১০ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম ২০২৩-২০২৪

Rate this post

আজকে আপনাদের ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের দাম কত শেয়ার করবো। আপনি নিশ্চই ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের দাম কত জানতে চান। তাই আমি আজকে আপনাদের ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের দাম কত জানাবো। ওয়ালটন ফ্রিজ বর্তমানে অনেক চাহিদা রয়েছে। তাই সবাই ওয়ালটন ফ্রিজের সঠিক দাম জানতে চান। আপনাদের সুবিধার জন্য আজকে আপনাদের ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের দাম কত শেয়ার করবো।

এছাড়াও জানতে পারবেন ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের দাম কত এবং এই ফ্রিজে কি কি সুবিধা রয়েছে।  এই ফ্রিজের যাবতীয়  বিষয় নিয়ে আজকের  আলোচনা। আপনি যদি একটি ১০ সেফটি ওয়ালটন ফ্রিজ কিনতে চান তাহলে এটি আপনার জেনে রাখা প্রয়োজন যাতে আপনি সঠিক দামে কিনতে পারেন।

 

ওয়ালটন কোম্পানী ইতিহাস

ওয়ালটন হচ্ছে একটি বাংলাদেশী ব্র্যান্ড; যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। এর মূল কারখানাটি গাজীপুর জেলার চন্দ্রাতে অবস্থিত। ওয়ালটন গ্রুপ এর প্রায় সকল পণ্য ওয়ালটন নামে বাজারজাত করা হয়।ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ালটন মাইক্রো-টেক ইন্ডাস্টিজ লিমিটেড, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওয়ালটন করপোরেশন, ওয়ালটন প্লাজা, ওয়ালটন ই-প্লাজা ইত‌্যাদি হচ্ছে এই গ্রুপের অধীনস্থ প্রতিষ্ঠান। ওয়ালটন ইলেক্ট্রনিক পণ্য, ইলেকট্রিক‌্যাল, হোম অ‌্যান্ড কিচেন অ‌্যঅপ্লায়েন্সস, যানবাহন ও টেলিযোগাযোগের পণ্য গুলো উৎপাদন করে থাকে

ওয়ালটন বাংলাদেশের সর্বোচ্চ করদাতাদের মধ্যে একটি এবং দেশের অর্থনীতিতে এর শক্তিশালী প্রভাব রয়েছে। ওয়ালটন বাংলাদেশের বৃহত্তম কোম্পানিগুলোর মধ্যে একটি। এটি বাংলাদেশে ফ্রিজের সবচেয়ে বড় প্রস্তুতকারক, যার বাজারে সর্বোচ্চ বাজার শেয়ার রয়েছে। এই কোম্পানির একটি সুপারফ্যাক্টরিজ টিভি সিরিজ ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে প্রচারিত হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি ২০২২ যা আন্তর্জাতিক পর্যায়ে আরো পরিচিত হবে।

এস. এম নুরুল আলম রিজভির হাত ধরে বাণিজ্যিক প্রতিষ্ঠান স্বরূপ যাত্রা শুরু করে ওয়ালটন গ্রুপ (১৯৭৭)। তবে এর মূল প্রতিষ্ঠাতা হচ্ছেন এস এম নজরুল ইসলাম। যিনি বর্তমান চেয়ারম্যান এস এম নুরুল আলম রিজভির পিতা। প্রথমে তারা ওয়ালটন ইস্পাত শিল্পে প্রবেশ করেছিল (১৯৭০) এরপর ইলেক্ট্রনিক্স ও অটোমোবাইল ব্যবসায় প্রবেশ করে (২০০০)।

ওয়ালটন পন্য

১।রেফিজারেটর এন্ড ফ্রিজার

ওয়ালটন ব্র‌্যান্ডের সবচেয়ে বেশি বিক্রিত পণ‌্য রেফ্রিজারেটর ও ফ্রিজার। বাংলাদেশের ফ্রিজ বাজারের ৬৬ শতাংশ ওয়ালটনের দখলে। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রেফ্রিজারেটর রপ্তানি

