পাবনা এক্সপ্রেস পরিবহন অনলাইন টিকিট –পাবনা এক্সপ্রেস পরিবহন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পরিবহন সংস্থা।এটি বাংলাদেশের অধিকাংশ জেলার চলাচল করে থাকে। বিশেষ করে বাংলাদেশের রাজধানী ঢাকার মধ্যে চলাচল কারী অত্যন্ত জনপ্রিয় একটি বাস সার্ভিস। পাবনা এক্সপ্রেস পরিবহন আপনি অত্যন্ত আনন্দদায়ক এবং বিলাসবহুল যাতায়াত করতে পারবেন। তাই পাবনা এক্সপ্রেস পরিবহন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং অনলাইন টিকিট বুকিং সিস্টেম জানার জন্য আমাদের সাথেই থাকবেন।
আজকের এই নিবন্ধে আমরা পাবনা এক্সপ্রেস পরিবহন এর সময়সূচী, পাবনা এক্সপ্রেস পরিবহনের টিকিট মূল্য এবং সকল কাউন্টার নম্বর আলোচনা করব। আপনি যদি পাবনা এক্সপ্রেস করে ভ্রমণ করতে চান তাহলে এই নিবন্ধ আপনাকে স্বাগতম। আরও জানতে পারবেন পাবনা এক্সপ্রেস পরিবহনের অনলাইন টিকিট করার নিয়ম, পাবনা এক্সপ্রেস পরিবহনের অভিযোগ নাম্বার, পাবনা এক্সপ্রেস পরিবহনের নিয়মাবলি, পাবনা এক্সপ্রেস পরিবহনের বৈশিষ্ট্য ও পাবনা এক্সপ্রেস পরিবহনের সুবিধা গুলো সম্পর্কে।
পাবনা এক্সপ্রেস পরিবহন
অত্যন্ত স্বল্পমুল্যে আপনি যদি বিলাসবহুল ভাবে বাসে যাতায়াত করতে চান তাহলে অবশ্যই আপনাকে পাবনা এক্সপ্রেস এর কথা মাথায় আনতে হবে। কারণ পাবনা এক্সপ্রেস অন্যান্য যেকোন বাস সার্ভিস এর তুলনায় খুব কম রেটে পরিবহন সেবা দিয়ে থাকে। রাজধানী ঢাকা হতে পাবনার দূরত্ব 208 কিলোমিটার। এই পথ অতিক্রম করতে পাবনা এক্সপ্রেস পরিবহন সেবার গুলোকে সময় লাগে ৪ ঘণ্টা ১০ মিনিট।
দীর্ঘ এই ভ্রমণে আপনি যদি পাবনা এক্সপ্রেস পরিবহন করে যাতায়াত করেন তাহলে অত্যন্ত আনন্দদায়ক এবং বিলাসবহুল যাতায়াত করতে পারবেন। এসি, নন এসি, লাগজারি বিজনেস ক্লাস, এবং হীন চেয়ারকোচ পরিবহন সেবা দিয়ে থাকে
পাবনা এক্সপ্রেস পরিবহন।
পাবনা এক্সপ্রেস পরিবহনের সময়সূচি
এখন আমরা চেষ্টা করব পাবনা এক্সপ্রেস পরিবহনের সময়সূচী সম্পর্কে আপনাদের একটু ধারনা দিতে। আমরা সব সময় গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আশা করছি এই রুটে চলাচলকারী ব্যক্তিদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে।
পাবনা টু ঢাকা এই রুটে চলাচল করে পাবনা এক্সপ্রেস এর অনেক কয়টি বাস। এই বাসগুলো এসি এবং ননএসি দুই প্রকারের হয়ে থাকে।
১।সকাল বেলা পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় পাবনা এক্সপ্রেস এর একটি নন এসি বাস। বাসটি সকাল 5:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে পাবনা থেকে ছেড়ে যায় এবং সকাল 10:30 মিনিটে ঢাকাতে এসে পৌঁছায়।
২।পাবনা এক্সপ্রেস এর একটি এসি বাস যা সকাল 10:30 মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং এই এসি বাসটি দুপুর 3:30 মিনিটে ঢাকাতে এসে তার যাত্রা শেষ করে। এই বাসটিতে যাত্রা করা খুবই আরামদায়ক।
