গ্রামীন সিমের প্রয়োজনীয় সকল কোড সমূহ। All Gp SIM Code

4/5 - (1 vote)

আজকে আমরা গ্রামীন সিমের প্রয়োজনীয় সকল কোড সম্পর্কে আলোচনা করব।আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি গ্রামীন সিমের প্রয়োজনীয় সকল কোড সম্পর্কে জানতে পারবেন।

বর্তমানে বাংলাদেশের যতগুলো সিম কোম্পানি রয়েছে। এই সিম কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ এবং শুরু থেকে এখন পর্যন্ত গ্রাহক সেবা দিয়ে আসছে গ্রামীণফোন সিম কোম্পানি।

গ্রামীন সিমের প্রয়োজনীয় সকল কোড সমূহ
গ্রামীন সিমের প্রয়োজনীয় সকল কোড

বর্তমানে যারা মোবাইল ইউজার কারি রয়েছে। তাদের মধ্যে ৯৯ শতাংশ ইউজারের কাছে একটি করে হলেও এই গ্রামীনফোনের সিম আছে।এছাড়াও এ গ্রামীণফোন সিম কোম্পানির সিম সার্ভিস থেকে শুরু করে। নেটওয়ার্কিং সার্ভিস সবচাইতে উন্নত এবং গ্রাম গঞ্জের প্রতিটি অলিগলিতে তাদের নেটওয়ার্কিং সিস্টেম ভালো থাকার ফলে এই ইউজাররা গ্রামীনফোন কোম্পানির সিম ব্যবহার করে থাকেন।

রবি সিমের প্রয়োজনীয় সকল কোড ২০২৩

তবে গ্রামীনফোনের সকল সার্ভিস গুলো সম্পর্কে অনেকেই জানে না। অর্থাৎ গ্রামীন ফোনের ডায়াল কোড সম্পর্কে অনেকে জানেনা এই ডায়াল কোড ব্যবহার করে অনেক সার্ভিস কিন্তু নিজে নিজে মোবাইল থেকে নেওয়া যায়। এ জন্য আজকের এই পোস্টটিকে সম্পূর্ণভাবে একদম নিজের অভিজ্ঞতা এবং গ্রামীণফোনের ওয়েবসাইট থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে যে সকল কোড ব্যবহার করলে আপনি নিচের সার্ভিস গুলো পাবেন এই সকল কোড সম্পর্কে নিচে বিস্তারিত দেওয়া হল-