২।এয়ার কন্ডিশনার

সাশ্রয়ী মূল্যে উচ্চমানের এয়ার কন্ডিশনার দিয়ে দেশের বাজারে শীর্ষস্থানে রয়েছে ওয়ালটন।ওয়ালটনের এসির মধ্যে রয়েছে ব্যাপক বিদ্যুৎসাশ্রয়ী আইওটি-বেজড স্মার্ট ইনভার্টার, টুইন ফোল্ড ইনভার্টার, ফিক্সড স্পিড আয়োনাইজার।

৩।টেলিভিশন

সর্বাধুনিক প্রযুক্তির স্মার্ট এলইইডি টেলিভিশন উৎপাদন ও রপ্তানি করে ওয়ালটন। বাংলাদেশের টিভি বাজারে ওয়ালটন শীর্ষে। ২০১০ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব কারখানায় তৈরি টেলিভিশন রপ্তানি করছে। বর্তমানে বিশ্বের ৩৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটনের তৈরি টিভি। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, পোল্যান্ড, স্পেনসহ বিশ্বের অনেকগুলো দেশে ওয়ালটন টেলিভিশন ‘১০ গুণ বেশি’ রপ্তানি হয়েছে।

৪।কম্প্রেসর

২০১৭ সালের ৬ এপ্রিল এশিয়ার ৮ম ও বিশ্বের ১৫তম কম্প্রেসর কারখানা চালু করে ওয়ালটন। বাংলাদেশের একমাত্র কম্প্রেসর উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন। ওয়ালটন কম্প্রেসর কারখানার বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ৪ মিলিয়ন। ২০২৫ সালের মধ্যে উৎপাদন সক্ষমতা ১০ মিলিয়নে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে ওয়ালটন কম্প্রেসর ও এর যন্ত্রাংশ ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

৫।ওয়ালটন মোবাইল

ওয়ালটন মোবাইল হচ্ছে অন্যতম সর্বোচ্চ বিক্রিত পণ্য। বাংলাদেশে বিক্রি হয়েছে ওয়ালটনের অ্যান্ড্রয়েড মোবাইল। বর্তমানে তরুণদের পছন্দ ওয়াল্টনের স্মার্টফোন।

৬।কম্পিউটার

প্রথম বারের মত দেশীয় কারখানায় ওয়ালটন কম্পিউটার ও মনিটর বানানো শুরু করা হয় (২০১৮)।

৭।ওয়ালটন মোটর সাইকেল

ওয়ালটন মোটর সাইকেল ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ কর্তৃক উৎপাদিত হয়। অন্যতম বিক্রিত মোটর সাইকেল বাংলাদেশে। এগুলো তৈরি করতে জাপানি প্রযুক্তি ব্যবহার করা হয়।

ওয়ালটন  ১০ সেফটি ফ্রিজের বৈশিষ্ট্য

*ধারণক্ষমতা:

ওয়ালটনের ফ্রিজ 132 লিটার থেকে 350 লিটার বা তার বেশি পর্যন্ত বিভিন্ন ক্যাপাসিটিতে পাওয়া যায় | আপনি যে ক্ষমতা চয়ন করেন তা আপনার পরিবারের আকার, সঞ্চয়স্থানের প্রয়োজনীয়তা এবং আপনার রান্নাঘরে উপলব্ধ স্থানের উপর নির্ভর করে।

*ডিজাইন:

ওয়ালটন ১০ সেফটি রেফ্রিজারেটর বিভিন্ন ডিজাইনে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে টপ-মাউন্ট করা, বটম-মাউন্ট করা এবং সাইড-বাই-সাইড মডেল। টপ-মাউন্ট করা মডেলগুলির উপরে ফ্রিজার থাকে, যখন নীচে- মাউন্ট করা মডেলগুলির নীচে ফ্রিজার থাকে। সাইড-বাই-সাইড মডেলের রেফ্রিজারেটর এবং ফ্রিজার পাশাপাশি রয়েছে।

*শক্তি দক্ষতা:

ওয়ালটন ১০ সেফটি রেফ্রিজারেটরগুলিকে শক্তি-দক্ষ করার জন্য ডিজাইন করা হয়েছে, যার অর্থ তারা কম শক্তি খরচ করে এবং আরও পরিবেশ বান্ধব। তারা বৈদ্যুতিন সংকেতের মেরু বদল কম্প্রেসার, LED আলো, এবং বিদ্যুৎ খরচ কমাতে নিরোধক বৈশিষ্ট্য সহ আসে।

