এনা পরিবহন অনলাইন টিকেট –বর্তমানে সবকিছু অনলাইন ভিত্তিক হওয়ার ফলে এখন বাসের টিকেট গুলিও অনলাইনের মাধ্যমে ঘরে বসেই করা সম্ভব হয়ে পড়েছে, তাই আপনি যদি অনলাইনে ঘরে বসেই বাসের টিকেট করার নিয়ম সম্পর্কে না জেনে থাকেন তাহলে পুরোপুরি পোস্টটি পড়ুন।
আজকে যে সকল বিষয় জানতে পারবেন তা হচ্ছে এনা পরিবহন অনলাইন টিকিট করার নিয়ম, এনা পরিবহনের টিকিট এর মূল্য, এনা পরিবহন কাউন্টার নাম্বার, এনা পরিবহন বাসের সময়সূচি,এনা পরিবহনের হেড অফিসের ঠিকানা ও নাম্বার সহ বিস্তারিত ।
এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম
এনা বাস পরিবহন খুবই জনপ্রিয় একটি পরিবহন আপনারা কম বেশি সবাই এনা পরিবহন সম্পর্কে জানেন। আজ আপনাদের এনা পরিবহনের অনলাইন টিকেট করার নিয়ম ধাপে ধাপে জানাবো-
১।প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে সহজ Shohoz লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে সহজের মোবাইল অ্যাপস টি চলে আসবে।
২।মোবাইল অ্যাপস টি আপনার ফোনে ইন্সটল করুন। ইন্সটল করা হয়ে গেলে প্রথমে আপনার সামনে এই অ্যাপসের ল্যাঙ্গুয়েজ ( ভাষা) বলে একটা অপশন আসবে,সেখান থেকে আপনি বাংলা চাইলে বাংলা এবং ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করে দিয়ে অ্যাপসটির হোম পেজে প্রবেশ করুন।
৩।একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে নিচের দিকে দেখতে পাবেন “চলুন শুরু করি“ এই অপশনটির উপরে ক্লিক করুন।
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
৪।এরপরে আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে বলা হবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বার যাতে একটিভ থাকে। মোবাইল নাম্বার দিন।
৫।মোবাইল নাম্বারটি প্রদান করা হয়ে গেলে, নিচের দিকে “পরবর্তী” বলে একটি অপশন রয়েছে,সেখানে চাপ দিন ।
৬।এরপরে আপনার সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে, যেখানে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বলে অপশন আসবে ,সেখানে আপনার নাম কি লিখে পরবর্তী অপশনটিতে ক্লিক করুন।
৭।এখন আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি আপনি ওটিপি কোড এর ঘরে বসে পরবর্তী বলে অপশন এর উপরে ক্লিক করুন।
৮।তাহলে আপনার একাউন্ট তৈরি হবে। এবং আপনে অ্যাপসের হোমপেজে ফিরে যাবেন।
৯।অ্যাপসের হোমপেজের মাঝখানে দেখতে পাবেন “বাস টিকেট“ লেখা নামে একটি অপশন রয়েছে, তার উপরে চাপ দিন।
১০।এরপরে আপনার সামনে বাস টিকেট করার জন্য যে ফর্ম সেই ফরমটি চলে আসবে, সেখান থেকে আপনি আপনার এড্রেস, নাম দিয়ে, Search Bus অপশানে ক্লিক করুন।
১১।এরপর আপনার সামনে পুরো বাসের সিট প্যানটি চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের বাসএবং সিট সিলেক্ট করে কন্টিনুয়ে অপশনে চাপ দিলেই, আপনার টিকেট কাটা সম্পন্ন হয়ে যাবে এবং টিকেট কমপ্লিট হয়ে গেলে, আপনি সেখানে পেমেন্ট অপশন দেখতে পাবেন।
১২।সেখান থেকে চাইলে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারি তে পেমেন্ট করতে পারবেন।
১৩।এর পরে আপনি আপনার টিকিট প্রিন্ট আউট করে নিবেন অথবা আপনার মোবাইল ফোন একটি স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার কাউন্টারে পৌঁছে গেলে সেই সময়ে আপনার টিকেট দেখে তারা আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিবেন।
এনা পরিবহন টিকিট মূল্য