গ্রামীন সিমের প্রয়োজনীয় সকল কোড

★গ্রামীন সিমে আপনি আপনার নিজের সিম নাম্বার দেখতে ডায়াল করুন *২#
★গ্রামীন সিমের ব্যালেন্স দেখতে ডায়াল করুন *৫৬৬#
★গ্রামীন সিমের ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*১০#
★জিপি সিমের MMS ব্যালেন্স চেক করার কোড – *৫৬৬*১৪#
★গ্রামীন সিমের এসএমএস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৫৬৬*২#
★গ্রামীন সিমে ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *১২১*১*৩# বা *9#
★গ্রামীন সিমের বর্তমান প্যাকেজ জানার জন্য ডায়াল করুন *১২১*১৬৪#
★গ্রামীন সিমের মিনিট দেখতে ডায়াল করুন *৫৬৬*২৪# অথবা *৫৬৬*২০#
★গ্রামীন সিমের বোনাস মিনিট দেখতে ডায়াল করুন *৫৬৬*২০#
★গ্রামীন সিমের রিকোয়েস্ট কল করার জন্য ডায়াল করুন *১২৩* ফোন নাম্বার #
★গ্রামীন সিমের নতুন এফএনএফ সেট করতে ডায়াল করুন *১১১২১২* ফোন নাম্বার #
★ গ্রামীন সিমের সুপার এফএনএফ করতে ডায়াল করুনঃ Super speech ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিন ২৮৮৮ নাম্বারে।
★গ্রামীন সিমের সুপার এফএনএফ পরিবর্তন করতে ডায়াল করুনঃ old number Space  new number লিখে পাঠিয়ে দিন ২৮৮৮ নাম্বারে।
★গ্রামীন সিমের এফএনএফ নাম্বার দেখতে ডায়াল করুন *১১১*২১১#
★গ্রামীন সিমের সকল সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করুন *১২১*৬*১#
★মিসকল এলার্ট চালু করতে মেসেজ করুনঃ Type START MCA & পাঠিয়ে দিন ৬২২নাম্বারে।
★গ্রামীন সিমের মিসকল এলার্ট বন্ধ করতে মেসেজ করুনঃ Type STOPE MCA& পাঠিয়ে দিন ৬২২ নাম্বারে।
★গ্রামীন সিমের সকল পরিসেবা বন্ধ করতে মেসেজ করুন STOP ALL এবং পাঠিয়ে দিন ২৩৩২ নাম্বারে।
★গ্রামীন সিমের ওয়েলকাম টিউন বন্ধ করতে মেসেজ করুন “Stop” লিখে পাঠিয়ে দিন ৪০০০ নাম্বারে।
★গ্রামীন সিমের  Sports সেবা বন্ধ করতে মেসেজ করুন STOPSN লিখে পাঠিয়ে দিন ২০০২ নাম্বারে।
★গ্রামীন সিমের টিকেট সেবা বন্ধ করতে ডায়াল করুন SPORTCR লিখে পাঠিয়ে দিন ২০০২ নাম্বারে।

আশাকরছি গ্রামীন সিমের যতগুলি প্রয়োজনে করেছিল সকল কোড গুলি আপনাদেরকে উপরে দিয়ে দিয়েছি এই কোডগুলো ব্যবহার করলে এই উপরের থাকায় সার্ভিস গুলি আপনি কিন্তু পেয়ে যাবেন।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

এছাড়াও যদি আপনি অন্যান্য কোন সার্ভিস অথবা কোনো সমস্যায় পড়েন সে ক্ষেত্রে আমি নিয়েছে গ্রামীন সিমের হটলাইন নাম্বার বা হেল্পলাইন নাম্বার দিয়ে দেবো সেখানে আপনারা কল দিয়ে যোগাযোগ করতে পারবেন।

গ্রামীন সিমের হেল্পলাইন নাম্বার কাস্টমার  কেয়ারের নাম্বার সমূহঃ

নিচে আমি গ্রামীন সিমের তিন ধরনের হেল্পলাইন নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেই তিন ধরনের হেল্পলাইনের যেকোনো একটিকে ব্যবহার করে আপনি কাস্টমার ম্যানেজারের সঙ্গে সরাসরি আপনার সিম সম্পর্কিত যেকোন ধরনের সমস্যার ক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন।

★গ্রামীন সিমের হেল্পলাইন নাম্বার -১২৩

★গ্রামীন সিমের হট লাইন নাম্বার -০১৭০০১০০১২১

★যেকোনো অপারেটর থেকে যোগাযোগ করার জন্য গ্রামীন সিমের অফিসিয়াল নাম্বার -০১৭১১৫৯৪৫৯৪

শেষকথা- এই পোস্টে গ্রামীন সিমের প্রয়োজনীয় সকল কোড সম্পর্কে আপনাদেরকে জানানো হয়েছে এবং গ্রামীন সিমের কাস্টমার ম্যানেজারের সঙ্গে কিভাবে আপনি যোগাযোগ করবেন সে মাধ্যম এবং হেল্পলাইন নাম্বার গুলি দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও যদি গ্রামীন সিম অথবা অন্যকোন বাংলাদেশের সিম সম্পর্কে আপনি জানতে চান। সে ক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটে এই “টেলিকম” ক্যাটাগরি টি ভিজিট করুন তাহলে আপনারা বাংলাদেশের যতগুলো সিম সম্পর্কিত কোম্পানি রয়েছে সকলের তথ্যগুলি আপনি পেয়ে যাবেন।

