সাকুরা পরিবহনের অনলাইন টিকেট –আপনারা যারা বরিশাল গিয়েছেন বা নতুন যেতে যাচ্ছে তারা সবাই একনামে সাকুরা পরিবহনের সার্ভিস সম্পর্কে জানেন। ঢাকা টু বরিশাল যতগুলো বাস সার্ভিস রয়েছে তাদের মধ্যে সেরা বলা যায় সাকুরা পরিবহন।
বিভিন্ন উদযাপনের সময় সকল ধরনের পরিবহন গুলোতে প্রচুর চাপ থাকে। তখন সাধারণ টিকেট পেতে কষ্টকর হয়ে যায়।তাছাড়া অনেকে আছেন ব্যাস্ততার কারণে কাউন্টারে গিয়ে টিকিট বুকিং করতে করতে পারবেন না। যাত্রীদের এই সব কথা চিন্তা করে সাকুরা পরিবহন কর্তৃপক্ষ অনলাইন টিকেট বুকিং করার সুবিধা দিয়েছে।
আজ আপনাদের জানাবো কিভাবে সাকুরা পরিবহনের অনলাইন টিকেট বুকিং করতে হবে বা অনলাইন টিকিট কাটতে হবে এবং পেমেন্ট বিকাশে পরিশোধ করবেন,সাকুরা পরিবহন কাউন্টার নাম্বার, সাকুরা পরিবহন সময়সূচি, সাকুরা পরিবহন টিকিট মূল্য,সাকুরা পরিবহনের সুবিধা সম্পর্কে বিস্তারিত।
সাকুরা পরিবহন
সাকুরা পরিবহন সর্বপ্রথম যাত্রা শুরু করে বাংলাদেশের বুকে 1991 সালে। সর্বপ্রথম এই বাসটি যাত্রা শুরু করে বরিশাল এবং বেনাপোল এই রুটে। তখন তারা যে এই লাক্সারিয়াস বাস নিয়ে যাত্রা শুরু করেছিল সেই বাস বাংলাদেশ খুব কম ছিল বলেই ধরা চলে।
প্রায় 30 বছর অতিক্রম করেছে এবং সাকুরা পরিবহন একটি উচ্চপর্যায়ের কোম্পানি হিসেবে পরিচালিত হয়ে আসছে বর্তমানে। সাকুরা পরিবহন এখন পর্যন্ত গুরুত্ব দিয়েছে বরিশাল বেনাপোল এই অঞ্চল কে সবথেকে বেশি। তাইতো আপনি যদি ঢাকা থেকে বরিশাল অথবা বেনাপোল এই রুটে চলাচল করতে চান তাহলে আপনার কাছে ভালো মানের বাস হিসেবে সাকুরা পরিবহন প্রধান পছন্দ হতে পারেন।
সাকুরা পরিবহনের অনলাইন টিকেট করার নিয়ম
সাকুরা পরিবহনের অনলাইন টিকেট আরো সহজে বুকিং করার সম্পর্কে জানতে নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
ধাপ ১: সাকুরা পরিবহন ওয়েবসাইটে প্রবেশ করুন
আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে অনলাইন টিকিট বুকিং করার জন্য ভিজিট করুন https://www.sakuraparibahanbd.com।
ধাপ ২: পরিবহন সার্চ করুন
যাত্রার জন্য পরিবহন সার্চ করার জন্য আপনি কোথায় থেকে কোথায় যেতে চান এবং কত তারিখে যেতে চান বিস্তারিত তথ্য লিখতে হবে। যেমন,
*Leaving From: আপনি কোন কাউন্টার থেকে পরিবহনে যাত্রা শুরু করতে চান সিলেক্ট করুন।
*Going To: কোথায় যাত্রা শেষ করতে চান অর্থাৎ কোন কাউন্টারে নামবেন সিলেক্ট করুন।
*Departing On: যে তারিখে যাত্রা করতে চান সিলেক্ট করুন।
*Coach Type: এসি পরিবহন নাকি ননএসি পরিবহনে যাত্রা করতে চান সিলেক্ট করুন।
শেষে Search অপশনে ক্লিক করুন।
ধাপ ৩: আপনার তথ্য দিয়ে টিকেট বুকিং করুন
আপনার রুটের অনেক গুলো বাস দেখতে পাবেন। নিজের পছন্দ এবং যাত্রার সময় অনুযায়ী বাস সিলেক্ট করুন।
