পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার ও ঠিকানাসহ বিস্তারিত

Rate this post

পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার-আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের বাংলাদেশের সকল বিভাগের পাসপোর্ট অফিসের  মোবাইল নাম্বার ও ঠিকানা জানতে পারবেন । আপনারা নিশ্চয়ই জানেন পাসপোর্ট কতটা গুরুত্বপূর্ণ একটি প্রমাণপত্র। পাসপোর্ট আপনার পরিচয়কে সার্বজনীনভাবে প্রমাণিত করে এবং সম্পূর্ণ বিশ্বে আপনার পরিচয় নিশ্চিত করে।

যা সাধারণত একটি দেশের সরকার কর্তৃক জারি করা হয়ে থাকে। সাধারণত এইটে আন্তর্জাতিক ভ্রমণের সময় বাহকের জাতীয়তাবাদ পরিচয় হিসেবে কাজ করে। পাসপোর্ট এর বহুৎ প্রকার কাজ রয়েছে। আপনি যদি বিদেশে ভ্রমণ অথবা যেকোনো কাজে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্ট তৈরি করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর মাধ্যমে পাসপোর্ট প্রদান করে থাকেন। তাছাড়াও আজ জানতে পারবেন পাসপোর্ট অফিসের হটলাইন নাম্বার, হেল্পলাইন নাম্বার,  ইমেইল এড্রেস ও যোগাযোগের ঠিকানাসহ বিস্তারিত সকল তথ্য।

পাসপোর্ট কি?

পাসপোর্ট বলতে বুঝায় এক ধরনের ভ্রমণ নথি যা একটি দৃশ্যের সরকার কর্তৃক প্রদান করা হয়। সাধারণত এইটি আন্তর্জাতিক ভ্রমণের সময় বাহকের জাতীয়তা ও পরিচয় পত্র হিসেবে কাজ করেন। একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও স্থান ছবি স্বাক্ষর ও অন্যান্য সকল তথ্য সংযুক্ত থাকে।

পাসপোর্টের ইতিহাস

সাধারণত পাসপোর্ট বলতে বোঝায় একেক ধরনের ভ্রমণ নথি, যা একটি দেশের সরকার কর্তৃক নাগরিককে প্রদান করা হয়ে থাকে। তবে পাসপোর্ট আন্তর্জাতিক ভ্রমণের সময় বাহকের জাতীয়তা পরিচয়পত্র হিসেবে কাজ করে থাকেন। একটি পাসপোর্টে নাগরিকের নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখসহ বিস্তারিত তথ্য সংযোজন থাকে। ২০০৮ সালের ডিসেম্বর মাসে ৬০টি দেশ বায়োমেট্রিক পাসপোর্ট প্রচলন করেন এবং ২০১৭ সালের এপ্রিল মাসে  পাসপোর্ট চালু করেন।

মধ্যযুগীয় ইসলামী খেলাফতের সময় শুল্ক প্রদানের ছিল এক ধরনের পাসপোর্ট যারা যাকাত ও জিজিয়া কর প্রদান করত শুধু সেই সমস্ত মানুষ খেলাফতের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করতে পারত।এইভাবে শুষ্ক প্রদানের রশিদ হিসাবে প্রমাণ কারীদের পাসপোর্ট চালু ছিল। প্রথম পাসপোর্ট চালু হয় ১৮৬৬ সালে জাপানি।

বাংলাদেশে পাসপোর্টের প্রচলন

বাংলাদেশী পাসপোর্ট বলতে বুঝায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর কর্তৃক আই সি এ ও অনুগামী  ও মেশিন রিডেবল এবং বায়োমেট্রিক ই-পাসপোর্ট পাসপোর্টধারীদের দ্বারা বিদেশ ভ্রমণের উদ্দেশ্যে এটি পরিচয় বহনকারী হিসাবে থাকে। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম দেশ বাংলাদেশ সমস্ত নাগরিকের জন্য ই-পাসপোর্ট চালু করেন। ই-পাসপোর্ট পত্রিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের প্রদান করা হয়। ই-পাসপোর্টে বৈদ্যুতিক মাইক্রো-প্রসেসর সিপ সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশি পাসপোর্টে 31 টি আলাদা সুরক্ষা বৈশিষ্ট্যযুক্ত করা হয়েছে। বাংলাদেশি যোগ্য নাগরিকরা এই পাসপোর্ট এর মাধ্যমে ইসরাইল ব্যতীত পৃথিবীর যেকোন দেশে ভ্রমণ করতে পারবেন। ই পাসপোর্ট করার সময় নাগরিকদের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ-স্ক্যান, মুখের রঙ্গিন ছবি এবং ডিজিটাল স্বাক্ষর সংরক্ষণ করা হয়। বাংলাদেশী ই-পাসপোর্ট নাগরিকদের বয়স অনুযায়ী পাঁচ বছর বা দশ বছর মেয়াদি করা হয়।