পাবনা এক্সপ্রেস পরিবহনের টিকিট মূল্য
পাবনা এক্সপ্রেস পরিবহন বাংলাদেশের যেকোনো পরিবহনের তুলনায় খুব স্বল্প মূল্যে ভ্রমণ সেবা দিয়ে থাকে। রাজধানী ঢাকা হতে পাবনা এক্সপ্রেস পরিবহন পাবনা, বোনাপাড়া, ঈশ্বরদী, কুষ্টিয়া, ভেড়ামারা ও মেহেরপুর ইত্যাদি গন্তব্যে চলাচল করে থাকে। আমরা পাবনা এক্সপ্রেস পরিবহন এর সঠিক মূল্য তালিকা এই নিবন্ধের সংযুক্ত করেছি। পাবনা এক্সপ্রেস পরিবহন এর মূল্য তালিকা দেখে আপনে স্বাচ্ছন্দে ও আনন্দদায়ক হবে ভ্রমণ করতে পারবেন। নিচে তালিকা দেওয়া হলো –
পাবনা এক্সপ্রেস পরিবহনের টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা
পাবনা এক্সপ্রেস পরিবহন তাদের গন্তব্যে প্রতি জেলায় টিকিট কাউন্টার স্থাপন করেছ। উক্ত টিকিট কাউন্টার গুলোতে আপনি ফোন দিয়ে টিকিট বুকিং সহকারীর যাবতীয় তথ্য সংগ্রহ করে নিতে পারবেন। ভ্রমণ সংক্রান্ত যেকোন বিষয়ে তাদের জন্য আপনি পাবনা এক্সপ্রেস পরিবহন কন্টাক নম্বর গুলোর সাথে যোগাযোগ করবেন। এছাড়াও আপনি যদি পাবনা এক্সপ্রেস সম্পর্কে কোনো অভিযোগ প্রদান করতে চান সে নাম্বার ও আমরা এই নিবন্ধের সংযুক্ত করব।
পাবনা এক্সপ্রেস পাবনা জেলার সকল টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা
১।পাবনা সদর কাউন্টার 01911804960
২।বাইপাস কাউন্টার 01750-143091
৩।টাউন কাউন্টার 01750-143092
৪।উল্লাপাড়া কাউন্টার 01740-937388
৫।বেড়া কাউন্টার 01724-544605
৬।কাশীনাথপুর কাউন্টার 01714-904389
৭।চিনাখোড়া কাউন্টার 01714-690527
৮।রাজাপুর কাউন্টার 01746-165933
৯।লালপুর কাউন্টার 01746-698415
১০।বাঘা কাউন্টার 01753-121582
১১।বাঘাবাড়ী কাউন্টার 01712-217761
১২।ধানাইদহো কাউন্টার 01722-161845
১৩।বোড়াগ্রাম কাউন্টার 01743-872439
১৪।দশুরিয়া কাউন্টার 01753-121580
১৫।বনপাড়া কাউন্টার 01716-307280
১৬।কচিকাটা কাউন্টার 01713-777282
১৭।ভেরামারা কাউন্টার 01750-143094
১৮।কুষ্টিয়া কাউন্টার 01750-143090
পাবনা এক্সপ্রেস ঢাকা জেলার সকল টিকিট কাউন্টার নাম্বার ও ঠিকানা
পাবনা এক্সপ্রেস বাসের ঢাকা জেলায় অসংখ্য কাউন্টার রয়েছে। যার মধ্যে গাবতলী, কল্যাণপুর, মালিবাগ, নর্দা, উত্তরা, আজিমপুর, টেকনিক্যাল আব্দুল্লাহপুর ও চান্দুরা। এসব ঢাকা জেলার সকল কাউন্টারে ঠিকানা ও মোবাইল নাম্বার নিচে প্রদান করা হলো।
১।গাবতলি বাস টার্মিনাল- লাইন-খ, 02-9008581, 01711-024088.
২।কল্যাণপুর কাউন্টার, 01750-143095, 01193-086077.
৩।মালিবাগ 01199-187815.
৪।নর্দা কাউন্টার 01715-085038.
৫।উত্তরা(আজমপুর) কাউন্টার 01191-375873.
৬।টেকনিক্যাল কাউন্টার, ঢাকা 01711-024088.
৭।আব্দুল্লাহপুর কাউন্টার 01726-717226.
