পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত

4.4/5 - (14 votes)

পেস্তা বাদামের উপকারিতা বাদাম বলতেই পুষ্টিগুণে ভরপুর। বাদাম খেতে যেমন সুস্বাদু তেমনি বিভিন্ন রকমের পুষ্টি উপাদান থাকায় এটি শরীরের জন্য খুব উপকারী। সব ধরনের বাদামের মধ্যই রয়েছে ভিন্ন ভিন্ন পুষ্টিগুণ।তাদের মধ্যে পেস্তা বাদাম অন্যতম। শারীরিক সুস্থতা এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেস্তা বাদামের বিকল্প আর কিছুই নয়। পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক পুষ্টিগুণ পাওয়া যাবে।

পেস্তা বাদামে রয়েছে আয়রন,ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, জিংক এছাড়াও আরো অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান।শরীরকে চাঙ্গা রাখতে এবং বিভিন্ন ধরনের ক্লান্তি দূর করতে বাদাম খুবই উপকারী।কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনিয়েড নামক উপাদান যা শরীরের ক্লান্তি দূর করার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

বন্ধুরা আজকের আর্টিকেলের টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আর্টিকেলের আলোচ্য বিষয় সম্পর্কে। আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করব  পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত সকল বিষয়ে।পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে অনেকেরই জানা নেই। তাই পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে জানতে হলে শুরু থেকে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন।চলুন শুরু করি আজকের মূল আলোচনা।

পেস্তা বাদামের উপকারিতা

পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলতে গেলে অনেক কথাই বলা যায়। পেস্তা বাদাম পুষ্টিগুণে অনন্য। পেস্তা বাদামে রয়েছে ভিটামিন ই, প্রোটিন, আয়রন, ম্যাগনেসিয়াম,প্রোটিন,জিংক  পটাশিয়াম,  মোনোয়ানস্যাচুয়েটেড ও পলি আনস্যাচুরেটেড নামক অয়েল। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি শরীরের ইমিউনিটি বৃদ্ধি করার জন্য পেস্তা বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনিয়েড।

আমাদের সঙ্গে গুগোল নিউজে যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

অ্যান্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনিয়েড থাকার কারণে পেস্তা বাদাম শরীরে প্রবেশ করার সাথে এটি দ্রুত  শরীরের ক্লান্তি ভাব দূর করে এবং রোগের বিরুদ্ধে লড়াই করে।এছাড়াও পেস্তা বাদামের আরো অন্যান্য প্রয়োজনীয় কি উপাদান রয়েছে। এ পর্যায়ে দেখে নেই পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আরো কিছু তথ্য-

হৃদরোগের ঝুঁকি কমায়

পেস্তা বাদাম হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। হৃদযন্ত্রের ত্রুটি জনিত রোগীদের নিয়মিত পেস্তা বাদাম হওয়া উচিত কেননা এতে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট যা কোলেস্টরেল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

প্রোটিনের ভালো উৎস

বাদামের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় পেস্তা বাদামে। অ্যামাইনো এসিডের পরিমাণ সবচেয়ে বেশি পেস্তা বাদামে যা অন্যান্য বাদামে থাকে না। আর এই অ্যামাইনো এসিড এর গঠনগত একক হলো প্রোটিন। সুতরাং প্রোটিনের ঘাটতি পূরণে পেস্তা বাদাম কার্যকর।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে

পেস্তা বাদাম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে ও কার্যকর ভূমিকা রাখে। রক্তে কোলেস্টরেলের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে মাদাম উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

দাঁত ও লিভার ভালো রাখে

পেস্তা বাদাম দাঁতকে মজবুত করার পাশাপাশি লিভারের সুস্থতায়ও দারুন কার্যকরী। এছাড়াও পেস্তা বাদাম রক্ত শুদ্ধ  রাখতে সাহায্য করে। পেস্তা বাদাম রক্তনালীর এন্ডোথেলিয়াম এর কার্যকারিতা ধরে রাখতে সাহায্য করে।

ওজন নিয়ন্ত্রণ করে

সঠিক নিয়মে পেস্তাবাদাম খেলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। অন্যান্য বাদামের চেয়ে পেস্তা বাদামে কোলেস্টরেল এবং ফ্যাটের পরিমাণ খুবই কম কিন্তু পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ফসফরাস এদের উপস্থিতি থাকায় শরীরে এনার্জি যোগানের পাশাপাশি এটি ওজন কেউ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে।

