হানিফ পরিবহনের অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

Rate this post

হানিফ পরিবহনের অনলাইন টিকিট হানিফ পরিবহন বাংলাদেশের পরিবহন সেক্টর এর একটি জনপ্রিয় নাম।প্রতিদিন হাজার হাজার মানুষ হানিফ পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পৌঁছায়। হানিফ পরিবহন বাংলাদেশের যে কোন জেলায় পরিবহন সেবা দিয়ে থাকে। হানিফ পরিবহন সাধারণত দূর থেকে দূরান্তের বাস সেবা দিয়ে আসছে। হানিফ পরিবহনে রয়েছে বিভিন্ন ধরনের আসন ব্যবস্থা যেমন এসি নন এসি চেয়ার কোচ।

আপনি কি হানিফ পরিবহনের অনলাইন টিকিট কাটার কথা ভাবছেন কিংবা হানিফ পরিবহনের বিভিন্ন কাউন্টার নাম্বারের খোঁজ করছেন? তাহলে আজকের কনটেন্টি আপনার জন্য। আজকে আমি এই আর্টিকেলের মধ্যে আলোচনা করব হানিফ পরিবহনের বিভিন্ন কাউন্টার ঠিকানা নাম্বার ও এর অনলাইন টিকিট বুকিং সিস্টেম সম্পর্কে। আশা করছি কনটেন্টটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।

হানিফ পরিবহন

হানিফ পরিবহন বর্তমানে অন্যতম সেরা বাস সার্ভিস এর মধ্য একটি হানিফ পরিবহনের শুরু থেকে গড়ে ওঠার গল্প হয়তো অনেকেই কম জানে।হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীনের দুই ছেলেকে সবাই চিনলেও তাকে খুব কম মানুষই চেনেন কারণ তিনি সব সময় গণমাধ্যম এড়িয়ে চলেন।সেবা খাতের সফল উদ্যোক্তা হানিফ পরিবহনের মালিক জয়নাল আবেদীন এর এক সময় একটি মাত্র ট্রাক ছিল।

আর এখন তিনি একে একে বারোশ বাসের মালিক তার হাত ধরে বিকশিত হয়েছে দেশের পরিবহন খান গণপরিবহনের তার ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে সবাই এলাকার মানুষ তাকে ডাকেন জয়না মহাজন নামে জয়নাল আবেদীনের জন্ম ও বেড়ে ওঠা ঢাকার সাভারে মাত্র একটি ট্রাক নিয়ে পথ চলে পরবর্তীতে শুরু কোচ ব্যবসা।

গড়ে তোলেন পরিবহন সেবা দানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ ছোট ছেলে হানিফের নামে গড়ে তুলেছিলেন হানিফ এন্টারপ্রাইজ বর্তমানে হানিফ এন্টারপ্রাইজ প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থান রয়েছে হানিফ পরিবহনে অনলাইন টিকিট কাটার নিয়ম ও খুব সহজ এবং ঘরে বসে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করা সম্ভব সততা বিশ্বস্ততা আর নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছেন জয়নাল আবেদীন আজ অনেকেই তার দুই ছেলেকে চিনেন আর এখানেই তার আনন্দ।

হানিফ এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা জয়নাল আবেদীন মারা গেছেন 85 বছর বয়সে কবিরা আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ নভেম্বর রাত আটটার দিকে।

জয়নাল আবেদীন সবার কাছে ফাদার অফ ট্রান্সপোর্টেশন হিসেবে পরিচিত সংগ্রামী মানুষটি একটি ট্রাক থেকে ১২০০ বাসের মালিক হয়েছেন তিনি হানিফ এন্টারপ্রাইজ এর স্বপ্নদ্রষ্টা।

হানিফ পরিবহনের অনলাইন টিকিট বুকিং সিস্টেম

বর্তমানে খুব সহজে ঘরে বসে অনলাইনে বাসের টিকিট কাটা সম্ভব হচ্ছে।

অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে চাইলে www.shohoz.com এই ওয়েবসাইটটি তে প্রবেশ করে Bus এ ক্লিক করুন।

তারপর কোথা থেকে কোথায় যাবেন তার ঠিকানা এরপর ভ্রমণের তারিখ বসে নির্দিষ্ট সিট খোঁজ করে আপনার সিটটি সিলেক্ট করুন।