পাবনা এক্সপ্রেস সিলেট বিভাগ কাউন্টার নাম্বার ও ঠিকানা
১।সিলেট কাউন্টার 01711-235444
২।কেন্দ্রীয় বাস টার্মিনাল কাউন্টার 01750-143093, 01729-534055
৩।গোয়াল বাজার কাউন্টার 01818-845092
৪।শায়েস্তাগঞ্জ কাউন্টার অফিস 01724-051784, 01728-922405
৫।দোরগাহ গেট/মাজার গেট কাউন্টার 01717-848665
পাবনা এক্সপ্রেস কুমিল্লা জেলার সকল কাউন্টার নাম্বার ও ঠিকানা
১।কুমিল্লা সদর কাউন্টার 01750-143083
পাবনা এক্সপ্রেস চট্টগ্রাম বিভাগ সকল কাউন্টার নাম্বার ও ঠিকানা
১।বিআরটিসি কাউন্টার 01750-143087
২।নেভি গেট কাউন্টার 01190-927564
৩।ফেনী কাউন্টার 01822-008811
৪।বোরোপোল কাউন্টার 01814-122636
৫।অলংকার -1 কাউন্টার 01750-143097
৬।অলংকার -2 কাউন্টার 01718-446690
৭।অলংকার -3 কাউন্টার 01675-629767
পাবনা এক্সপ্রেস পরিবহন এর অনলাইন টিকিট করার নিয়ম
পাবনা এক্সপ্রেস পরিবহনে আপনি অনলাইন টিকিট বুকিং সিস্টেম সহ যাবতীয় সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। অগ্রিম টিকিট বুকিং এর জন্য আপনাকে অবশ্যই shohoz.com এই ঠিকানায় গিয়ে টিকিট ক্রয় করতে পারবেন। এছাড়াও আপনি পাবনা এক্সপ্রেস পরিবহনের কাউন্টার নাম্বার গুলোতে যোগাযোগ করে অগ্রিম টিকিট বুকিং করে নিতে পারবেন। আমরা উপরে পাবনা এক্সপ্রেস পরিবহন এর সকল জেলার কাউন্টার নম্বর গুলো সংযুক্ত করেছি।আর এখন দেখাবো ঘরে বসে অনলাইনে টিকিট করার নিয়ম-
১।প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে সহজ Shohoz লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে সহজের মোবাইল অ্যাপস টি চলে আসবে।
২।মোবাইল অ্যাপস টি আপনার ফোনে ইন্সটল করুন। ইন্সটল করা হয়ে গেলে প্রথমে আপনার সামনে এই অ্যাপসের ল্যাঙ্গুয়েজ ( ভাষা) বলে একটা অপশন আসবে,সেখান থেকে আপনি বাংলা চাইলে বাংলা এবং ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করে দিয়ে অ্যাপসটির হোম পেজে প্রবেশ করুন।
৩।একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে নিচের দিকে দেখতে পাবেন “চলুন শুরু করি“ এই অপশনটির উপরে ক্লিক করুন।
৪।এরপরে আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে বলা হবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বার যাতে একটিভ থাকে। মোবাইল নাম্বার দিন।
৫।মোবাইল নাম্বারটি প্রদান করা হয়ে গেলে, নিচের দিকে “পরবর্তী” বলে একটি অপশন রয়েছে,সেখানে চাপ দিন ।
৬।এরপরে আপনার সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে, যেখানে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বলে অপশন আসবে ,সেখানে আপনার নাম কি লিখে পরবর্তী অপশনটিতে ক্লিক করুন।
৭।এখন আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি আপনি ওটিপি কোড এর ঘরে বসে পরবর্তী বলে অপশন এর উপরে ক্লিক করুন।
৮।তাহলে আপনার একাউন্ট তৈরি হবে। এবং আপনে অ্যাপসের হোমপেজে ফিরে যাবেন।
৯।অ্যাপসের হোমপেজের মাঝখানে দেখতে পাবেন “বাস টিকেট“ লেখা নামে একটি অপশন রয়েছে, তার উপরে চাপ দিন।