প্রচলন শুরুর তারিখ: ৮ ফেব্রুয়ারি ১৯৭৩

১ এপ্রিল ২০১০: (মেশিন রিডেবল পাসপোর্ট)

২২ জানুয়ারি ২০২০: (ই-পাসপোর্ট)

প্রদানকারী সংস্থা: বাংলাদেশ

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর

প্রদানের যোগ্যতা: বাংলাদেশী নাগরিকত্ব

মেয়াদ : ১৮ থেকে ৫৫ বছর বয়সীদের জন্য ১০ বছর মেয়াদী।

১৮ বছরের কম বয়সী বা ৫৫ বছরের বেশি বয়সীদের জন্য ৫ বছর মেয়াদী।

পাসপোর্ট এর প্রকারভেদ

বাংলাদেশি যোগ্য নাগরিক দের কোন ধরনের পাসপোর্ট প্রদান করা হয় এবং

বাংলাদেশে তিন ধরনের পাসপোর্ট ইস্যু করা হয়।

প্রথমটি হচ্ছে: লাল মলাট কূটনৈতিক পাসপোর্ট,

কূটনৈতিক পাসপোর্ট লাল মলাট ) বাংলাদেশি কূটনীতিকদের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও কূটনৈতিক কর্মকর্তা জারি করা হয়।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

দ্বিতীয়টি হচ্ছে: লীলা দাপ্তরিক পাসপোর্ট দাপ্তরিক পাসপোর্ট, নীল মলাট) সরকারী কর্মচারী, সরকারি কর্মকর্তা ও সরকারী ব্যবসায়ের বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের জারি করা হয়েছে।

তৃতীয়টি হচ্ছে: সবুজ নিয়মিত সাধারণ পাসপোর্ট।সাধারণ পাসপোর্ট সবুজ মলাট) এটা আন্তর্জাতিক ভ্রমণের জন্য বাংলাদেশের সাধারণ নিয়মিত নাগরিকদের জন্য জারি করা হয়। যেমন ছুটি, অধ্যয়ন, ব্যবসা ভ্রমণ ইত্যাদি।

তবে পাসপোর্ট এর পৃষ্ঠা নম্বর দ্বিভাষিক বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রেই লেখা হয়।

পাসপোর্ট অফিসের হেল্প লাইন নাম্বার

আপনি কি পাসপোর্ট অফিসের হেল্প লাইন নাম্বার খুঁজছেন।  পাসপোর্ট অফিসের সাথে যোগাযোগ করার জন্য বা পাসপোর্ট অফিস পাসপোর্ট সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের জন্য বা পাসপোর্ট সংক্রান্ত যেকোন তথ্য সংগ্রহের জন্য আপনি পাসপোর্ট অফিসের নাম্বারে কল দিতে পারেন। এজন্য আপনার পাসপোর্ট অফিসের হেল্প লাইন নাম্বার প্রয়োজন হবে। সুতরাং আপনি যদি পাসপোর্ট অফিসের নাম্বার চান তাহলে নিচের নাম্বারটিতে কল দিতে পারেন। তবে পাসপোর্ট অফিসে সকাল 10 টা থেকে চারটার মধ্যে কল দিতে হবে।

পাসপোর্ট অফিস হেল্প লাইন নাম্বার: ০২-৮১২৩৭৮৮

পাসপোর্ট হেড অফিসের ঠিকানা

আপনি যদি বাংলাদেশের নাগরিক হোন এবং পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা আঞ্চলিক অফিসে সমাধান না পান তাহলে আপনি হেড অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যেকোন সমস্যা লিখে হেড অফিসের ঠিকানা পত্র মারফত পাঠাতে পারেন।