তারপর নির্দিষ্ট পরিমাণ টিকিটের ভাড়া পেমেন্ট করার জন্য বিকাশ রকেট নগদ ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

সর্বশেষ পেমেন্ট ডকুমেন্ট স্ক্রিনশট করে রেখে দিন।অথবা চাইলে স্ক্যান করে বের করে নিতে পারেন।

অনলাইনে টিকিট বুক করার জন্য www.busbd.com আরেকটি জনপ্রিয় ওয়েবসাইট এটিও হানিফ পরিবহনে অনলাইন টিকিট কাটার নিয়মে পড়ে এটি বেশ দীর্ঘ সময় ধরে চালু রয়েছে এবং ফলস্বরূপ ভ্রমণকারীদের জন্য বেছে নেওয়ার জন্য একটি বিশাল প্লাটফর্ম সারাদেশে বাস অপারেটর গুলির বিস্তৃত পরিশোধ থাকার কারণে প্রায় সব প্রয়োজন এবং আমদানি রুট www.busbd.com দ্বারা পরিচালিত।

যেমন দেশ ট্রাভেলস শ্যামলী পরিবহন সুরভী পরিবহন জেলাইন পরিবহন ন্যাশনাল ট্রাভেলস সোনার তরী পরিবহন কুয়াকাটা এক্সপ্রেস শাকুরা পরিবহন ইকোনো সার্ভিস ইয়ার ৭১ এক্সপ্রেস সেন্ট মার্টিন পরিবহন সেন্ট মার্টিন সার্ভিস মানিক এক্সপ্রেস এ কে ট্রাভেলস বাগদাত এক্সপ্রেস এন্টারপ্রাইজ রিলেক্স পরিবহন শান্তি পরিবহন কিংফিশার ট্রাভেলস  আলম সার্ভিস সরকার ট্রাভেলস  ঢাকা এক্সপ্রেস সেভেন স্টার পরিবহন এস এ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড বরকত ট্রাভেলস ড্রিম লাইন স্পেশাল ইত্যাদি বাসের টিকেট এই ওয়েবসাইটের  মাধ্যমে কাটতে পারবেন।

হানিফ পরিবহনের বিভিন্ন বিভাগের কাউন্টার নাম্বার

হানিফ পরিবহনের বিভিন্ন বিভাগ বা জেলার কাউন্টার নাম্বার গুলো উল্লেখ করা হলো:

ঢাকা বিভাগের কাউন্টার নাম্বার

কল্যাণপুর-১, ঢাকা যোগাযোগের নম্বর ০১৭১৩০৪৯৫৪০ ০১৭১৩০৪৯৫৪১ ০২৯০১০০২১২

কল্যাণপুর-২, ঢাকা

যোগাযোগের নম্বর ০১৭১৩০৪৯৫৭৩ ০২৯০১৫৭৮২

কল্যাণপুর-৩, ঢাকা

যোগাযোগের নম্বর-০১৭১৩০৪৯৫৭৪

কল্যাণপুর-৪,ঢাকা যোগাযোগের নম্বর- ০১৭১৩০৪৯৫৬১ ০২৯০০২২৯৫৩, ০২৯০১৫৬৭৩

শ্যামলী রিং রোড ১ ঢাকা

যোগাযোগের নম্বর ০১৭১৩৪০২৬৩৯

শ্যামলী রিং রোড ২ ঢাকা যোগাযোগের নম্বর

০১৭১৩০৪৯৫৩২

গাবতলী কাউন্টার ঢাকা

যোগাযোগের নম্বর ০২৯০০১২৯০২ ০০২৮০৫৬৩৬৬ ০১৭১৩২০১৭২২

টেকনিক্যাল কাউন্টার ঢাকা

যোগাযোগের নম্বর ০২৯০৮৪৭৫ ০১৭১৩০৪৯৫৪১

কলাবাগান ঢাকা

যোগাযোগের নম্বর ০১৭১৩৪০ ২৬৭০-০১৭৩০৩৭৬৩৪২ -০২৮১১৯৯০১

ফকিরাপুল

যোগাযোগের নম্বর ০২৭১৯১৫১২

আরামবাগ ঢাকা

যোগাযোগের নম্বর ০১৭৩০ ৩৭৬৩৪৩ ০১৭১৩৪০ ২৬৩১ ০১৭১৩৪০২৬৩২ ০১৭১৩৪০২৬৭১ ০২৭১৯৪০০৭

সাভার ঢাকা

যোগাযোগের নম্বর ০১৭৫৩৪৮৮৪৭৬ ০২৭৭৪৭৭৮৮ ০২৭৭৪৫৮২৩

নবীন নগর ঢাকা

যোগাযোগের নম্বর ০১৬৮১২ ৯৯৯৯

উত্তরা কাউন্টার

যোগাযোগের নম্বর ০১৭১১৯২২৪২১

কাচপুর কাউন্টার

যোগাযোগের নম্বর-০১৬৮৭৪৮ ০৫৬৯

পান্থপথ কাউন্টার

যোগাযোগের নম্বর ০১৬৮৭৪৮০৫৬৯

সায়দাবাদ কাউন্টার

যোগাযোগের নম্বর ০১৭১৩২০১৭৩২

প্রযুক্তি কাউন্টার

যোগাযোগের নম্বর ৯০০৮৪৭৫

খুলনা বিভাগের কাউন্টার নাম্বার

নতুন রাস্তা

যোগাযোগের নম্বর-০৪১৭৬০১৮৬

নয়াপাড়া

যোগাযোগের নম্বর ০১৭৪০৫৯১৫৩৯

রয়েল চত্বর

যোগাযোগের নম্বর ০১৭১৩০৪৯৫৬২

ফুলবাড়ী

যোগাযোগের নম্বর ০১৯১৮৬০৫১৯৬

শিরোমণি

যোগাযোগের নম্বর ০৪১৭৮৬১১৫

বয়রা বাজার

যোগাযোগের নম্বর ০৪১২৮৫০৯১১

ফুলতলা

যোগাযোগের নম্বর-০৪১৭০১৪৩২

শিববাড়ি

যোগাযোগের নম্বর ০৪১৭২৩৯৯৬

সোনাডাঙ্গা বাস টার্মিনাল

যোগাযোগের নম্বর ০৪১১৮১০৫৪২

ঝিনাইদহ বিভাগের কাউন্টার নাম্বার

ঝিনাইদহ যোগাযোগ নাম্বার ০১৭১২৯৫২৯৭৫

যশোর বিভাগের কাউন্টার নাম্বার

যশোর

যোগাযোগের নম্বর ০১৭১৩০৪৯৫৬০

মনিহার

যোগাযোগের নম্বর-০ ৪২১৭১১৭১

গাড়িখানা

যোগাযোগের নম্বর-০৪২১৭১১৭২

নিউমার্কেট

যোগাযোগের নম্বর-০৪২১৬৭৮৩৮

বেনাপোল

যোগাযোগের নম্বর ০৪২২৮৭৫৭৩৪

রংপুর বিভাগের কাউন্টার নাম্বার

রংপুর

যোগাযোগের নম্বর-০১৭১৩৪০২৬৫০

রুহিয়া কাউন্টার

যোগাযোগের নম্বর-০১৭১৩৭৮৪৯২৫

পঞ্চগড় কাউন্টার

যোগাযোগের নম্বর-০১৭১৩২০১৭০৫

ভুলি কাউন্টার

যোগাযোগের নম্বর ০১৭১৩৭৪৪৪৫৪

বোদা‌ কাউন্টার

যোগাযোগের নম্বর-০১৭১৬২৬৪৭৩৪

বীরগঞ্জ কাউন্টার

যোগাযোগের নম্বর ০১৭১৪২২৮৯৩৯

ঠাকুরগাঁও কাউন্টার

যোগাযোগের নম্বর ০১৭২২৬০১৩৬৯

রাজশাহী কাউন্টার নাম্বার

রাজশাহী