ডায়াবেটিকস নিয়ন্ত্রণে রাখে

ডায়াবেটিকস রোগীদের নিয়মিত পেস্তা বাদাম খাওয়া উচিত। পেস্তা বাদাম শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণ করে। বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিসের ক্ষেত্রে পেস্তা বাদাম বেশি উপকারি।

দৃষ্টিশক্তি ভালো রাখে

দৃষ্টিশক্তি ভালো রাখতে পেস্তা বাদাম কার্যকরী ভূমিকা রাখে। পেস্তা বাদামে রয়েছে প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট পলিফেনাল ও টোকোফেরল যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।

হিমোগ্লোবিন বৃদ্ধি করে

রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে তারা নিয়ম করে পেস্তা বাদাম খাবেন। পেস্তা বাদাম রক্তে হিমোগ্লোবিনের পরিমাণকে বাড়াতে সাহায্য করে।

ক্যান্সার প্রতিরোধ করে

পেস্তা বাদাম নামক ভয়ানক রোগ প্রতিরোধে কার্যকরী। নিয়মিত পেস্তা বাদাম খেলে ক্যান্সার প্রতিরোধ করে দেহকে  সুস্থ রাখে।

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে

পেস্তা বাদাম সুস্বাস্থ্যের জন্য যেমন কারি তেমনি যাদের ত্বকের রয়েছে তাদের জন্য এটি উপকারী। ত্বকের আদ্রতা বজায় রাখতে এবং ত্বককে উজ্জ্বল করতে একমুঠো পেস্তাবাদাম নিয়মিত খেতে পারেন।

পেস্তা বাদাম খাওয়ার নিয়ম

পেস্তা বাদাম উপকারিতা সম্পর্কে জানার পাশাপাশি সকলের জানা উচিত পেস্তা বাদাম কোন নিয়মে খেতে হবে। পেস্তা বাদাম খাওয়ার সঠিক নিয়ম জানা না থাকলে এর সঠিক পুষ্টি উপাদান পাওয়া যাবে না। তাই পেস্তা বাদামের পুরোপুরি পুষ্টিগুণ পেতে হলে অবশ্যই কিভাবে খাবেন সেটি জেনে রাখুন।

*সারারাত ৬ থেকে সাতটি পানিতে ভিজিয়ে রাখুন। সকালে সেই ভেজানো পেস্তা বাদাম খেলে তার শরীরের জন্য খুবই উপকার।

*পানিতে ভিজিয়ে রাখা পেস্তা বাদাম সকালে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

*সকালে খালি পেটে পেস্তা বাদাম খেলে এর গুনাগুন বেশি পাওয়া যায় এবং তা শরীরের কাজ করে।

*কাঁচা চিবিয়ে পেস্তা বাদাম খেলে উপকারিতা বেশি।

*ক্ষীর পায়েস কিংবা মিষ্টি কোন ডেজার্ট জাতীয় খাবারের সাথে  পেস্তা খাবেন।

*পেস্তা বাদাম গুড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।

*প্রক্রিয়াজাত করার কিংবা লবণ দিয়ে ভাজা পেস্তা বাদাম খাওয়া থেকে বিরত থাকবেন কেননা এটি শরীরের জন্য উপকারী না।

*সকালে খালি পেটে ভেজানো  পেস্তা বাদামে এর  যথাযথ উপকারিতা পাওয়া যায়।

পেস্তা বাদামের দাম

সুস্বাদু পেস্তা বাদামে পুষ্টিগুণের বিকল্প নেই বললেই চলে। পেস্তা বাদাম অনেকের স্নাক্স হিসেবে খেয়ে থাকেন, আবার অনেকেই মিষ্টি খাবারে ব্যবহার করে খান,কেউবা পেস্তা বাদাম গুড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খান। তবে একথা মানতে হবে পেস্তা বাদাম ব্যয়বহুল হওয়ায় সবাই এটি খেতে পারে না। পেস্তা বাদামের  উপকারিতা সম্পর্কে  জানা সত্ত্বেও কারো কারো পক্ষে  এটি কিনে খাওয়া সম্ভব হয় না। চলুন দেখি নিই পেস্তা বাদামের বর্তমান বাজার দাম কত :