ঠিকানা-

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, ঢাকা

ই-৭, আগারগাও সেরে-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ ১২০৭ ।

মোবাইল: ০১৭৩৩-৩৯৩৩২৩ ।

পাসপোর্ট অফিসের ইমেইল এড্রেস

যোগাযোগের মাধ্যম হিসেবে পাসপোর্ট অফিসের একটি ইমেইল নাম্বার রয়েছে। সুতরাং আপনি যদি টেলিফোন নাম্বার ছাড়াও ইমেইল নাম্বার এর মাধ্যমেও যেকোনো তথ্য পাঠাতে বা সংগ্রহ করতে পারেন। আপনার যেকোন সমস্যা বিস্তারিত লিখে নিজের ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন। নিচের ইমেইল নাম্বারটি পাসপোর্ট অফিসের ইমেইল নাম্বার।

ইমেল ঠিকানা:  inquiry@passport.gov.bd

পাসপোর্ট অফিসের হটলাইন নাম্বার গুলি

পাসপোর্ট অফিসের আরো কিছু হট লাইন নাম্বার হয়েছে। আপনি যেকোনো সমস্যা সমাধানের জন্যে নিচের নাম্বার গুলো তে কল দিতে পারেন।যারা এখনো জানেন না যে পাসপোর্ট অফিসের হটলাইন নাম্বার কি তারা নিচের এই নাম্বার গুলো সংগ্রহ করতে পারেন।

  • তথ্য সেবা-৩৩৩
  • জরুরি সেবা-৯৯৯
  • দুদক-১০৬
  • হেল্প ডেস্ক-০১৭৩৩৩৯৩৩৯৯

আঞ্চলিক পাসপোর্ট অফিস কি?

বাংলাদেশের প্রতিটি এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিস অবস্থিত। এই অফিসগুলি পাসপোর্ট সংক্রান্ত সেবা প্রদানের জন্য সার্বিক ভাবে কাজ করে। যদি আপনার পাসপোর্টের প্রয়োজন হয়, আপনি সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়ার মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার আগে, সঠিকভাবে আবেদনের পদ্ধতি জানা উচিত।

আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা

অনেকেই পাসপোর্ট অফিসে সরাসরি গিয়ে ঠিকানা জানতে চান কিন্তু তা জানার জন্য যেতে পারেন না। আপনারা পাসপোর্ট অফিসের ঠিকানা জানতে আমাদের সকল পোস্টগুলো পড়তে পারেন। আমরা আশা করি আপনারা বাংলাদেশের যেকোনো আঞ্চলিক পাসপোর্ট অফিসের ঠিকানা আমাদের পোস্টগুলো থেকে জানতে পারবেন।

১।ঢাকা পাসপোর্ট অফিস ঠিকানা-আগারগাঁও, ঢাকা।

২।রাজশাহী পাসপোর্ট অফিস ঠিকানা- নওগাঁ হাইওয়ে, ২৬ শালবাগান, রাজশাহী।

৩।চট্টগ্রাম পাসপোর্ট অফিস ঠিকানা-মনসুরাবাদ চট্টগ্রাম।

৪।খুলনা পাসপোর্ট অফিস ঠিকানা-সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা।

৫।রংপুর পাসপোর্ট অফিস ঠিকানা-কলেজ রোড রংপুর।

৬।কুমিল্লা পাসপোর্ট অফিস ঠিকানা-নোয়াপাড়া, হালিম নগর, কোতোয়ালি, কুমিল্লা।

সকল বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার ঠিকানা

যখন আপনি যে দেশে ভ্রমণ করতে চান না কেন, আপনার পাসপোর্ট দ্বারা আপনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন। আপনি যে কোনও কারণে জাতীয় পরিচয় পত্র দ্বারা করতে পারবেন যা পাসপোর্টের মাধ্যমেও করা যায়। যেমনটি জাতীয় পরিচয় পত্র আপনার দেশে আপনার পরিচয় নিশ্চিত করে, তেমনি পাসপোর্ট সমস্ত পৃথিবীতে আপনার পরিচয় বহন করে। আপনি যে দেশের নাগরিক তা বোঝানোর জন্য সব জায়গাতে পাসপোর্ট প্রদর্শন করতে হবে। এছাড়াও বিভিন্ন দেশে ভিসা পেতে পাসপোর্টের গুরুত্ব জানা উচিত।