*কুলিং সিস্টেম:

ওয়ালটন ১০ সেফটি রেফ্রিজারেটর সরাসরি শীতল বা হিম-মুক্ত কুলিং সিস্টেম ব্যবহার করে। সরাসরি শীতল মডেলগুলির জন্য ম্যানুয়াল ডিফ্রস্টিং প্রয়োজন, যখন হিম-মুক্ত মডেলগুলি স্বয়ংক্রিয়ভাবে ডিফ্রস্ট করে।

*অতিরিক্ত বৈশিষ্ট্য:

ওয়ালটন ১০ সেফটি রেফ্রিজারেটর অতিরিক্ত বৈশিষ্ট্যগুলির সাথে আসে যেমন সামসস্যযোগ্য ডাক, দরজার অ্যালার্ম, আর্দ্রতা নিয়ন্ত্রণ এবং দ্রুত শীতল করার ফাংশন।

ওয়ালটন ১০ সেফটি ফ্রিজের দাম

বর্তমান সময়ে একটি জনপ্রিয় ব্যান্ড ওয়ালটন তাই সবাই এই ব্যান্ডের ফ্রিজ কিনতে চায়। তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমারা আপনাদের ওয়ালটন ফ্রিজ ১০ সেফটির দাম এবং এর ফুল  স্পেসিফিকেশন শেয়ার করবো।

মাছ মাংস, ভাত, খাবার, ফল, পানি ও সবজি ইত্যাদি সংরক্ষণের জন্য ফ্রিজ আমাদের অতি প্রয়োজনীয় ইলেকট্রনিক পন্য। দিন দিন এর চাহিদা বেরেই চলেছে। এবং তার সাথে মানুষ এর দাম ও স্পেসিফিকেশন জানতে চায়। কেনার আগে অবশ্যই এটি জেনে রাখা ভালো তাই আপনাদের সুবিধার কথা চিন্তা করে এখন ওয়লটন ফ্রিজ ১০ সেফটির দাম এবং ফুল স্পেসিফিকেশন শেয়ার করবো দেখে নিন।

এই ফ্রিজটির নাম হলো ওয়ালটন WFD-1F3-RDXX। এই ফ্রিজটি আপনারা ২১,১০০ টাকা মাত্র  দিয়ে কিনতে পারবেন। আপনারা চাইলে এটি নিতে পারেন।

ওয়ালটন ফ্রিজ ১০ সেফটির দামঃ ২১,১০০ টাকা।

  • মডেল WFA-2A3-GDEL
  • ব্যান্ড Walton
  • দাম ২৫,৩০০ টাকা
  • ক্ষমতা ২১৩ লিটার
  • কালার নীল ও গোলাপি
  • ওজন ৪৫ কেজি
  • দীর্ঘ সময় স্বাস্থ্যকর খাবার রাখার নিশ্চয়ত।

কম দামে ১০ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম

আপনে বাজেট অনুযায়ী সাধ্যের মধ্যে একটি ভালো মানের ফ্রিজ তালাশ করছেন। তো চলুন ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি নিয়ে আলোচনা শুরু করা যাক।

Walton বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি ইলেকট্রনিক্স ব্রান্ড। ওয়ালটন সাধারণত ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করে থাকে এবং জনসাধারণের মধ্যে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়ালটনের ফ্রিজগুলো বেশ ভালো মানের হয়ে থাকে।

তাই যে কেউ ফ্রিজ কেনার আগে ওয়ালটনের ফ্রিজ কেনার কথা চিন্তা করে। আর আমরা আজকে ওয়ালটনের যে ফ্রিজ নিয়ে কথা বলতেছি সেই ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম তার কোড নেম, সার্ভিস, মডেল ও ক্যাপাসিটির ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

আজকে আমরা ওয়ালটনের সকল ১০ সেফটি ফ্রিজের কোড নেম ও মডেল সহ তাদের দাম সম্পর্কে জেনে নেব। পরবর্তীতে এগুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হবে। কিন্তু আগে সংক্ষিপ্তভাবে দাম আলোচনা করে নেব।

