মোবাইলে রেজাল্ট দেখার সবচেয়ে সহজ উপায়-প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী বিভিন্ন বোর্ডের পরীক্ষা দিয়ে থাকে। সেটা হতে পারে এসএসসি, হতে পারে এইচএসসি ইত্যাদি। এবং তারা বেশিরভাগ অনলাইনে রেজাল্ট দেখে থাকে। আর বেশিরভাগ শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন আছে। তাই আজকে জানাবো মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম গুলো।
এর ফলে যেকোনো শিক্ষার্থী সহজেই তার হাতের মোবাইল ফোন দিয়ে পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে।আর আজকের এই পোস্টের মাধ্যমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে আলোচনা করবো।
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম
এস.এস.সি(SSC) /এইচ.এস.সি(HSC) বা অন্যান্য পরীক্ষার রেজাল্ট দুই ভাবে দেখতে পারেন।
যথা-
১।মোবাইলে এস এম এস(SMS) এর মাধ্যমে।
২।ওয়েবসাইট থেকে।
মোবাইলে এস এম এস (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখা
মোবাইল থেকে রেজাল্ট দেখার প্রক্রিয়া নিচে দেখানো হলো।
১।আপনার মোবাইলের মেসেজ অপশনে যান।
২।তারপর SSCআপনি যেই বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে সেই বোর্ডের প্রথম ৩ অক্ষর আপনার রোল নম্বর যেই বছর পরীক্ষা দিচ্ছে সেই বছর।
৩।তারপর Send করে দিন 16222 নম্বরে। প্রতি এস এম এস(SMS) এ ২.৩০৳ কাটা হবে।
Example:
H.S.C
GENERAL BOARD:
HSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222
Example: HSC DHA 893456 2020 & SEND TO 16222
MADRASAH BOARD:
HSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222
TECHNICAL BOARD:
HSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222
S.S.C
GENERAL BOARD:
SSC<>BOARD<>ROLL<>YEAR & SEND TO 16222
Example: SSC DHA 893456 2020 & SEND TO 16222
MADRASAH BOARD:
SSC<>MAD<>ROLL<>YEAR & SEND TO 16222
TECHNICAL BOARD:
SSC<>TEC<>ROLL<>YEAR & SEND TO 16222
সকল শিক্ষা বোর্ডের ১ম তিন অক্ষর
Dhaka Board=DHA
Comilla Board= COM
Barisal Board= BAR
Sylhet Board= SYL
Chittagong Board= CHI
Jeshor Board= JES
Rajshahi Board= RAJ
Dinajpur Board= DIN
Madrasha Board=MAD
Technical Board= TEC
যা দিয়ে আপনি সহজে মোবাইলে এসএমএস এর মাধ্যমে আপনার কাঙ্খিত রেজাল্ট পেতে পারেন।
রেজাল্ট দেখার ওয়েবসাইট
পরীক্ষার রেজাল্ট দেখার জন্য শিক্ষাবোর্ডের আলাদা ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে আপনি এস.এস.সি(SSC) /এইচ.এস.সি(HSC পর্যন্ত সকল পরীক্ষাল ফলাফল দেখতে পারবেন।
ওয়েবসাইট লিংক
১।http://www.educationboardresults.gov.bd
২।https://eboardresults.com/v2/home
ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখার প্রক্রিয়া
উপরে দেওয়া রেজাল্টের ওয়েবসাইটে প্রবেশ করুন। এরপর নিচে দেওয়া নির্দেশনা অনুযায়ী ঘরগুলো পূরণ করুন।
Examination: এই ঘরে আপনার পরীক্ষার নামটি সিলেক্ট করুন।
Year: যেই সালে পরীক্ষা দিয়েছেন সেই সাল সিলেক্ট করুন।
Board: এই ঘরে পরিক্ষার্থীর বোর্ডের নাম সিলেক্ট করুন।
Roll: এই ঘরে পরিক্ষার্থীর বোর্ড পরিক্ষার রোল নম্বর লিখুন। এটি পরীক্ষার প্রবেশ পত্রে পাবেন।
Registration: এই ঘরে পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন। এটিও পরীক্ষার প্রবেশ পত্রে পাবেন।
ক্যাপচাঃ এই ঘরে আপনাকে একটি অংক দেওয়া হবে সেটির সমধান করে শুধুমাত্র উত্তরটি ইনপুট বক্সে লিখুন।
Submit: সব ঘর পূরণ করা হলে submit লেখায় ক্লিক করুন। সব ঠিক থাকলে রেজাল্ট দেখতে পাবেন।
Reset: কোনো তথ্য ভুল হলে Reset বাটনে ক্লিক করুন। সবকিছু আগেএ মতো হয়ে যাবে। নতুন করে সব ঘর আবার পূরণ করে Submit করুন।
এছাড়াও স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও রেজাল্ট সংগ্রহ করা যাবে। এক্ষেত্রে আপনি নম্বরসহ রেজাল্ট দেখতে পারবেন।
