+687)
  • নিউই এর মোবাইল কোড নাম্বার – (+683)
  • নিকারাগুয়ার মোবাইল কোড নাম্বার – (+505)
  • নেদারল্যান্ডের মোবাইল কোড নাম্বার – (+31)
  • নেপালের মোবাইল কোড নাম্বার – (+977)
  • নিরক্ষীয় গিনির মোবাইল কোড নাম্বার – (+240)
  • নিউজিল্যান্ডের মোবাইল কোড নাম্বার – (+64)
  • পর্তুগালের মোবাইল কোড নাম্বার – (+351)
  • পশ্চিম সাহারার মোবাইল কোড নাম্বার – (+212)
  • পাকিস্তানের মোবাইল কোড নাম্বার – (+92)
  • পাপুয়া নিউগিনি (+675)
  • পালাউ এর মোবাইল কোড নাম্বার – (+680)
  • পানামার মোবাইল কোড নাম্বার – (+507)
  • পুনর্মিলনীর মোবাইল কোড নাম্বার – (+262)
  • পুয়ের্তো রিকোর মোবাইল কোড নাম্বার – (+1)
  • পূর্ব তিমুরের মোবাইল কোড নাম্বার – (+670)
  • পেরুর মোবাইল কোড নাম্বার – (+51)
  • পোল্যান্ডের মোবাইল কোড নাম্বার – (+48)
  • প্যারাগুয়ের মোবাইল কোড নাম্বার – (+595)
  • ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (+500)
  • ফারো দ্বীপপুঞ্জ (+298)
  • ফিজির মোবাইল কোড নাম্বার – (+679)
  • ফিনল্যান্ডের মোবাইল কোড নাম্বার – (+358)
  • ফরাসি গায়ানা (+594
  • ফরাসি পলিনেশিয়া (+689)
  • ফিলিপাইনের মোবাইল কোড নাম্বার – (+63)
  • ফিলিস্তিনের মোবাইল কোড নাম্বার – (+970)
  • ফ্রান্সের মোবাইল কোড নাম্বার – (+33)
  • বতসোয়ানার মোবাইল কোড নাম্বার – (+267)
  • বলিভিয়ার মোবাইল কোড নাম্বার – (+591)
  • বসনিয়া ও হার্জেগোভিনা (+387)
  • বাংলাদেশের মোবাইল কোড নাম্বার – (+880)
  • বারবাডোসার মোবাইল কোড নাম্বার – (+1)
  • বারমুডার মোবাইল কোড নাম্বার – (+1)
  • বাহরাইনের মোবাইল কোড নাম্বার – (+973)
  • বাহামার মোবাইল কোড নাম্বার – (+1)
  • বুরুন্ডির মোবাইল কোড নাম্বার – (+257)
  • বুর্কিনা ফাসোর মোবাইল কোড নাম্বার – (+226)
  • বুলগেরিয়ার মোবাইল কোড নাম্বার – (+359)
  • বেলজিয়ামের মোবাইল কোড নাম্বার – (+32)
  • বেলারুশের মোবাইল কোড নাম্বার – (+375)
  • বেনিনের মোবাইল কোড নাম্বার – (+229)
  • বেলিজ এর মোবাইল কোড নাম্বার – (+501)
  • বোনায়ের, সিন্ট ইউস্টাসিয়াস ও সাবার (+599)
  • ব্রাজিলের মোবাইল কোড নাম্বার – (+55)
  • ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ (+1)
  • ব্রিটিশ-ভারতীয় সমুদ্র এলাকা (+246)
  • ব্রুনাই এর মোবাইল কোড নাম্বার – (+673)
  • মায়ানমারের মোবাইল কোড নাম্বার – (+95)
  • মায়োটির মোবাইল কোড নাম্বার – (+262)
  • ভানুয়াতু এর মোবাইল কোড নাম্বার – (+678)
  • ভারতের মোবাইল কোড নাম্বার – (+91)
  • ভিয়েতনামের মোবাইল কোড নাম্বার – (+84)
  • ভূটানের মোবাইল কোড নাম্বার – (+975)
  • ভেনিজ়ুয়েলার মোবাইল কোড নাম্বার – (+58)
  • ভ্যাটিকান সিটির মোবাইল কোড নাম্বার – (+39)
  • মঙ্গোলিয়ার মোবাইল কোড নাম্বার – (+976)
  • মন্টসেরাত এর মোবাইল কোড নাম্বার – (+1)
  • মন্টেনিগ্রোর মোবাইল কোড নাম্বার – (+382
  • মরক্কোর মোবাইল কোড নাম্বার – (+212)
  • মরিশাসের মোবাইল কোড নাম্বার – (+230)
  • মলদোভার মোবাইল কোড নাম্বার – (+373)
  • মাইক্রোনেশিয়ার জোটবদ্ধ রাষ্ট্র (+691)