১০।এরপরে আপনার সামনে বাস টিকেট করার জন্য যে ফর্ম সেই ফরমটি চলে আসবে, সেখান থেকে আপনি আপনার এড্রেস, নাম দিয়ে, Search Bus অপশানে ক্লিক করুন।
১১।এরপর আপনার সামনে পুরো বাসের সিট প্যানটি চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের বাসএবং সিট সিলেক্ট করে কন্টিনুয়ে অপশনে চাপ দিলেই, আপনার টিকেট কাটা সম্পন্ন হয়ে যাবে এবং টিকেট কমপ্লিট হয়ে গেলে, আপনি সেখানে পেমেন্ট অপশন দেখতে পাবেন।
১২।সেখান থেকে চাইলে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারি তে পেমেন্ট করতে পারবেন।
১৩।এর পরে আপনি আপনার টিকিট প্রিন্ট আউট করে নিবেন অথবা আপনার মোবাইল ফোন একটি স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার কাউন্টারে পৌঁছে গেলে সেই সময়ে আপনার টিকেট দেখে তারা আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে ।
ঢাকা থেকে পাবনা দূরত্ব
পাবনা এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে যাতায়াত করতে পারবেন ঢাকা থেকে পাবনা এবং অনেকেই ঢাকাতেই পাবনার দূরত্ব জানতে চান তাদের জন্য এখানে আমরা দূরত্ব টি সংযুক্ত করব। ঢাকা থেকে পাবনা দূরত্ব প্রায় ২০৮ কিলোমিটার অর্থাৎ ১২৭ মাইল। এই দীর্ঘ পথ চলাচল করতে পাবনা এক্সপ্রেসের সময় লাগে ৪ ঘন্টা ১০ মিনিট। তবে অনেক সময় আরো কম কিংবা জ্যাম কারণে বেশিও লাগতে পারে।
পাবনা এক্সপ্রেস পরিবহনের কাস্টমার অভিযোগ নাম্বার
পরিবহন কর্তৃপক্ষ পাবনা এক্সপ্রেস পরিবহন যাতে যাত্রীদের কম্পারটেবল ভ্রমণ কিম্বা সকল প্রকার সুবিধা দিতে পারে সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু পরিমাণ কর্তৃপক্ষ করতে কোন যাত্রী হয়রানি হলে কিংবা কর্তৃপক্ষ কোন খারাপ আচরণ করলেই কিংবা সুবিধা প্রদান না করলে কিংবা অতিরিক্ত টাকা দিলে যে কোন অভিযোগ অভিমান কর্তৃপক্ষের কাছে যাত্রীগণ দিতে পারেন তার একটি মোবাইল নাম্বার প্রদান করেছেন। সুতরাং আপনার কোন অভিযোগ থাকলে নিচের অভিযোগ নাম্বারে কল করুন এবং জানিয়ে দিন
অভিযোগ নাম্বার : 02-9008581
পাবনা এক্সপ্রেস পরিবহনে নিয়মাবলী
এই পরিবহনের কিছু নিয়মাবলী রয়েছে যা যাত্রীদের অবশ্যই মেনে চলতে হবে এবং তার নিম্নে তুলে ধরা হলো-
১।গাড়ি কাউন্টার থেকে ছাড়ার ১৫ মিনিট পূর্বে যাত্রীকে কাউন্টারে উপস্থিত হতে হবে।
২।প্রত্যেক যাত্রীকে টিকিট সাথে রাখতে হবে।
৩।যাত্রীকে নিজের ও মালামাল লকার রাখতে হবে এবং টোকেন গ্রহণ করতে হবে।
৪।যাত্রীগণকে অবশ্যই তাদের মালামাল ও ব্যাগ নিজ দায়িত্বে বহন করতে হবে।
৫।গাড়িতে কোন ধরনের মাদক জাতীয় বা বেআইনি অস্ত্র বহন করা যাবে না।
৬।যাত্রীকে যাত্রাপথে বিরতিকালে সময়সূচী মেনে গাড়িতে উঠতে হবে।
৭।সম্মানিত যাত্রীকে ফিরতি টিকিট আগাম গ্রহণের সুযোগ প্রদান করা হয়ে থাকে
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
যদি কোন যাত্রী টিকিট বাতিল করতে চান তাহলে কাউন্টার কর্তৃপক্ষকে ছয় ঘন্টা জানাতে হবে এবং টিকিটের ১০% কর্তন করা হবে।