১।WFD-1B6-GDEL-XX    26,990৳

২।WFD-1F3-GDEL-XX    32,490৳

৩।WFD-2B6-GDEL-XX    28,990৳

৪।WFD-2F3-GDEL-XX    31,990৳

৫।WFD-2F3-GDELX-XX   33,990৳

WFD-1B6-GDEL-XX মডেলের ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম

WFD-1B6-GDEL-XX মডেলটি ওয়ালটনের ডাইরেক্টর কুল ধরণের একটি অত্যান্ত চমৎকার ফ্রিজ। ফ্রিজটির আউটলুক অতি সুন্দর সাথে পারফরম্যান্স ও অনেক ভালো। ফ্রিজটির যাবতীয় তথ্য নিচে জানানো হলো।

  • মূল্য ২৬,৯৯০ টাকা
  • ধরন ডাইরেক্টর কুল
  • মোট আয়তন ১৩২ লিটার
  • নেট আয়তন ১২৯ রেজাল্ট
  • মোট ওজন ৩৮ কেজি
  • নেট ওজন ৪২.৫ কেজি
  • রেফ্রিজারেট R600a
  • ভোল্টেজ ২২০-২৪০ ভোল্ট
  • হ্যান্ডেল গ্রিপ সিস্টেম
  • লক বা তালা আছে
  • কৈশিক কপার
  • তাপস্থাপক RoHS Certified
  • রেফ্রিজারেটর অংশের দরজার পকেট দুইটি আছে
  • অন্তর্গত বাতি আছে
  • সবজি ক্রিস্পার একটি আছে
  • ডিমের ট্রে বা পকেট আছে
  • ফ্রিজার অংশের ড্রয়ার নেই
  • দরজার সাথে পকেট নেই
  • অন্তর্গত বাতি নেই
  • উচ্চতা ৫১২ মিলিমিটার
  • প্রস্থ ৫৫০ মিলিমিটার
  • গভীরতা ১৩০০ মিলিমিটার

WFD-1F3-GDEL-XX মডেলের ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম

WFD-1B6-GDEL-XX মডেলটি ওয়ালটনের ডাইরেক্টর কুল ধরণের আরো একটি অত্যান্ত চমৎকার ফ্রিজ। ফ্রিজটির আউটলুকে কালো কালারের গ্লাস ব্যবহার করা হয়েছে এবং গ্লাসের মধ্যে অতি সুন্দর প্রিন্টের ছাপ রয়েছে। ফ্রিজটি দেখতে অনেক সুন্দর সাথে পারফরম্যান্স ও অনেক ভালো। ফ্রিজটির যাবতীয় তথ্য নিচে জানানো হলো।

  • মূল্য ৩২,৪৯০ টাকা
  • ধরন ডাইরেক্টর কুল
  • মোট আয়তন ১৭৬ লিটার
  • নেট আয়তন ১৬৩ রেজাল্ট
  • মোট ওজন ৪৬ কেজি
  • নেট ওজন ৫১.৫ কেজি
  • রেফ্রিজারেট R600a
  • ভোল্টেজ ২২০-২৪০ ভোল্ট
  • হ্যান্ডেল গ্রিপ সিস্টেম
  • লক বা তালা আছে
  • কৈশিক কপার
  • তাপস্থাপক RoHS Certified
  • রেফ্রিজারেটর অংশের দরজার পকেট তিনটি আছে
  • অন্তর্গত বাতি আছে
  • সবজি ক্রিস্পার একটি আছে
  • ডিমের ট্রে বা পকেট আছে
  • ফ্রিজার অংশের ড্রয়ার নেই
  • দরজার সাথে পকেট নেই
  • অন্তর্গত বাতি নেই
  • উচ্চতা ৫১২ মিলিমিটার
  • প্রস্থ ৫৫০ মিলিমিটার
  • গভীরতা ১৫৮০ মিলিমিটার

ওয়ালটন 10 সেফটি ফ্রিজের ওয়ারেন্টি

ওয়ালটনের এই সকল ফ্রিজের জন্য আপনি গ্যারান্টি বা ওয়ারেন্টি পেয়ে যাবেন ১০ সেফটির এই ফ্রিজ গুলোর জন্য প্রযোজ্য গ্যারান্টি বা ওয়ারেন্টি হল –