আপনারা যা লিখে খোজ করেন-

  • গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায়
  • গ্রামীন সিমের অফার
  • গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার উপায় ২০২২
  • গ্রামীন সিমে ৫০০ এস এম এস কেনার কোড
  • গ্রামীন সিমের এমবি অফার দেখার কোড
  • গ্রামীন সিমের সকল কোড
  • গ্রামীন সিম থেকে টাকা ট্রান্সফার
  • গ্রামীন সিমের অফার ২০২০
  • গ্রামীন সিমের মিনিট অফার ২০২২
  • গ্রামীন সিমের মিনিট কেনার কোড
  • গ্রামীন সিমের এমবি অফার ২০২০
  • গ্রামীন সিমের মিনিট অফার
  • গ্রামীন সিম
  • গ্রামীন সিমে এস এম এস কিনে কি দিয়া
  • গ্রামীন সিমের এমবি কিভাবে দেখে
  • গ্রামীন সিমের এমবি অফার
  • গ্রামীন সিমের মিনিট কিভাবে দেখে
  • গ্রামীন সিমের নাম্বার কিভাবে বের করে
  • গ্রামীন সিমের অফার দেখার কোড
  • গ্রামীন সিমের মিনিট অফার ২০২১
  • গ্রামীন সিমে এস এম এস কেনার কোড
  • গ্রামীন সিমের কাস্টমার কেয়ার নাম্বার
  • গ্রামীন সিমে ইমারজেন্সি ব্যালেন্স কোড
  • রবি সিম থেকে গ্রামীন সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম
  • গ্রামীন সিমের দাম কত ২০২১
  • গ্রামীন সিম 4g করার নিয়ম
  • গ্রামীন সিমের এমবি অফার ২০২১
  • গ্রামীন সিমে টাকা ধার
  • গ্রামীন সিমের নাম্বার জানার উপায়
  • গ্রামীন সিম 3g থেকে 4g করার নিয়ম
  • গ্রামীন সিমে ইমারজেন্সি ব্যালেন্স
  • গ্রামীন সিমে এসএমএস কিনে কিভাবে
  • গ্রামীন সিমের ব্যালেন্স চেক
  • গ্রামীন সিমের টাকা কাটা বন্ধ
  • গ্রামীন সিম 3g থেকে 4g করার কোড
  • গ্রামীন সিমের অফিস কোথায়
  • গ্রামীন সিম 4g করার কোড
  • গ্রামীন সিমের টাকা দেখার কোড
  • গ্রামীন সিম অফার
  • গ্রামীন সিমে এস এম এস দেখার কোড
  • গ্রামীন সিমের ইন্টারনেট অফার
  • গ্রামীন সিমের নাম্বার দেখার কোড
  • গ্রামীন সিম কার নামে রেজিস্ট্রেশন
  • গ্রামীন সিমে মিনিট কেনার নিয়ম
  • গ্রামীন সিম ০১৭১১ নাম্বার
  • গ্রামীন সিমের দাম কত ২০২০
  • গ্রামীন সিমে টাকা দেখে কিভাবে
  • গ্রামীন সিমের নাম্বার দেখার নিয়ম
  • বন্ধ গ্রামীন সিমের অফার
  • গ্রামীন সিমের অফার কিভাবে দেখে
  • গ্রামীন সিমের এমবি চেক
  • গ্রামীন সিমে এসএমএস কেনার কোড
  • গ্রামীন সিমের অফার ২০২২
  • গ্রামীন সিমে টাকা ট্রান্সফার করার নিয়ম
  • গ্রামীন সিমের এসএমএস কেনার কোড
  • গ্রামীন সিমে টাকা কাটা বন্ধ
  • গ্রামীন সিমে ফ্রি ইন্টারনেট ২০২০
  • গ্রামীন সিমের নাম্বার কিভাবে দেখে
  • গ্রামীন সিমে ফ্রি ইন্টারনেট ২০২২
  • গ্রামীন সিমে sms কেনার নিয়ম
  • গ্রামীন সিম রেজিস্ট্রেশন চেক