বাম পাশ থেকে আপনার পছন্দসই সিট সিলেক্ট করুন। এবার আপনার পারসোনাল ইনফরমেশন নাম, মোবাইল নম্বর, ইমেইল, জেন্ডার, এড্রেস, জাতীয়তা, কোন কাউন্টার থেকে যাত্রা শুরু করবেন এবং কোন কাউন্টারে যাত্রা শেষ করবেন, পেমেন্ট মেথড ইত্যাদি লিখে Confirm অপশনে ক্লিক করুন।
ধাপ ৪: পেমেন্ট করুন
এবার আপনাকে টিকেট কনফার্ম করার জন্য পেমেন্ট করতে হবে। কার্ড, মোবাইল ব্যাংকিং, নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
যে মেথডে পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করে Pay now অপশনে ক্লিক করে পেমেন্ট করুন।
ধাপ ৫: টিকেট সংগ্রহ করুন
পেমেন্ট করার পরে আপনার ইমেইলে টিকেটের একটি কপি পাঠিয়ে দেওয়া হবে। তাছাড়া আপনি উক্ত ব্রাউজার থেকে টিকেট সংগ্রহ করে নিতে পারবেন। উক্ত টিকেট প্রিন্ট করে নিবেন।
এছাড়া আপনি চাইলে সহজ.কম ওয়েবসাইটের মাধ্যমে সাকুরা পরিবহন অনলাইন টিকিট বুকিং করতে পারবেন।
সাকুরা পরিবহন কাউন্টার নাম্বার
১।প্রধান কার্যালয় গাবতলি ঢাকা 01729 556677
২।সায়েদাবাদ, ঢাকা 01190 689387
৩।সাভার, ঢাকা 01711 519191
৪।নবীনগর, ঢাকা 01190 901177
৫।ভূরঘাটা 01712 255857
৬।টরকি 01728 482112
৭।গৌরনদী 01195 438208
৮।উজিরপুর 01716 242019
৯।বরিশাল 01712 618924
১০।রূপাতলী 01712 308942
১১।বানারীপাড়া 01716 589089
১২।ঝালকাঠি 01712 073084
১৩।রাজাপুর 1724 768808
১৪।পিরোজপুর 01711 965181
১৫।ভান্ডারিয়া 01716 919389
১৬।শিয়ালকাঠি 01711 381618
১৭।মঠবাড়িয়া 01716 114167
১৮।চরখালী 01713 951258
১৯।সাফা 01713 950555
২০।আমতলী 01716 553141
২১।পটুয়াখালী 01718 925124
২২।লেবুখালী 01717 996069
২৩।বরগুনা 01712 986024
২৪।কুয়াকাটা 01726 518490
২৫।বাগেরহাট 01711 010450
২৬।ফকিরহাট 01198 234145
২৭।সাইনবোর্ড 01721 046377
২৮।শাখরিয়া 01718 121491
২৯।খেপুপাড়া 01713 927377
সাকুরা পরিবহন ঢাকা টু বরিশাল সময়সূচী
দিন রাত ২৪ ঘণ্টা সাকুরা পরিবহন লিমিটেড যাত্রী সেবা চালু রেখেছে। শুধু সময় অনুযায়ী বাস গুলো যাতাইয়াত করে। সকাল ৬ টা যাত্রা শুরু করে ১ টা পর্যন্তও। আবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। রাত ৭ টা থেকে ১২ টা পর্যন্ত। এছাড়া বিভিন্ন কাউন্টারের জন্য আলাদা আলাদা যাত্রা সময় সূচি নির্ধারন করা হয়েছে। নিচে ঢাকা টু বরিশাল সময়সূচী দেওয়া হলো –
সাকুরা পরিবহন টিকিটের মূল্য
আপনারা যারা সাকুরা পরিবহনের মাধ্যমে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছাতে চান তাদের জন্য আরেকটি বিশেষ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা আপনাদের সাথে সাকুরা পরিবহনের সকল জায়গার টিকিট মূল্য শেয়ার করব। এর ফলে আপনারা নিশ্চিত হতে পারবেন সাকুরা পরিবহনের সকল সার্ভিস এর মূল্য সম্পর্কে। তাহলে চলুন সকল টিকিটের মূল্য দেখা যাক।
১।ঢাকা- বরিশাল, নন এসি ভাড়া ৪০০-৫০০ টাকা।