  1. এক বছরের গ্যারান্টি
  2. খুচরা যন্ত্রাংশের গ্যারান্টি ৪ বছর
  3. কম্প্রেসার ১২ বছর এবং
  4. পরিষেবা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পেয়ে যাবেন

ওয়ালটন  10 সেফটি ফ্রিজের ব্যবহারে সর্তকতা

একটি ফ্রিজ কেনার পূর্বে আপনাকে অবশ্যই কিছু কিছু জিনিস মনে রাখতে হবে এই জিনিসগুলো বিবেচনা করার পর একটি ফ্রিজ কেনা প্রয়োজন কেননা সারা বছরের পুঁজি জমিয়ে আপনি একটি ফ্রিজ কিনছেন

তবে এমন কি হতে পারে যে আপনার টাকাটা মূল্যহীন হয়ে উঠুক বা আপনি এমন ফ্রিজ কিনে ফেললেন যেটি আপনাকে সুবিধা নয় বরং অসুবিধা দিয়ে যাচ্ছে তাই কিছু কিছু জিনিস লক্ষ্য রাখে ফ্রিজ কেনা উচিত

১।আপনার প্রয়োজন: বন্ধুরা সবার প্রথমে আপনাকে আপনার প্রয়োজন জেনে নিতে হবে। দৈনিক আপনার কতটুকু খাবার রাখার জন্য একটি ফ্রিজ প্রয়োজন সেটি আগে হিসাব করতে হবে। তবে এমন যদি হয়ে থাকে যে আপনার পরিবারের সদস্য সংখ্যা অনেক কম। তাহলে তো আপনাকে একটি ছোট ক্যাপাসিটির ফ্রিজ নিলেই যথেষ্ট হবে।

সেক্ষেত্রে আপনি যদি বেশি টাকা দিয়ে ফ্রিজ কিনে ফেলেন তাহলে এতে আপনার টাকার অযথা মূল্যায়ন হবে এবং আপনার ফ্রিজ এর বেশিরভাগ জায়গা খালি থেকে যাবে। তার সাথে বিদ্যুৎ বিল একই আসবে। তাই সবার আগে নিজের প্রয়োজন ভেবে নিন। তার উপর ভিত্তি করে কোন ধরনের ফ্রিজ প্রয়োজন সেটি বিবেচনা করুন।

২।আপনার স্থানের আকার

ধরলাম, আপনি ফ্রিজ কিনে ফেললেন। তবে এটিকে কোথায় রাখতে হবে সেটি নিয়ে বিপাকে পড়েছেন। কারণ আপনার রাখার জায়গার চেয়ে ফ্রিজের আকার অনেক বড়। তাই আপনি ফ্রিজকে নির্দিষ্ট স্থানে রাখার জন্য বিপাকে পড়ে গিয়েছেন। তাই সবার আগে উচিত আপনার প্রয়োজন বিবেচনা করার পর আপনার ফ্রিজ রাখার স্থান বেছে নিন। এবং স্থান অনুযায়ী ফ্রিজের আকার বাছাই করুন।

৩।ফ্রিজের ধরন

ইতোমধ্যে বাজারে দুই ধরনের ফ্রিজ পাওয়া যায়। একটি হচ্ছে দুই তলা বা দুই দরজার বিশিষ্ট ফ্রিজ। যা আমরা দেখে আসছি। আরেকটি হচ্ছে নিচ তলা ফ্রিজ। যাকে আমরা ফ্রিজার হিসেবে চিনে থাকি। তাই আপনি কোন ধরনের ফ্রিজ কিনবেন সেটি আগে বিবেচনা করে নিন।

৪।বৈশিষ্ট্যগুলি

এরপর আপনাকে ফ্রিজের বৈশিষ্ট্য গুলি দেখতে হবে। কারণ মার্কেটে অনেক ফ্রিজ আছে যেগুলি তাড়াতাড়ি বরফ জমাতে সক্ষম। আবার অনেক ফ্রিজ আছে যেগুলিতে বরফ জমতে অনেক সময় লাগে, অনেক ফ্রিজে দুর্গন্ধ ছড়ায়, অনেক ফ্রিজ পরিষ্কার করা সহজ, অনেক ফ্রিজ খাবার বেশিক্ষণ টাটকা রাখতে সক্ষম। তাই ফ্রিজ কেনার আগে এই বৈশিষ্ট্যগুলি দেখে নিয়ে ফ্রিজ কিনবেন।