এনা বাস কাউন্টারগুলি খুব যুক্তিসঙ্গত মূল্যে এসি এবং নন-এসি বাসের টিকিট বিক্রি করে। আপনি যদি একটি নির্দিষ্ট মূল্যে আপনার গন্তব্যের জন্য টিকিট কিনতে চান। তারপর আপনার নিকটস্থ কাউন্টারে গিয়ে টিকিট কিনুন। আমরা নীচে এনা বাসের সমস্ত গন্তব্যের টিকিটের মূল্য বর্ণনা করেছি। আপনি এখান থেকে আপনার গন্তব্যের টিকিটের মূল্য দেখতে পারেন।
১।ঢাকা থেকে চট্টগ্রাম ভাড়া হিসাবে জনপ্রতি 600 টাকা।
২।ঢাকা থেকে কক্সবাজার ভাড়া জনপ্রতি 900 টাকা।
৩।ঢাকা থেকে টেকনাফ ভাড়া জনপ্রতি 1000 টাকা।
৪।ঢাকা থেকে বান্দরবান ভাড়া 720 জন প্রতি (AC বাদে)
৫।ঢাকা থেকে রাঙামাটি জনপ্রতি ভাড়া ৭২০ টাকা।
৬।ঢাকা থেকে খাগড়াছড়ি ভাড়া জনপ্রতি 520 টাকা।
এনা পরিবহন টিকিট কাউন্টার ঠিকানা এবং মোবাইল নাম্বার
আপনি যদি এনা ট্রান্সপোর্ট কাউন্টারের ঠিকানা, আপনার নিকটতম কাউন্টার নম্বর এবং অনলাইন টিকিট বুকিং পদ্ধতি জানতে চান, তাহলে এই পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আমরা এখানে ধারাবাহিকভাবে সমস্ত কাউন্টারের ঠিকানা এবং মোবাইল নম্বর নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
১।মহাখালী বাস টার্মিনাল কাউন্টার, ঢাকা
যোগাযোগের নম্বর- 01760-737650, 01619-737650, 01869-802725
২।বিমানবন্দর কাউন্টার, ঢাকা
যোগাযোগের নম্বর- 01760-737652, 01869-802726, 01872-604498, 01872-695911
৩।উত্তরা বিজিবি মার্কেট, ঢাকা
যোগাযোগের নম্বর- 01760-737651, 01869-802728
৪।টঙ্গী স্টেশন রোড, ঢাকা
যোগাযোগ নম্বর- 01760-737653
৫।ফকিরপুল বাসস্ট্যান্ড, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802736, 01872-604475
৬।ঢাকার মিরপুর সারে এগারো সিটি ক্লাব
যোগাযোগের নম্বর- 01869-802731, 01878-059201
৭।আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802729, 017989-11752, 01610-449903, 01872-625733
৮।মানিক নগর ওয়ার্ল্ড রোড, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802737, 01872-604476, 01872-604477, 01872-695900
৯।ফকিরাপুল, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802736
১০।মধ্য বাড্ডা, ঢাকা
যোগাযোগের নম্বর- 01869-802735, 01872-604495
এনা পরিবহনের বাসের সময়সূচী
আপনি যদি ভ্রমণের স্বার্থে এনা পরিবহনের বাসের সময়সূচী জানতে চান তাহলে আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন. আজ আমরা এখানে পুরো বাংলাদেশের এনা পরিবহনের বাসের সময়সূচী প্রদান করেছি যেখানে ঢাকা থেকে বিভিন্ন জেলার বিভিন্ন রুটে কত সময় বাসটি ছাড়বে এবং গন্তব্যে পৌঁছাবে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে.
এনা লাকসানা স্ক্যানিয়া K360 এসি বাস
আপনারা জানেন বাংলাদেশ মধ্যে বর্তমানে এনা পরিবহন ইন্দোনেশিয়া থেকে আধুনিক ও বিলাসবহুল লাকসানা হাইটেক বাস তাদের বহরে যুক্ত করেছে। এই বাসগুলো সরাসরি ঢাকা থেকে সিলেট রুটে চলাচল করবে। এ বাসগুলো হাইটেক হওয়ার জন্য যাত্রীদের ভ্রমণের সময় অনেক কম্ফোর্টেবল ফিল হবে। এছাড়াও বাসের শীততাপ নিয়ন্ত্রিত উন্নত প্রযুক্তির মাধ্যমে করা।
এনা পরিবহনের হেড অফিস ঠিকানা
৭১/১ শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, ঢাকা ১২০৮।
অফিস খোলা থাকে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।
যোগাযোগের নাম্বার: ০১৯৩২৮০০২০০
শেষকথা
আপনারা সকলেই জানেন যে এনা পরিবহন অনেক নামকরা একটি কোম্পানি । এনা পরিবহন সব সময় মানুষদের ভালো সেবা দেওয়ার চেষ্টা করে । তাই আজ আপনাদের এনা পরিবহন সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। পোস্টটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। আপনার যাএা শুভ হোক।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।