👉১০০ গ্রাম পেস্তা বাদামের দাম ১৭০-২০০ টাকা ছিল যা বর্তমানে হয়েছে ২৭০-২৮০ টাকা।

👉এক কেজি পেস্তা বাদামের দাম ১৪০০- ১৬০০ টাকা ছিল যা বর্তমানে ১৭০০-২০০০ টাকা পর্যন্ত।

বাংলাদেশের পেস্তা বাদামের চাহিদা বেশি থাকলেও পেস্তা বাদামের উৎপাদন কম। যার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয় পেস্তাবাদাম। পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে যারা জানেন তাদের কাছে পেস্তাবাদামির চাহিদা অনেক। পেস্তা বাদামের চাহিদা বাড়ার কারণে এর দাম বেড়েছে।

পেস্তা বাদাম খাওয়ার অপকারিতা

পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আপনারা ইতোমধ্যেই জানতে পারলেন। পেস্তা বাদামের রয়েছে যথেষ্ট উপকারী গুণ এ বিষয়ে কোনো মতভেদ নেই। কিন্তু এর উপকারিতা অনেক বেশি হলেও এর সামান্য কিছু অপকারিতাও রয়েছে। সকলের সতর্কতা পেস্তা বাদামের তার সম্পর্কেও আপনাদেরকে জানাবো। চলুন দেখে নেই পেস্তা বাদামের অপকারিতা গুলো কি কি :

👉পেস্তা বাদামে এলার্জি সমস্যা বাড়তে পারে যদি আপনার আগে থেকেই এলার্জি থাকে। তাই যাদের অ্যালার্জি রয়েছে তারা পেস্তা বাদাম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন।

👉পেস্তা বাদাম খাওয়ার পরিমাণ অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে।ধরুন আপনি প্রতিদিন একমুঠো করে তা বাদাম খান তবে তা আপনার শরীরের জন্য মোটেও ভালো হবে না।প্রতিদিন যদি ৬-৭টির বেশি পেস্তাবাদাম খাওয়া হয় তাহলে রক্তচাপ বাড়তে পারে।

👉অতিরিক্ত পরিমাণে পেস্তা বাদাম খেলে নিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়তে পারে। আপনি যদি কিডনির সমস্যায় ভুগে থাকেন তাহলে পেস্তা বাদাম খাওয়া থেকে বিরত থাকবেন।

গর্ভাবস্থায় পেস্তা বাদাম খাওয়ার উপকারিতা

গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োজন হয় বিভিন্ন পুষ্টি উপাদানের। আর এই পুষ্টি উপাদানের একটি বড় উৎস পাওয়া যায় বাদাম থেকে।পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আমরা জেনেছি।  পেস্তা বাদামে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রোটিন, ফাইবার, ফলে,ট ম্যাগনেসিয়াম এবং আয়রনের অনেক বড় অংশ। স্বাভাবিকভাবেই একটি অনাগত শিশুর মায়ের পেটে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান পেস্তা বাদামে পাওয়া যায়। বিশেষ করে প্রথম তিন মাস পেস্তা বাদাম একজন গর্ভবতী মায়ের জন্য খুবই উপকারী। পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে গর্ভবতী মায়েদের যে বিষয়গুলো জানা উচিত চলুন তা দেখে নেই-

👉গর্ভাবস্থায় অনেকের শরীর ফুলে যায়। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে শরীরে  ফোলা ও ফাঁপা ভাব সংক্রান্ত দুটি ত্রুটি বেশিরভাগ দেখা দেয়। পেস্তা বাদাম শরীরে পুরুলিয়ার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পেস্তা বাদামে রয়েছে পটাশিয়াম নামক পুষ্টি উপাদান এই ফোলা ও ফাঁপা ভাব দূর করতে কার্যকরী।

👉শিশু জন্মগত ত্রুটি রক্ষার্থে পেস্তা বাদাম একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে খুবই উপকারী। পেস্তা বাদামে রয়েছে ভিটামিন বি ১২ যা একটি অনাগত শিশুর স্বাস্থ্য রক্ষার জন্য অধিক গুরুত্বপূর্ণ। কাজেই শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে পেস্তা বাদাম খাওয়া উচিত।