যোগাযোগের নম্বর ০১৭১৩২০১৭০০

নাটোর

যোগাযোগের নম্বর ০১৭১৩২০১৭০৩

চাপাই

যোগাযোগের নম্বর ০১৭১৩২০১৭০১

বরিশাল বিভাগের কাউন্টার নাম্বার

বরিশাল

যোগাযোগের নম্বর ০১৭১৩৪৫০৭৬০

বাকেরগঞ্জ

যোগাযোগের নম্বর ০১৭১৬৫০৭৭১৩

রহমত উল্লাহ বাবুগঞ্জ যোগাযোগের নম্বর ০১৭২৫৬৫৮২৬৯

সানুহার উজিরপুর

যোগাযোগের নম্বর ০১৭২৮৯৭২০৬৩

গৌরনদী

যোগাযোগের নম্বর ০১৭২৩৯২৯১২২

ঝালকাঠি

যোগাযোগের নম্বর ০১৭২৩৩৮৮৯৯৫

আমরা বাজার কাঠালিয়া

যোগাযোগের নম্বর-০১৭৩০৯৩৫৯৪৩

স্বরূপকাঠি পিরোজপুর

যোগাযোগের নম্বর- ০১৭১১৭৩০৪০৫

মঠবাড়িয়া পিরোজপুর

যোগাযোগের নম্বর ০১৭৪৮৯১২৭৫১

গোয়া চিত্রা পিরোজপুর যোগাযোগের নম্বর ০১৭১৩৯৫৬২৮৭

ইছলদী

যোগাযোগের নম্বর ০১৭১২৩৬৭২৪৪

কলাপাড়া

যোগাযোগের নম্বর ০১৭২১০৪৮৮৩৮

সুবিদ খালি

যোগাযোগের নম্বর ০১৭৭৮১২৩৬৩০

আমতলী বরগুনা

যোগাযোগের নম্বর ০১৯১৮৮৮৭৭৬৯

ভান্ডারিয়া পিরোজপুর

যোগাযোগের নম্বর ০১৭১১২১৯৩৭৭

টরকি বাজার

যোগাযোগের নম্বর ০১৭১২১৩৫৩৯০০

কক্সবাজার বিভাগের কাউন্টার নাম্বার

কক্সবাজার

যোগাযোগের নম্বর ০১৭১৩৪০২৬৫১

হারুনুর রশিদ

যোগাযোগের নম্বর ০১৬৮৯৮৪০৫৩১

সুগন্ধা বিচ

যোগাযোগের নম্বর ০১৭১৩৪০২৬৩৫

কলাতলী

যোগাযোগের নম্বর ০১৭১৩৪০২৬৬৯

টেকনাফ

যোগাযোগের নম্বর ০১৮২৫১৫৭৩২৪

চট্টগ্রাম বিভাগের কাউন্টার নাম্বার

রাঙ্গামাটি রিজার্ভ বাজার যোগাযোগের নম্বর ০১৮১১৬১৫৮০১

খাগড়াছড়ি কাউন্টার যোগাযোগের নম্বর ০১৬৫৬৯৪৬৩৯১

একে খান কাউন্টার যোগাযোগের নম্বর ০১৭১৩৪০২৬৬৫

দামপাড়া কাউন্টার যোগাযোগের নম্বর ০১৭১৩৪০২৬৬৪

নতুন মুন্সুরবাদ কাউন্টার

যোগাযোগের নম্বর ০১১৯১৭০৬৭২৪

সিনেমা প্যালেস কাউন্টার যোগাযোগের নম্বর ০১৭১৩১০৭১৪৬

বাহোদ্দারহাট কাউন্টার যোগাযোগের নম্বর ০১৭১৩১০৭৪৪৭

বিআরটিসি কাউন্টার যোগাযোগের নম্বর ০১৭১১০৭১৪৩

সিলেট বিভাগের কাউন্টার নাম্বার

হুমায়ুন রাশিদ চত্বর যোগাযোগের নম্বর ০১৭১১৯২২৪২০

দর্গা গেইট

যোগাযোগের নম্বর ০১৭১১৯২২৪১৯

সোবহানী গেইট

যোগাযোগের নম্বর ০১৭১১৯২২৪২১

কদমতলী বাস স্ট্যান্ড

যোগাযোগের নম্বর ০১৭১১৯২২৪১৩

হানিফ এন্টারপ্রাইজ এর ভাড়ার তালিকা

হানিফ পরিবহন ভাড়ার তালিকা যাত্রী সেবার মান এর ওপর নির্ভর করে। অর্থাৎ হানিফ পরিবহনে যেইরকম সুবিধা পাচ্ছেন তার ওপর নির্ভর করবে এর ভাড়া মূল্য অন্যটি হারিয়ে পরিবহনের ভাড়া নির্ভর করবে রাজধানী ঢাকা থেকে সেই জেলাতে দূরত্বের উপর। সর্বোপরি হানিফ পরিবহনের ভাড়া মোটামুটি ইকোনমি ক্লাস অর্থাৎ হিমু পরিবহনের জন্য ৫০০ থেকে ৬০০ টাকা এসি এবং ফুল এসি এসি স্কেনিয়ার জন্য দ্বিগুণ।