বাংলাদেশের বিভাগীয় পাসপোর্ট অফিসগুলির ঠিকানা এবং মোবাইল নম্বরগুলি আজ আপনাদের জানানোর চেষ্টা করেছি।এই নাম্বার গুলো দিয়ে সরাসরি পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে পারেন। যদি আপনার জন্য সম্ভব না হয় পাসপোর্ট অফিসে যাওয়ার তবে মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত তথ্য জানতে পারেন।

ঢাকা বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার ঠিকানা

১. পাসপোর্ট অফিস, ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস,

ই-৭, আগারগাও সেরে-ই-বাংলা নগর, ঢাকা, বাংলাদেশ ১২০৭।

মোবাইল নাম্বার: 01733393323।

২. আঞ্চলিক পাসপোর্ট অফিস, উত্তরা,

ঢাকা, প্লট নং – ০৫, রোড নং – ৩/বি, ব্লক – এইচ, সেক্টর – ১৫, উত্তরা, ঢাকা।

মোবাইল নাম্বার: 01733393328।

৩. পাসপোর্ট অফিস, বাংলাদেশ সচিবালয়, ঢাকা,পাসপোর্ট অফিস, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

মোবাইল নাম্বার: 01732436080।

৪. আঞ্চলিক পাসপোর্ট অফিস, যাত্রাবাড়ী,প্লট নং -২১ / বি, রোড নং -১৬, সেক্টর -২, ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকা, তেগুরিয়া, দক্ষিণ    কেরানীগঞ্জ, ঢাকা।

মোবাইল নাম্বার: 01733393327।

৫.আঞ্চলিক পাসপোর্ট অফিস, গোপালগঞ্জ,গোপালগঞ্জ টাউন রোড, গোপালগঞ্জ।

মোবাইল নাম্বার: 01733393346।

৬.আঞ্চলিক পাসপোর্ট অফিস, মানিকগঞ্জ,পশ্চিম বান্দুটিয়া, মানিকগঞ্জ সদর, মানিকগঞ্জ।

মোবাইল নাম্বার: 01733393335।

৭.আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফরিদপুর, চানমারী রোড, ফরিদপুর।

মোবাইল নাম্বার: 01733393342।

৮. আঞ্চলিক পাসপোর্ট অফিস, টাঙ্গাইল, পাসপোর্ট অফিস রোড, টাঙ্গাইল ১৯০০।

মোবাইল নাম্বার: 01733393338।

৯. আঞ্চলিক পাসপোর্ট অফিস, মুন্সিগঞ্জ, খালিষ্ট, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ।

মোবাইল নাম্বার: 01733393339।

১০.আঞ্চলিক পাসপোর্ট অফিস, নরসিংদী, ভাগদী, নরসিংদী।

মোবাইল নাম্বার: 01733393397।

১১. আঞ্চলিক পাসপোর্ট অফিস, কিশোরগঞ্জ, কাটাবাড়িয়া, কিশোরগঞ্জ।

মোবাইল নাম্বার: 01733393340।

১২.আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাজীপুর, ৬০/১ উত্তর রাজবাড়ী (টাঙ্কির পাড়), গাজীপুর।

মোবাইল নাম্বার: 01733393337।

১৩. আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাদারীপুর,

জেলা জর্জ কোড, খামারবাড়ি, নিউ এসপি অফিস সংলগ্ন, কুকরাইল, মাদারীপুর সদর, মাদারীপুর। মোবাইল নাম্বার: 01733393347।

১৪. আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, নারায়ণগঞ্জ।

মোবাইল নাম্বার: 01733393336।

১৫. আঞ্চলিক পাসপোর্ট অফিস, শরীয়তপুর, জেলা প্রশাসকের কার্যালয় (নীচ তলা-পশ্চিম পার্শ), শরীয়তপুর।

মোবাইল নাম্বার: 01733393345।

১৬. আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাজবাড়ী, আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাজবাড়ী।

মোবাইল নাম্বার: 01733393343।

চট্টগ্রাম বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা

পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার ও ঠিকানাসহ বিস্তারিত সকল তথ্য

১. বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, চট্টগ্রাম মনসুরাবাদ, চট্টগ্রাম

মোবাইল – 01733393350

২. আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুমিল্লা নোয়াপাড়া, হালিমানগর, কোতয়ালী, কুমিল্লা- 01733393352