৫।শক্তি দক্ষতা

বিভিন্ন ফ্রিজের দক্ষতা ভিন্ন ভিন্ন থাকে যে ফ্রিজের দক্ষতা বেশি সে ফ্রিজটি বেশি বিদ্যুৎ খরচ করে যার কারনে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। তাই আপনার বিদ্যুৎ খরচ বাঁচাতে দক্ষতা বিবেচনা করে ফ্রিজ কিনবেন।

৬।মূল্য

কোন কিছু কেনার আগে আপনি যে কাজটি করেন সেটি হচ্ছে বাজেট করা। আর ফ্রিজ কেনার জন্য সবার আগে বাজেট করতে হয়। বাজেটের বাইরে কোন কিছু করা যুক্তিযুক্ত নয়। তাই সবার আগে আপনার সামর্থের মধ্যে থেকে একটি সুলভ বাজেট করুন।

৭।ওয়ারেন্টি ও রিভিউ ফ্রিজ

দীর্ঘ সময় ব্যবহার করার একটি জিনিস। তাই ফ্রিজ কেনার পূর্বে ফ্রিজটির ওয়ারেন্টি ও গ্যারান্টি ভালোভাবে জেনে নিবেন। যে ফ্রিজের কোয়ালিটি ভালো সাথে দীর্ঘ সময়ের ওয়ারেন্টি বা গ্যারান্টি দেওয়া থাকে সেগুলি ফ্রিজ ক্রয় করা ভালো। তবে সবার আগে ফ্রিজের রিভিউ চেক করে নিতে হয়। কারণ যারা ফ্রিজটি ব্যবহার করছে তাদের কাছে ফ্রিজটি কেমন লেগেছে তাদের কাছ থেকে জেনে নেওয়া ভালো। ওয়ারেন্টি ও রিভিউ এর উপর ভিত্তি করে আপনি আপনার সিদ্ধান্ত নিতে পারেন পারেন।

উন্নতমানের ১০ সেফটি ওয়ালটন ফ্রিজের দাম

ওয়ালটন 10 সেফটি ফ্রিজের আপডেট দাম ৩২ হাজার ৯৯০ টাকা  । আমি এখন আপনাদের সাথে ওয়ালটনের যে ১০ সেফটি ফ্রিজের দামের কথা বললাম সেই ফ্রিজের মডেল নাম্বার হলো

১। WFD-1F3-GDEL-XX

ওয়ালটনের এই 10 সেফটি ফ্রিজের সামান্য কিছু তথ্য আমি নিজে তুলে ধরেছি –

  • ব্র্যান্ড – ওয়ালটন
  • মডেল নাম্বার – WFD-1F3-GDEL-XX
  • প্রকার: ডাইরেক্ট কুল
  • গ্রস ভলিউম: 176 লিটার
  • নেট ভলিউম: 163 Ltr
  • রেফ্রিজারেন্ট: R600a

২।WFD-1F3-RDXX-XX

ওয়ালটন 10 সেফটি ফ্রিজের আপডেট দাম ২৬ হাজার ৯৯০ টাকা  । আমি এখন আপনাদের সাথে ওয়ালটনের যে ১০ সেফটি ফ্রিজের দামের কথা বললাম সেই ফ্রিজের মডেল নাম্বার হলো WFD-1F3-RDXX-XX ।

ওয়ালটন  WFD-1F3-RDXX-XX এই মডেলের 10 সেফটি ফ্রিজের সামান্য কিছু তথ্য আমি নিজে তুলে ধরেছি ।

  • ব্র্যান্ড – ওয়ালটন
  • মডেল নাম্বার – WFD-1F3-GDEL-XX
  • প্রকার: ডাইরেক্ট কুল
  • মোট আয়তন: 176 লিটার
  • নেট ভলিউম: 163 লিটার
  • রেফ্রিজারেন্ট: R600a