সকল শিক্ষা বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট লিংক
১।ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dhakaeducationboard.gov.bd/
২।কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://comillaboard.gov.bd/
৩।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bise-ctg.gov.bd/
৪।রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://rajshahieducationboard.gov.bd/
৫।যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.jessoreboard.gov.bd/
৬।বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.barisalboard.gov.bd/
৭।সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://sylhetboard.gov.bd/
৮।দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dinajpureducationboard.gov.bd/
৯।মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bmeb.gov.bd/
১০।কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bteb.gov.bd/
মোবাইলের মাধ্যমে অনার্স রেজাল্ট দেখার নিয়ম
অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষের ফলাফলও আপনি খুব সহজেই পেতে পারেন। এর জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পাতায় যেতে হবে।
১।অনার্স রেজাল্ট দেখার ওয়েবসাইট
উপরে দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পাতায় যাওয়ার পর আপনার কোর্স সিলেক্ট করুন। এরপর প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা অনুযায়ী ফলাফল সংগ্রহ করুন।
২।sms এর মাধ্যমে অনার্স রেজাল্ট
এসএমএস এর মাধ্যমেও অনার্স রেজাল্ট বের করা যায়। এর জন্য নিচের নিয়িমটি অনুসরণ করুন।
আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুনঃ NU <স্পেস> H1/H2/H3/H4 <স্পেস> আপনার রেজিস্ট্রেশন/রোল নম্বর এবং পাঠিয়ে দিন ১৬২২২ এই নম্বরে।
বিঃদ্রঃ অনার্স ১ম বর্ষের H1, ২য় বর্ষের জন্য H2, ৩য় বর্ষের জন্য H3 ও ৪র্থ বর্ষের জন্য H4 লিখতে হবে।
মোবাইলে রেজাল্ট দেখার সুবিধা
এসএসসি এবং এইচএসসি এমন পাবলিক পরীক্ষা যেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর কেউ ঘুরতে যায় কিংবা কেউ কোন কাজের সন্ধানে যায়।
তখন তারা কলেজ কিংবা স্কুলে গিয়ে রেজাল্ট দেখার সুযোগ পায় না। সে ক্ষেত্রে সবার আগে তার রেজাল্টে হাতে পাওয়ার জন্য একমাত্র বিকল্প হচ্ছে অনলাইনে রেজাল্ট দেখা।
এবং এই রেজাল্ট দেখা হয় কোনো মোবাইল ফোন কিংবা কম্পিউটার দিয়ে। তবে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থীর হাতে কম্পিউটার থাকে না।
তাই বলা যায় সবার আগে এবং যেকোনো জায়গায় বসে মোবাইলের মাধ্যমে রেজাল্ট পাওয়া অনেক সুবিধাজনক।
সেজন্য মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জেনে নিন। তাহলে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট সহজেই দেখতে পারবেন।
মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর
১।মোবাইলে রেজাল্ট দেখবো কিভাবে?
উত্তরঃমোবাইলে রেজাল্ট দেখতে চাইলে প্রথমে এডুকেশন বোর্ড রেজাল্ট এর সাইটে যেতে হবে। এরপর রোল এবং রেজিট্রেশন নস্বর দিয়ে দিলেই হবে।
২।রেজাল্ট দেখার উপায় বা মাধ্যম কয়টি?
উত্তরঃরেজাল্ট দেখার উপায় বা মাধ্যম দুইটি।
৩।কি কি ভাবে রেজাল্ট দেখা যায়?
উত্তরঃ-মোবাইলে এসএমএস এর মাধ্যমে -ওয়েবসাইটের মাধ্যমে
৪।কেন আমরা মোবাইলের রেজাল্ট দেখব?
উত্তরঃখুব সহজে ঘরে বসে মোবাইলে রেজাল্ট দেখা যায়। এবং সময় কম লাগে এইজন্য আমরা ঘরে বসে রেজাল্ট দেখব।
শেষ কথা
আপনি কি এসএসসি অথবা এইচএসসি বা অন্যান্য পরীক্ষার রেজাল্ট দেখতে চান। তাহলে মোবাইলেই আপনি আপনার পরিক্ষার রেজাল্ট দেখতে পারবেন।
সেজন্য মোবাইলে রেজাল্ট দেখার নিয়ম জেনে নিন। তাহলে মোবাইলে রেজাল্ট দেখা আপনার জন্য সহজ হবে।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার জেনে নিন-২০২৪ পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।