৮।গাড়িতে অন্যের দেওয়া কিছু খাওয়া যাবে না।
৯।গাড়ির জানালার ভিতর দিয়ে হাত কিংবা মাথা রাখা যাবে না।
১০।গাড়িতে যেকোনো ধরনের সমস্যা হলে ড্রাইভার কিংবা সুপারভাইজার কে জানাতে হবে।
১১।গাড়িতে কোন গুরুত্বপূর্ণ ব্যাগ কিংবা টাকা পয়সা সঙ্গে থাকলে ড্রাইভার কিংবা সুপারভাইজার কে জানানো প্রয়োজন।
১২।গাড়িতে খাবার পানির বোতল সরবরাহ করা হয়ে থাকে।
১৩।গাড়িতে কোন যাত্রী বমি করলে তা পূর্তি রোধের জন্য পলিথিন ব্যাগ কিম্বা বমির ট্যাবলেট সরবরাহ হয়ে থাকে।
১৪।গাড়িতে গন্ধ দূরীকরণের জন্য স্প্রে করা হয়ে থাকে।
পাবনা এক্সপ্রেস পরিবহনের বৈশিষ্ট্য ও প্রকৃতি
পাবনা এক্সপ্রেস পরিবহনের বৈশিষ্ট্য ও প্রকৃতি নিচে দেওয়া হলো –
এই পরিবহনটি সঠিক সময় কাউন্টার থেকে ত্যাগ করেন এবং সঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছায়। যাত্রা পথে যাত্রীদের বিরতি প্রদান করে খাওয়ার জন্য। গাড়িটি আধুনিক মডেলের, ঝকঝকে প্রকৃতির, চমৎকার ফিনিশিং, পর্যাপ্ত আরামদায়ক সিট ব্যবস্থা, লাক্সেরিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর।
পাবনা এক্সপ্রেস গাড়িটির গুণগত মান ও অন্যান্য সুবিধা
১।আধুনিক মডেলের এই গাড়িটি অন্যান্য গাড়ির তুলনায় অনেক ভালো এবং কম্পারটেবল।
২।এই পরিবহনটি এসি ও নন এসি হয়।
৩।আরামদায়ক সিট ব্যবস্থা।
৪।সঠিক সময় ত্যাগ করে, নিরাপদ, সঠিক সময় ও আন্তরিকতার সাথে সেবা দেয়।
৫। গাড়িতে পানির ব্যবস্থা রয়েছে।
৬।টিস্যুর ব্যবস্থা ও পলিথিন সহ বমি করার ট্যাবলেট প্রদান করা হয়।
৭। তাছাড়া গাড়িতে গন্ধ দূরীকরণ স্প্রে ব্যবহার করা হয়।
৮।মশা প্রতিরোধক স্প্রে ও সুগন্ধি স্প্রে ব্যবহার করা হয়।
পাবনা এক্সপ্রেস পরিবহনের অতিরিক্ত সুবিধা
পাবনা এক্সপ্রেস পরিবহনের অতিরিক্ত কিছু সুবিধা প্রদান করে থাকে। এই জন্য এই পরিবহনে ভ্রমণ করতে সবাই পছন্দ করে। সুবিধাগুলো হলো-
১।গাড়িতে মিনারেল ওয়াটার প্রদান করা হয়।
২।গাড়িতে বমি প্রতিরোধক পলিথিন ও ট্যাবলেট প্রদান করা হয়।
৩।এসি বাসে এয়ার প্রেসার ব্যবহার করা হয়।
৪।লাক্সারিয়া সিট ব্যবস্থা।
৫।সীতাতপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুম।
৬।শীতের সময় কম্বল সরবরাহ করা হয়।
৭।শীতের সময় গাড়ির চতুরদিকে কভার প্রদান করা হয়।
শেষকথা
পরিশেষে বলতে চায়, যারা পাবনা এক্সপ্রেস পরিবহনে যাতায়াত করতে চান তাদের জন্য আমাদের আজকের এই পোষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকা হতে পাবনার দূরত্ব ২০৮ কিলোমিটার। দীর্ঘসময় যাতায়াতের জন্য পাবনা এক্সপ্রেস পরিবহন অত্যান্ত আরামদায়ক। পাবনা এক্সপ্রেস পরিবহন অন্যান্য বাসের তুলনায় খুবই কম রেটে যাত্রীদের সেবা প্রদান করে থাকে। তাই সর্ব দিক বিবেচনা করে পাবনা এক্সপ্রেস পরিবহন যাতায়াতের ক্ষেত্রে সব থেকে জনপ্রিয় হয়ে উঠেছে। পাবনা এক্সপ্রেস পরিবহনের মাধ্যমে আপনার ভ্রমণ সহজ ও সুন্দর হোক।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
স্যার আমার ২ টা টিক লাগবে