৩. আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাঁদপুর উত্তর গুনরাজদি, ফরিদগঞ্জ রোড, চাঁদপুর -01733393355

৪. আঞ্চলিক পাসপোর্ট অফিস, ফেনী হাজারি রোড, ডিসি অফিসের নিকটে, ফেনী- 01733393353

৫. আঞ্চলিক পাসপোর্ট অফিস, নোয়াখালী গাবুয়া, বেগমগঞ্জ, নোয়াখালী- 01733393381

৬.আঞ্চলিক পাসপোর্ট অফিস, ব্রাহ্মণবাড়িয়া মেড্ডা বাসস্ট্যান্ড, ব্রাহ্মণবাড়িয়া -01733393322

৭. আঞ্চলিক পাসপোর্ট অফিস,কক্সবাজার কোলাটলি রোড, বাহারচারা, কক্সবাজার -01733393354

৮. আঞ্চলিক পাসপোর্ট অফিস, রাঙ্গামাটি রাঙ্গামাটি সদর- 01733393356

৯. আঞ্চলিক পাসপোর্ট অফিস, বান্দরবান কালেক্টরেট স্কুল রোড, বান্দরবান সদর, বান্দরবান- 01733393359

১০.আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাগড়াছড়ি খাগড়াছড়ি সদর- 01733393360

১১.আঞ্চলিক পাসপোর্ট অফিস, লক্ষ্মীপুর দক্ষিণ বাঞ্চানগর, লক্ষ্মীপুর বাস টার্মিনালের পশ্চিম পার্শ্বে, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর 01733393357

সিলেট বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা

১.পাসপোর্ট অফিস: বিভাগীয় পাসপোর্ট এবং ভিসা অফিস, সিলেট

মোবাইল নাম্বার: 01733-393361

২.পাসপোর্ট অফিস: আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৌলভীবাজার ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, শমসেরনগর রোড, মৌলভীবাজার মোবাইল নাম্বার: 01733-393362

৩.পাসপোর্ট অফিস: আঞ্চলিক পাসপোর্ট অফিস, হবিগঞ্জ ঠিকানা: ওয়্যারলেস এরিয়া, ২ নং পোল, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ মোবাইল নাম্বার: 01733-393363

৪.পাসপোর্ট অফিস: আঞ্চলিক পাসপোর্ট অফিস, সুনামগঞ্জ ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, সুনামগঞ্জ

মোবাইল নাম্বার: 01733-393396

রাজশাহী বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা

১.বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রাজশাহী ঠিকানা: নওগাঁ হাইওয়ে, ২৬ শালবাগান, রাজশাহী।

মোবাইল নাম্বার: 01733393380

২.আঞ্চলিক পাসপোর্ট অফিস, বগুড়া ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, খান্দার, বগুড়া। মোবাইল নাম্বার: 01733393382

৩.আঞ্চলিক পাসপোর্ট অফিস, পাবনা ঠিকানা: হোল্ডিং নং #১২৫২, ওয়ার্ড নং ০৩, পাথরতলা, দিলাল্পুর, পাবনা।

মোবাইল নাম্বার: 01733393386

৪.আঞ্চলিক পাসপোর্ট অফিস, চাপাই নবাবগঞ্জ ঠিকানা: নবাবগঞ্জ মহাসড়ক, চাঁপাই নবাবগঞ্জ।

মোবাইল নাম্বার: 01733393388

৫.আঞ্চলিক পাসপোর্ট অফিস, জয়পুরহাট ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, জয়পুরহাট।

মোবাইল নাম্বার: 01733393383

৬.আঞ্চলিক পাসপোর্ট অফিস, নওগাঁ ঠিকানা: জেলা প্রশাসকের কার্যালয়, মন্ডলপাড়া-চকলিপাড়া সংযোগ সড়ক, নওগাঁ। মোবাইল নাম্বার: 01733393387

৭.আঞ্চলিক পাসপোর্ট অফিস, নাটোর ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, নাটোর। মোবাইল নাম্বার: 01733393385

৮.আঞ্চলিক পাসপোর্ট অফিস, সিরাজগঞ্জ ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, থানা রোড, সিরাজগঞ্জ।

মোবাইল নাম্বার: 01733393384

রংপুর বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা

১.বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, রংপুর রংপুর কলেজ রোড, রংপুর -01733393389