ঢাকা টু চট্টগ্রাম

নন এসি ৪৩০ টাকা এসি ৯০০ থেকে ১১০০ টাকা

ঢাকা টু কক্সবাজার

এসি ১৪০০ টাকা (অর্থনীতি) ৮০০ টাকা (টেকনাফ) এসি ২০০০ টাকা (এক্সিকিউটিভ)

ঢাকা টু সিলেট

নন এসি ৪৫০ টাকা

ঢাকা টু রাজশাহী

নন এসি ৬০০ টাকা

ঢাকা টু নাটোর

নন এসি ৬০০ টাকা

ঢাকা টু রংপুর

নন এসি ৫০০ টাকা

ঢাকা টু খুলনা

নন এসি ৫০০ টাকা

হানিফ পরিবহনের প্রধান কার্যালয় ঠিকানা

হানিফ পরিবহন সমগ্র বাংলাদেশের সকল জেলা থেকে এর সেবা প্রদান করে থাকে কিন্তু হানিফ পরিবহনের প্রধান কার্যালয় হচ্ছে রাজধানী ঢাকায় অবস্থিত খুব জরুরি প্রয়োজনে একজন যাত্রীর হানিফ পরিবহনের প্রধান কার্যালয় ঠিকানা দরকার পড়তে পারে এর জন্য অনেকেই অনলাইনে হানিফ পরিবহনের প্রধান কার্যালয়ে ঠিকানা ও কন্ট্রাক্ট নাম্বার অনলাইনে অনুসন্ধান করে থাকেন।

*১৬৭/২২ ইনার সার্কুলার রোড আরামবাগ ঢাকা

যোগাযোগের নম্বর ০১৭১৩৪০২৬৭১ ০১৭১৩৪০২৬৪১

হানিফ পরিবহনের বাস অনলাইনে টিকিট সংগ্রহ করতে বেশিরভাগ মানুষের ঝোক।হানিফ পরিবহন বাংলাদেশের যে কোন জায়গা থেকে তার গন্তব্যস্থলে পরিবহন সেবা দিয়ে থাকে তাছাড়া হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটার সুবিধা থাকায় অনেকেই তাদের ভ্রমণ যাত্রার সঙ্গী হিসেবে হানিফ পরিবহন কে বেছে নেয়।

হানিফ পরিবহনের পরিষেবা সকলের কাছে প্রশংসিত হওয়ায় এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পরিবহনে পরিণত হয়েছে। শূন্য থেকে উঠে আসা এই পরিবহনের সেবায় যাত্রীরা সন্তুষ্ট। হানিফ পরিবহনে এসি এবং নন-এসি দুই ধরনের সেবা থাকায় যাত্রীরা তাদের এক্সক্লুসিভ ভ্রমণ এর জন্য হানিফ পরিবহন কে বেছে নেয়।

প্রশ্ন:হানিফ পরিবহনের অনলাইন টিকিট কাটার মাধ্যম কোনটি?

উত্তর: হানিফ পরিবহনের অনলাইন টিকিট কাটার ওয়েবসাইটটি হলো www.shohoz.com

প্রশ্ন: হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা কে?

উত্তর: হানিফ পরিবহনের প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীন।

প্রশ্ন: হানিফ পরিবহন কার নামে নামকরণ করা হয়েছে?

উত্তর:হানিফ পরিবহন নামকরণ করা হয়েছে হানিফ পরিবহনের অন্যতম প্রতিষ্ঠাতা জয়নুল আবেদীনের ছোট ছেলে হানিফের নামে।

শেষ কথা

দূর দূরান্তে ভ্রমণের জন্য যারা একটি ভালো মানের পরিবহন সেবা পাওয়ার জন্য অনলাইনে সার্চ করে থাকেন আজকে তারা এই আর্টিকেলটি পড়ে অবশ্যই তাদের ভ্রমণসঙ্গী হিসেবে হানিফ পরিবহনকেই বেছে নিবেন। হানিফ পরিবহন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পরিবহন এর পরিবহন সেবা অত্যান্ত ভালো। তাই আজকে আমরা এই আর্টিকেলে হানিফ পরিবহন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

যারা হানিফ পরিবহন সম্পর্কে কোন প্রশ্ন করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের মত এ পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

1 thought on “হানিফ পরিবহনের অনলাইন টিকিট বুকিং করার নিয়ম”

Leave a Comment