সেকেন্ড হ্যান্ড মোবাইল –আসসালামু আলাইকুম আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা আপনাদেরকে আপনার ফোনটি যদি সেকেন্ড হয়ে থাকে তাহলে ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছিল তা কিভাবে বুঝবেন বা দেখবেন তা নিয়ে আলোচনা করব বিস্তারিত জানতে পোস্টটি পড়ুন।
আমাদের অনেকের নতুন ফোন কেনার সামর্থ্য থাকে না এবং আমরা সেকেন্ড ফোন কিনে থাকি। আর এই ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে তা জানতে
আমাদের কিছু উপায় জানতে হবে। আমাদের প্রত্যেকের উচিত সম্পর্কে জানা কারণ অনেক সময় দেখা যায় বিক্রেতারা বেশি দিন ব্যবহার করেও কয়েকদিন ব্যবহারের কথা বলে। আর এ সেকেন্ডহেন্ড ফোনটি কত দিন ব্যবহার করা হয়েছে তা বোঝার টেকনিক আপনার জানা না থাকলে বিক্রেতার কথা মানা ছাড়া আপনার কোন উপায় নেই। তাই আমরা কিছু উপায় জেনে নিব যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক উপায়গুলো:
আজকে আমি আপনাদের সাথে দুইটি পদ্ধতি নিয়ে আলোচনা করবো। যারা স্যামসাং ফোন ব্যবহার করে তাদের জন্য একটি। এবং দ্বিতীয়টি সকল ফোনের জন্য প্রযোজ্য।
তাহলে চলুন জেনে নেই স্যামসাং ফোন ব্যাহারকারীরা কীভাবে দেখবো আমাদের ফোনটি কতদিন ব্যবহার করা হয়েছে।
তার জন্য আপনাদেরকে প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। প্রথমে আপনাকে মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। তার পর Phone INFO কিওয়ার্ডটি লিখে সার্চ করতে হবে। তারপর আপনাদের সামনে একটি সবুজ রঙের অ্যাপ আসবে। phone INFO কিওয়ার্ডটির নিচে SAM লেখাটি দেখতে পাবেন। তাহলে বুঝতে হবে এটাই আপনার কাঙ্খিত অ্যাপ তারপর অ্যাপটি ইন্সটল ডাউনলোড করে নিবেন। যারা স্যামসাং ফোন ব্যাবহার করেন তাদের মোবাইলের তথ্য বেশি দেখাবে। তবে অন্য সকল ফোনের তথ্যও দেখাবে তবে তা সীমিত। আর এ অ্যাপটি সকল স্মাট ফোনেই সাপোর্ট করবে।
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
যারা স্যামসাং ফোন ব্যবহার করেন না তারা প্লে স্টোরে গিয়ে Find My Device এপ্লিকেশনটি ডাউনলোড করে নিবেন এবং ওপেন করার পর ফোনের আইএমইআই দেখতে পাবেন। তাছাড়া আপনার ফোনটি কতদিন আগে রেজিষ্ট্রেশন করা হয়েছে তা দেখতে পাবেন। এবং কত তারিখে দেখা হয়েছে তাও প্রদর্শিত হবে।
এ নিয়মটি ব্যবহার করে আপনার হাতের ফোনটির সকল তথ্য আপনি জেনে নিতে পারবেন।
আশা করি এ আলোচনা থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনার পর আপনার ফোন কত দিন ব্যবহার করা হয়েছে এসকল তথ্য সম্পর্কে জানতে আপনাকে সাহায্যে করবে।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার জেনে নিন-২০২৪ পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।