২.আঞ্চলিক পাসপোর্ট অফিস, দিনাজপুর দিনাজপুর সদর-01733393358

৩.আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাইবান্ধা রুম নং: ১০১, জেলা প্রশাসকের অফিস, গাইবান্ধা 01733393390

৪. আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুড়িগ্রাম কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম 01733393395

৫. আঞ্চলিক পাসপোর্ট অফিস, লালমনিরহাট স্টেডিয়াম পাড়া, স্টেডিয়াম রোড, লালমনিরহাট 01733393394

৬. আঞ্চলিক পাসপোর্ট অফিস, নীলফামারী সৈয়দপুর-নীলফামারী সড়ক, নীলফামারী 01733393393

৭. আঞ্চলিক পাসপোর্ট অফিস,পঞ্চগড় ক্যামিলিয়া ভবন (ডিসি পার্কের পূর্ব পাশে) পঞ্চগড় 01733393391

৮. আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঠাকুরগাঁও ইসলামবাগ রোড, ঠাকুরগাঁও 01733393392

খুলনা বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা

১.বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, খুলনা ঠিকানা: ৩৮/৫, সোনাডাঙ্গা আবাসিক এলাকা, খুলনা

মোবাইল নাম্বার: 01733393364

২. আঞ্চলিক পাসপোর্ট অফিস, যশোর ঠিকানা: মনিহার থেকে কোল্ডস্টোরেজ মোড় হয়ে দক্ষিণ পূর্ব কোনে টিটিসি সংলগ্ন মোবাইল নাম্বার: 01733393365

৩. আঞ্চলিক পাসপোর্ট অফিস, বাগেরহাট ঠিকানা: খারদ্বার, ভিআইপি রোড, বাগেরহাট সদর, বাগেরহাট মোবাইল নাম্বার: 01733393368

৪. আঞ্চলিক পাসপোর্ট অফিস, কুষ্টিয়া ঠিকানা: ঢাকা – কুষ্টিয়া মহাসড়ক, কুষ্টিয়া মোবাইল নাম্বার: 01733393372

৫. আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঝিনাইদহ ঠিকানা: ২২১, লক্ষীকোল, নতুন কোর্টপাড়া, ঝিনাইদহ, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ মোবাইল নাম্বার: 01733393366

৬. আঞ্চলিক পাসপোর্ট অফিস, চুয়াডাঙ্গা ঠিকানা: চুয়াডাঙ্গা (হাসপাতাল রোড, মদিনা ক্লিনিকের পাশে) মোবাইল নাম্বার: 01733393373

৭.আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরা ঠিকানা: কলেজ পাড়া, মাগুরা সদর, মাগুরা মোবাইল নাম্বার: 01733393369

৯.আঞ্চলিক পাসপোর্ট অফিস, মেহেরপুর ঠিকানা: চুয়াডাঙ্গা – মেহেরপুর হাইওয়ে, সরকারি কলেজ মোড়, মেহেরপুর

মোবাইল নাম্বার: 01733393372

১০. আঞ্চলিক পাসপোর্ট অফিস, নড়াইল ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, নড়াইল মোবাইল নাম্বার: 01733393370

১১. আঞ্চলিক পাসপোর্ট অফিস, সাতক্ষীরা ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, সাতক্ষীরা মোবাইল নাম্বার: 01733393367

বরিশাল বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা

১.বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, বরিশাল: ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরিশাল মোবাইল নাম্বার: 01733393374

২. আঞ্চলিক পাসপোর্ট অফিস, বরগুনা: ঠিকানা: হসপিটাল রোড, বরগুনা মোবাইল নাম্বার: 01733393378

৩. আঞ্চলিক পাসপোর্ট অফিস, ভোলা: ঠিকানা: শাহবাজপুর সড়ক, চরনোয়াবাদ, ভোলা মোবাইল নাম্বার: 01733393376

৪.আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঝালকাঠি: ঠিকানা: কৃষ্ণকাঠী, মনুসড়ক বিশ্বরোড সংল্গন, ঝালকাঠী মোবাইল নাম্বার: 01733393375

৫.আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিরোজপুর: ঠিকানা: ৫৩ পাড়েরহাট রোড, পিরোজপুর সদর, পিরোজপুর মোবাইল নাম্বার: 01733393379