২।ঢাকা- কুয়াকাটা, এসি ভাড়া ১০০০-১১০০ টাক, নন এসি ভাড়া ৫৫০-৬৫০ টাকা।
৩।ঢাকা- খুলনা-বাগেরহাট, নন এসি ভাড়া ৫৫০-৬৫০ টাকা।
৪।ঢাকা- ঝালকাঠি- ঢাকা, নন এসি ভাড়া ৪০০-৫০০ টাকা।
৫।ঢাকা- পটুয়াখালী, নন এসি ভাড়া ৪০০-৫০০ টাকা।
সাকুরা পরিবহনের রুট সমূহ
সাকুরা পরিবহন টি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় চলাচল করে। এজন্য বিভিন্ন জেলায় কতগুলো রুট রয়েছে যে রুট গুলো দিয়ে সাকুরা পরিবহন ঢাকা ভ্রমণ করে। আজ আমরা সেইসব রুটের একটি তালিকা প্রদান করব যাতে যাত্রীগণ সহজে রুট গুলো চিনতে পারে করতে পারেন এবং সহজে ভ্রমণ করতে পারেন।
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
ঢাকা (সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, গাজীপুর) থেকে পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা, বরগুনা, মাতবারিয়া, বউ বাজার, পয়সার হাট চান্দিপুর, রয়েনন্দ্রা, তালতলি, আমতলী ইত্যাদি জেলা-শহরে সাকুরা পরিবহন চলাচল করে।
সাকুরা পরিবহন বাসের গুণগত মান
আপনাদের আগেই বলেছি সাকুরা পরিবহনের বাসের বহরে নামিদামি ব্র্যান্ডের ও বিলাসবহুল বাসের যুক্ত রয়েছে। তাই বলা যায় তাদের বাসের গুণগতমান অনেক উন্নত। শুধু তাই নয় এসি বাসগুলোতে টিস্যু পানির ব্যবস্থা রয়েছে। বাসের ভিতর অত্যন্ত পরিষ্কার পরিছন্নতা তারা অবলম্বন করে। প্রত্যেকটি বাসের পেনিস স্কিন থেকে শুরু করে সিটের কোয়ালিটি আকর্ষণীয়।
সাকুরা পরিবহনের গাড়ি নিয়মাবলী
১।গাড়ি ছাড়ার 15 মিনিট হবে কাউন্টারে উপস্থিত থাকতে হবে।
২।যাত্রীগণ যাত্রাপথে বেআইনি অস্ত্রপাতি বা মাদক বহন করতে পারবেন না।
৩।যাত্রীদের ও মালামাল নিজ দায়িত্বে রাখতে হবে।
৪।যাত্রা বাতিল করতে হলে নির্ধারিত সময়ের ৬ ঘণ্টা আগে কাউন্টারে জানাতে হবে. সেক্ষেত্রে ১০% ভাড়া কর্তন করা হবে।
৫।ছেলে মেয়েদের বয়স পাঁচ বছরের বেশি হলে অবশ্যই টিকিট কাটতে হবে।
৬।অপরিচিত কোন কারো কাছ থেকে কোন প্রকার খাবার খাওয়া যাবেনা।
সাকুরা পরিবহন হেড অফিসের নাম্বার ও ঠিকানা
বাংলাদেশে সাকুরা পরিবহনের একটি হেড অফিস আছে। এই হেড অফিসের মাধ্যমে সকল টিকেট কাউন্টার ও বাস সার্ভিস পরিচালনা করে থাকে। তাদের সাথে মোবাইলে কথা বলতে চাইলে নিচের নাম্বার কল করতে পারেন। দিন রাত ২৪ ঘণ্টা তাদের সার্ভিস চালু আছে। আর সরারই যোগাযোগের করতে চাইলে এই ঠিকানায় যোগাযোগ করবেন।
Located in: Purbachal Filing Station
Address: 36/2 Technical More, Dhaka 1216
Phone: 01844-167650
Website: https://www.sakuraparibahanbd.com/
শেষ কথা
আজকে আপনাদের সাকুরা পরিবহনের অনলাইন টিকেট বুকিং করার নিয়ম সম্পর্কে জানালাম। এর পাশাপাশি সাকুরা পরিবহন নিয়ে বিভিন্ন তথ্য জানানোর চেষ্টা করেছি।আশাকরি তথ্যগুলো আপনাদের যাত্রাকে সুন্দর করবে।আপনাদের যাত্রা শুভ হোক।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।