  • গ্রামীন সিমের মালিক কে
  • গ্রামীন সিমের সকল অফার
  • গ্রামীন সিমের অফার 2021
  • গ্রামীন সিমের সকল অফার বন্ধ করার কোড
  • গ্রামীন সিমে ওয়েলকাম টিউন বন্ধ করার নিয়ম
  • গ্রামীন সিমে টাকা ট্রান্সফার
  • গ্রামীন সিমের ইমারজেন্সি ব্যালেন্স কোড
  • গ্রামীন সিমের ফ্রি অফার
  • নতুন গ্রামীন সিমের অফার
  • গ্রামীন সিমের অফিসের নাম্বার
  • আজকের গ্রামীন সিমের অফার
  • গ্রামীন সিম কাস্টমার কেয়ার নাম্বার
  • গ্রামীন সিমে
  • গ্রামীন সিমে এমবি দেখে কিভাবে
  • গ্রামীন সিম থেকে রবি সিমে টাকা ট্রান্সফার
  • গ্রামীন সিমের এস এম এস অফার
  • গ্রামীন সিমের এমবি দেখার কোড
  • গ্রামীন সিমের টাকা কেটে নেয়
  • গ্রামীন সিমের মিনিট অফার ২০২০
  • গ্রামীন সিমে মিনিট দেখার নিয়ম
  • গ্রামীন সিম কিভাবে 4g করব
  • গ্রামীন সিম ব্লক খোলার নিয়ম
  • গ্রামীন সিমে এমবি কেনার কোড
  • গ্রামীন সিমে মেসেজ কেনার উপায়
  • গ্রামীন সিমে রিকোয়েস্ট কল কিভাবে দেয়
  • গ্রামীন সিমে এমবি চেক
  • গ্রামীন সিমের এসএমএস কিনে কিভাবে
  • গ্রামীন সিমের মেসেজ কেনার কোড
  • গ্রামীন সিমের এমবি কেনার কোড
  • গ্রামীন সিমের সকল সার্ভিস বন্ধ করার কোড
  • গ্রামীন সিমের কোড
  • গ্রামীন সিমে মিনিট কেনার উপায়
  • গ্রামীন সিম থেকে এমবি ট্রান্সফার
  • গ্রামীন সিমে মিনিট কিনে কিভাবে
  • গ্রামীন সিমের এমবি দেখে কিভাবে
  • গ্রামীন সিমের মালিকানা পরিবর্তন
  • গ্রামীন সিম ইন্টারনেট অফার
  • গ্রামীন সিমের ইন্টারনেট অফার দেখার কোড
  • গ্রামীন সিমে মিনিট দেখে কিভাবে

আপনার জন্য-

এয়ারটেল সিমের প্রয়োজনীয় সকল কোড
বাংলালিংক সিমের প্রয়োজনীয় সকল কোড
০১৬ কোন সিমের কোড
০১৪ কোন সিমের কোড
013 কোন সিমের নাম্বার
০১৫ কোন সিমের কোড

মোবাইল সম্পর্কিত টিপস পেতে- https://www.facebook.com/ssitbari

ফ্রিল্যান্সারদের স্বপ্নপূরণের ওয়েবসাইট –  www.workupplace.com   

 বাংলা ওয়েবসাইট- www.ssitbari.com

 ইংলিশ ওয়েবসাইট- www.usitbari.com

ভিডিও-ব্লগিং সম্পর্কিত সকল টিপস বাংলায়

Welcome to our banking tips blog! I'm Sanaul Bari, a passionate financial educator and experienced banking professional dedicated to helping individuals and businesses navigate the complex world of finance. With over a decade of experience in the banking industry, I’ve held various positions, from customer service representative to financial advisor, gaining a comprehensive understanding of banking products, services, and strategies.

Leave a Comment