৬.আঞ্চলিক পাসপোর্ট অফিস, পটুয়াখালী. পুলিশ লাইনস রোড, পটুয়াখালী-01733393377

ময়মনসিংহ বিভাগের পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার এবং ঠিকানা

১. পাসপোর্ট অফিস: আঞ্চলিক পাসপোর্ট অফিস, ময়মনসিংহ ঠিকানা: মাসকান্দা, বিসিক, ময়মনসিংহ মোবাইল নাম্বার: 01733393334

২.পাসপোর্ট অফিস: আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, জামালপুর মোবাইল নাম্বার: 01733393344

৩.পাসপোর্ট অফিস: আঞ্চলিক পাসপোর্ট অফিস, নেত্রকোনা ঠিকানা: আঞ্চলিক পাসপোর্ট অফিস, নেত্রকোনা

মোবাইল নাম্বার: 01733393348

৪.পাসপোর্ট অফিস: আঞ্চলিক পাসপোর্ট অফিস, শেরপুর ঠিকানা: বাড়ি নং #২১৫/১, মাধবপুর, জামালপুর – শেরপুর আরডি, শেরপুর, বাংলাদেশ মোবাইল নাম্বার: 01733393341

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর

১।পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক কে?

উত্তরঃবহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

২।পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়?

উত্তরঃপাসপোর্ট করতে ৪,০২৫ টাকা থেকে ১৩,৮০০ টাকা পর্যন্ত টাকা লাগতে পারে।  তবে তা নির্ধারিত হয়েছে পাসপোর্ট এর মেয়াদ, পৃষ্ঠা এবং পাসপোর্ট এর ধরন ( সাধারণ পাসপোর্ট, জরুরী পাসপোর্ট, অতীব জরুরী পাসপোর্ট) এর ভিত্তিতে।

৩।বাংলাদেশে কয় ধরনের পাসপোর্ট ইস্যু হয়?

উত্তরঃবাংলাদেশী তিন ধরনের পাসপোর্ট ইস্যু করা হয়। যেমন: প্রথমটি হচ্ছে: লাল মলাট কূটনৈতিক পাসপোর্ট, দ্বিতীয়টি হচ্ছে: লীলা দাপ্তরিক পাসপোর্ট এবং দ্বিতীয়টি হচ্ছে: সবুজ নিয়মিত সাধারণ পাসপোর্ট।

৪।ই পাসপোর্ট এর মেয়াদ কত বছর?

উত্তরঃই-পাসপোর্ট সর্বচ্চো ১০ বছর মেয়াদি রেজিস্ট্রেশন করা যায়। ৫ বছরের মতোনই ১০ বছরের জন্য ই-পাসপোর্ট করলে ডেলিভারির উপর নির্ভর করবে এর ফি বা খরচ। এছাড়াও বেশী ৪৮ বা ৬৪ পৃষ্টার ১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট আলদা হয়ে থাকে।

৫।পাসপোর্ট করতে কি কি লাগে?

উত্তরঃপাসপোর্ট করতে লাগে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদপত্র, নাগরিক সনদপত্র, পেশা প্রমাণের কাগজ।

৬।পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কত দিন পর হয়?

উত্তরঃ একটি নতুন পাসপোর্ট এবং পুনরায় ইস্যু করার জন্য যেখানে পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন, প্রক্রিয়াটি 30 দিন সময় নেয়।

শেষকথা

পাসপোর্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট যা সরকার কর্তৃক প্রদানকৃত একটি ভ্রমণ নথিপত্র। বাংলাদেশের যোগ্য নাগরিকগণ পাসপোর্ট করতে পারেন। পাসপোর্ট সংক্রান্ত সকল তথ্য আজকের পোস্টে জানানোর চেষ্টা করেছি । তাছাড়াও পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার ঠিকানা সংযুক্ত করা হয়েছে। এই মোবাইল নাম্বার গুলো দিয়ে আপনি পাসপোর্ট অফিসের কর্মকর্তা সাথে যোগাযোগ করতে পারবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম, আমি একজন অনলাইন কনটেন্ট রাইটার। আমার লেখাগুলো পড়ে বিন্দুমাত্র আপনার কোন উপকারে আসলে অবশ্যই পোস্টটিতে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ

Leave a Comment