  • মাদাগাস্কার (+261)
  • মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জ (+1)
  • মার্টিনিক (+596)
  • মার্শাল দ্বীপপুঞ্জ (+692)
  • মালাউই (+265)
  • মালি (+223)
  • মাল্টার মোবাইল কোড নাম্বার – (+356)
  • মালদ্বীপের মোবাইল কোড নাম্বার – (+960)
  • মালয়েশিয়ার মোবাইল কোড নাম্বার – (+60)
  • মিশরের মোবাইল কোড নাম্বার – (+20)
  • মেক্সিকোর মোবাইল কোড নাম্বার – (+52)
  • মেসিডোনিয়ার মোবাইল কোড নাম্বার – (+389)
  • মোজাম্বিকের মোবাইল কোড নাম্বার – (+258)
  • মোনাকোর মোবাইল কোড নাম্বার – (+377)
  • মৌরিতানিয়ার মোবাইল কোড নাম্বার – (+222)
  • ম্যাকাউ এর মোবাইল কোড নাম্বার – (+853)
  • যুক্তরাজ্যের মোবাইল কোড নাম্বার – (+44)
  • যুক্তরাষ্ট্রের মোবাইল কোড নাম্বার – (+1)
  • রাশিয়ার মোবাইল কোড নাম্বার – (+7)
  • রুয়ান্ডার মোবাইল কোড নাম্বার – (+250)
  • রোমানিয়ার মোবাইল কোড নাম্বার – (+40)
  • লাইবেরিয়ার মোবাইল কোড নাম্বার – (+231)
  • লাওস এর মোবাইল কোড নাম্বার – (+856)
  • লাটভিয়ার মোবাইল কোড নাম্বার – (+371)
  • লিচেনস্টাইন এর মোবাইল কোড নাম্বার – (+423)
  • লিথুয়ানিয়ার মোবাইল কোড নাম্বার – (+370)
  • লিবিয়ার মোবাইল কোড নাম্বার – (+218)
  • লুক্সেমবার্গের মোবাইল কোড নাম্বার – (+352)
  • লেবানন (+961)
  • লেসোথোর মোবাইল কোড নাম্বার – (+266)
  • শ্রীলঙ্কা (+94)
  • সংযুক্ত আরব আমিরাত – (+971)
  • সলোমন দ্বীপপুঞ্জ (+677)
  • সাইপ্রাস (+357)
  • সাওতোম ও প্রিন্সিপ (+239)
  • সান ম্যারিনো (+378)
  • সামওয়া (+685)
  • সার্বিয়া (+381)
  • সিয়েরা লিওন (+232)
  • সিরিয়া (+963)
  • সিঙ্গাপুর (+65)
  • সিসিলি (+248)
  • সুইজারল্যান্ড (+41)
  • সুইডেন (+46)
  • সুদান (+249)
  • সেন্ট কিটস এবং নেভিস (+1)
  • সেন্ট পিয়ের ও মিকেলনে (+508)
  • সুরিনামে (+597)
  • সেইন্ট বারথেলেমি (+590)
  • সেইন্ট মার্টিনের (+599)
  • সেইন্ট হেলেনা (+290)
  • সেইন্ট মার্টিন (+590)
  • সেনেগাল (+221)
  • অস্ট্রিয়া (+43)
  • অস্ট্রেলিয়া (+61)
  • অ্যাঙ্গোলা (+244)
  • অ্যান্টিগুয়া (+1)
  • অ্যাঙ্গুইলার (+1)
  • আইভরী কোস্ট (+225)
  • আইল অভ ম্যান (+44)
  • আইসল্যান্ড (+354)
  • অ্যান্ডোরা  (+376)
  • আজারবাইজান (+994)
  • আফগানিস্তান (+93)
  • আমেরিকান সামোয়া (+1)
  • আয়ারল্যান্ড (+353)
  • আর্মেনিয়া (+374)
  • আরুবা (+297)
  • আর্জেন্টিনা (+54)
  • আলজেরিয়া (+213)
  • আলবেনিয়া (+355)
  • ইউক্রেন (+380)
  • ইকুয়েডর (+593)
  • ইতালির (+39)
  • ইথিওপিয়ার (+251)
  • ইন্দোনেশিয়া (+62)
  • ইয়েমেন (+967)
  • ইরাক (+964)
  • ইরান (+98)
  • ইরিত্রিয়া (+291)
  • ইসরায়েল (+972)
  • উজবেকিস্তান (+998)
  • উত্তর কোরিয়া (+850)
  • উরুগুয়ে (+598)
  • এল সালভাদোর (+503)
  • এস্তোনিয়া (+372)
  • ওমান (+968)
  • ওয়ালিস এবং ফুটুনা (+681)
  • কঙ্গো রিপাবলিক (+242)
  • কমোরস (+269)
  • কম্বোডিয়া (+855)
  • কসোভো (+381)
  • কাজাখস্তান (+7)
  • কলম্বিয়া (+57)
  • উগান্ডা (+256)
  • কাতার (+974)