👉গর্ভকালীন সময়ে অনেক মায়েদেরই ডায়াবেটিস ঝুঁকি থাকে। গর্ভবতী মায়েদের ডায়াবেটিক্স তা অনাগত সন্তানের জন্য বেশি ঝুঁকিপূর্ণ হয়। ডায়াবেটিসের ঝুঁকি কমাতে গর্ভাবস্থায় পেস্তা বাদাম খেলে এতে থাকা ম্যাগনেসিয়াম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করবে এবং ডাইবেটিসের ঝুঁকি কমাবে।

👉গর্ভাবস্থায় স্বাস্থ্যকে ভালো রাখতে পেস্তা বাদাম কার্যকরী ভূমিকা রাখে। পেস্তা বাদামে রয়েছে কার্ডিওভাসকুলার,অ্যামিনো এসিড এল আরজিনিনি যা রক্তনালীকে সুস্থ রাখে এবং হৃদয়ের স্বাস্থ্য ভালো রাখে।

👉পেস্তা বাদামে রয়েছে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফোলেট যা গর্ভাবস্থায় একজন মায়ের জন্য খুবই উপকারী।

ওজন নিয়ন্ত্রণে রাখতে আপনার ডায়েটে পেস্তা বাদাম রাখতে পারেন এতে করে দ্রুত ওজন কমবে। পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে অনেকেরই ভ্রান্ত ধারণা রয়েছে যে পেস্তা বাদাম খেলে ওজন বেড়ে যায়। কেননা পেস্তা বাদাম কোলেস্টোলের মাত্রা কে নিয়ন্ত্রণ করার সাথে শরীরের ফ্যাটকে নিয়ন্ত্রণ করে শরীরের ওজন দ্রুত কমে।ওজন কমার পাশাপাশি পেস্তা বাদামের আরও বিভিন্ন ধরনের উপকারিতা সম্পর্কে উপরে পড়ে এসেছেন।

প্রশ্ন ও উত্তর

১০০ গ্রাম পেস্তা বাদামের দাম কত?

বর্তমানে বাংলাদেশে পেস্তা বাদামের চাহিদা অনেক বেশি।তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশের পেস্তা বাদামের উৎপাদন কম। কিছু জায়গায় উৎপাদন হলেও তা চাহিদার তুলনায় অনেক কম।১০০ গ্রাম পেস্তা বাদামের বর্তমান বাজার মূল্য ২৭০-২৮০ টাকা।যা পূর্বে ছিল ১৭০-২০০ টাকার মধ্যে।বর্তমানে পেস্তা বাদামের উপকারিতা সম্পর্কে জানার পর এর চাহিদা আরো বেশি বাড়ছে।

পেস্তা বাদাম কিভাবে খেতে হয়?

পেস্তা বাদামের উপকারিতা পেতে অবশ্যই সঠিক নিয়মে খেতে হবে। রাতে ৬-৭ টি পেস্তা বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে তা দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন।পেস্তা বাদাম গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। বিভিন্ন মিষ্টি খাবারে পেস্তা বাদাম ব্যবহার করে যেমন পায়েস, ক্ষীর, মালাই, সন্দেশ ইত্যাদি। তবে সবচেয়ে ভাল হয় যদি খোসা ছাড়িয়ে পেস্তা বাদাম কাঁচা খাওয়া যায় এতে উপকার বেশি। মনে রাখবেন প্রক্রিয়াজাত করা ভাজা লবণ মেশানো পেস্তা বাদাম শরীরের জন্য উপকারের চেয়ে বেশি ক্ষতি করবে।

১ কেজি পেস্তা বাদামের দাম কত?

এক কেজি পেস্তা বাদামের দাম ১৪০০- ১৬০০ টাকা ছিল যা বর্তমানে মানুষের খাবারের চাহিদার সাথে তাল মিলিয়ে ১৭০০-২০০০ টাকা হয়েছে ।

সকালে খালি পেটে পেস্তা বাদাম খাওয়ার উপকারিতা কি?

সকালে খালি পেটে পেস্তা বাদাম খাওয়ার উপকারিতা বেশি। সারারাত ৬-৭টি পেস্তা বাদাম পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে শরীরে হজম শক্তি বৃদ্ধি পায় এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দ্রুত কাজ করে।

শেষ কথা –

আজকের আর্টিকেল জুড়ে আমরা আলোচনা করলাম পেস্তা বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত। আজকের আর্টিকেলের মাধ্যমে পেস্তা বাদাম খাওয়ার উপকারিতা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি এতে করে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন। যদি এই বিষয়ে কারো কোন জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

Leave a Comment