৩।WFD-1F3-RXXX-XX

ওয়ালটন 10 সেফটি ফ্রিজের আপডেট দাম ৩০ হাজার ৯৯০ টাকা  । আমি এখন আপনাদের সাথে ওয়ালটনের যে ১০ সেফটি ফ্রিজের দামের কথা বললাম সেই ফ্রিজের মডেল নাম্বার হলো WFD-1F3-RXXX-XX ।

ওয়ালটন  WFD-1F3-RXXX-XX এই মডেলের 10 সেফটি ফ্রিজের সামান্য কিছু তথ্য আমি নিজে তুলে ধরেছি ।

  • ব্র্যান্ড – ওয়ালটন
  • মডেল নাম্বার – WFD-1F3-GDEL-XX
  • প্রকার: ডাইরেক্ট কুল
  • মোট আয়তন: 176 লিটার
  • নেট ভলিউম: 163 লিটার
  • রেফ্রিজারেন্ট: R600a

৪।WFD-1F3-GDEH-XX

WFD-1F3-GDEH-XX এই মডেলের 10 সেফটি ফ্রিজের সামান্য কিছু তথ্য আমি নিজে তুলে ধরেছি ।

  • ব্র্যান্ড – ওয়ালটন
  • মডেল নাম্বার – WFD-1F3-GDEL-XX
  • প্রকার: ডাইরেক্ট কুল
  • গ্রস ভলিউম: 176 লিটার
  • নেট ভলিউম: 163 Ltr
  • রেফ্রিজারেন্ট: R600a

৫। WFD-1F3-GDSH-XX

ওয়ালটন 10 সেফটি ফ্রিজের আপডেট দাম ৩৩ হাজার ৯৯০ টাকা  । আমি এখন আপনাদের সাথে ওয়ালটনের যে ১০ সেফটি ফ্রিজের দামের কথা বললাম সেই ফ্রিজের মডেল নাম্বার হলো WFD-1F3-GDSH-XX।

ওয়ালটন  WFD-1F3-GDSH-XX এই মডেলের 10 সেফটি ফ্রিজের সামান্য কিছু তথ্য আমি নিজে তুলে ধরেছি ।

  • ব্র্যান্ড – ওয়ালটন
  • মডেল নাম্বার – WFD-1F3-GDEL-XX
  • প্রকার: ডাইরেক্ট কুল
  • মোট আয়তন: 176 লিটার
  • নেট ভলিউম: 163 লিটার
  • রেফ্রিজারেন্ট: R600a

যেসব কারণে আপনার ওয়ারেন্টি গ্রহণযোগ্য হবেনা

যেসব কারণে আপনার ওয়ারেন্টি গ্রহণযোগ্য হবেনা তা তুলে ধরা হলো –

১. দুর্ঘটনা, বৈদ্যুতিক ত্রুটি, প্রাকৃতিক কারণ, অবহেলা বা অনুপযুক্ত ইনস্টলেশনের কারণে কোনো ক্ষতি।

২. অননুমোদিত পরিবর্তন বা পরিবর্তনের কারণে কোনো ক্ষতি বা ব্যর্থতা।

৩. মূল সিরিয়াল নম্বর সহ পণ্যগুলি সরানো হয়েছে, বিকৃত করা হয়েছে বা সহজেই স্বীকৃত হতে পারে না।

শেষ কথা

অনেক মডেল এর ১০ সেফটি ওয়ালটন ফ্রিজ রয়েছে। যেগুলোর দাম আরও বেশি। এই পোস্টে আমরা কম দামে উন্নতমানের ১০ সেফটি ফ্রিজ গুলোর দাম শেয়ার করেছি। যেকোনো সময় এই ফ্রিজের দাম পরিবর্তন হতে পারে। আমার দেওয়া এই দাম থেকে কিছুটা মূল্য ছাড় পাবেন। আশা করছি এই পোস্ট থেকে ওয়ালটন ফ্রিজ ১০ সেফটি দাম কত?  এবং ওয়ালটন ফ্রিজের আজকের দাম ২০২৩ সম্পর্কে জানতে পেরেছেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম, আমি একজন অনলাইন কনটেন্ট রাইটার। আমার লেখাগুলো পড়ে বিন্দুমাত্র আপনার কোন উপকারে আসলে অবশ্যই পোস্টটিতে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ

Leave a Comment