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

               মোবাইল কোড নাম্বার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

১.বাংলাদেশের কান্ট্রি কোড নাম্বার কত?

আদর্শ নম্বর বিন্যাস হল: মোবাইল নম্বর: “+৮৮০-১অ-নননন-নননন” টেলিফোন নম্বর: (ঢাকায়) “+৮৮০-২-ন-নননন-নননন”

২.আমার বর্তমান ফোন নম্বর কি?

প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য, নির্মাতা নির্বিশেষে, আপনি সেটিংস > ফোন সম্পর্কে বা ডিভাইস সম্পর্কে > স্থিতি > আমার ফোন নম্বর এ গেলে আপনার ফোন নম্বর খুঁজে পেতে সক্ষম হবেন। কিছু অ্যান্ড্রয়েড ফোনের সিম বা সিম কার্ড স্ট্যাটাস স্ট্যাটাসের মধ্যে তালিকাভুক্ত থাকবে।

৩.880 কোন দেশের কোড?

বাংলাদেশের কান্ট্রি কলিং কোড হল +880। বাংলাদেশে ডায়াল প্ল্যান টাইপ বন্ধ, এবং “0” হল Trunk উপসর্গ।

৪.আমার সিমের নাম্বার কত?

সেটিংস > ফোন সম্পর্কে > স্ট্যাটাসে যান, তারপর নিচে স্ক্রোল করুন এবং আইসিসিআইডি (সিম কার্ড) নম্বরটি খুঁজুন । 2. পিছনের কভার এবং ব্যাটারি সরান, সিম কার্ডটি স্লাইড করুন এবং কার্ডে সিম কার্ড নম্বরটি সনাক্ত করুন৷

৫.Bd কোড কি?

বাংলাদেশের কান্ট্রি কোড ৮৮০ কান্ট্রি কোড বিডি।

৬.কাতারের মোবাইল কোড নাম্বার?

কাতারের মোবাইল কোড নাম্বার হচ্ছে-(+974) কাতারের মোবাইল নাম্বারের শুরুতে (+974) এই কোড থাকে।

৭.+968 কোন দেশের কোড নাম্বার? 

+968 হচ্ছে ওমান দেশের কোড নাম্বার। যদি আপনারা কোন নাম্বারের শুরুতে +968 দেখতে পান তাহলে বুঝবেন এটি ওমান দেশের কোড নাম্বার।

৮.ইতালির মোবাইল কোড নাম্বার?

অনেকেই ইতালির মোবাইল কোড নাম্বার জানেন না। বিভিন্ন সময়ে আমাদের ইতালির মোবাইল কোড নাম্বার জানার প্রয়োজন হয়। ইতালির মোবাইল কোড নাম্বার হচ্ছে – (+39) এছাড়াও এটি ইতালির কান্ট্রি কোড।

৯.কুয়েতের মোবাইল কোড নাম্বার?

কুয়েতের মোবাইল কোড নাম্বার হচ্ছে – (+965) কুয়েতের মোবাইল নাম্বারের শুরুতে +965 কোড থাকে।

১০.ওমানের মোবাইল কোড নাম্বার?

ওমানের মোবাইল কোড নাম্বার হচ্ছে – (+968) ওমানের মোবাইল নাম্বারের শুরুতে +968 কোড দিতে হয়।

শেষকথা

আশা করি সম্পূর্ণ পোস্টটি আপনি মনোযোগ দিয়ে পড়েছেন। এবং আপনি মোবাইল কোড নাম্বার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন। পুরা পোস্টের সম্পর্কে আপনার যদি কোন মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম সুন্দর সুন্দর পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করবে। ধন্যবাদ।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম, আমি একজন অনলাইন কনটেন্ট রাইটার। আমার লেখাগুলো পড়ে বিন্দুমাত্র আপনার কোন উপকারে আসলে অবশ্যই পোস্টটিতে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ

Leave a Comment