দেশ ট্রাভেলস পরিবহনের অনলাইন টিকিট করার নিয়ম-সময়সূচি-টিকিট মূল্য

3.7/5 - (4 votes)

দেশ ট্রাভেলস পরিবহনের  অনলাইন টিকিট করার নিয়মদেশ ট্রাভেলস পরিবহন একটি এসি ও  নন এসি সার্ভিস বাংলাদেশের মানুষের কাছে সুপরিচিত একটি নাম।দেশ ট্রাভেলস পরিবহন যাত্রা শুরু করে ১৮ নভেম্বর ২০১২ সালে। সর্বপ্রথম এই পরিবহন বাস এবং এয়ারকন্ডিশন বাস নিয়ে ঢাকার রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলাশল শুরু করে। এটি মোট ৩২টি এসি এবং নন এসি হুন্ডাই বাস রয়েছে মোট ৪৩ টি।

আর আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে নিয়ে এসেছি দেশ ট্রাভেলস কাউন্টার  নাম্বার বিভিন্ন রুটেট টিকিট মূল্য সহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা সম্পর্কে।

আরও জানতে পারবেন দেশ ট্রাভেলস  পরিবহনের অনলাইন টিকিট করার নিয়ম,  দেশ ট্রাভেলস  পরিবহনের সময়সূচি, দেশ ট্রাভেলস  পরিবহনের রুট সমূহ, দেশ ট্রাভেলস  পরিবহনের গুনগত মানসহ সকল বিস্তারিত তথ্য।

দেশ ট্রাভেলস পরিবহন

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একটি জনপ্রিয় পরিবহন   দেশ ট্রাভেলস পরিবহন।  আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বাংলাদেশের অন্যতম বিলাসবহুল বাস দেশ ট্রাভেলস পরিবহন  নিয়ে। দেশ ট্রাভেলস বাসটি তাদের প্রধান রুট ঢাকা থেকে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ। এ বাসে একঝাক নতুন এসি  নন এসি বাসের সমগ্র রয়েছে।

এই বিলাসবহুল বাস গুলো দিয়ে ঢাকা থেকে সরাসরি বিভিন্ন রুটে তাদের বাস সেবা দিয়ে থাকে। তাদের বহরে অত্যাধুনিক বিলাসবহুল হন্ডাই কোম্পানির ইউনিভার্সেল এসি বাস গুলো সংযুক্ত রয়েছে। এছাড়াও জাপানি আরেকটি Hino Ac, Non Ac কাজগুলো দিয়ে যাত্রীদের সর্বোচ্চ আরামদায়ক সার্ভিস দিয়ে থাকে।

এবার গুলো এত আধুনিক যে যাত্রীরা সড়ক পথে অনেক নিরাপদ ভাবে যাত্রা করতে কোন সমস্যা হয় না। এই বাসগুলোতে উন্নত প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে দুর্ঘটনা খুব কম হয়ে থাকে। বাস গুলোর ড্রাইভার থেকে প্রত্যেকটি স্টাফ অনেক দক্ষ এবং অভিজ্ঞ। শুধু তাই নয় যাত্রীরা সিটে বসে যেন আরামদায়ক অনুভূতি পায় সেজন্য বাসের লেগে স্পেস বাড়ানো হয়েছে। এসি বাসগুলোতে পানির সুবিধা রয়েছে।

তাছাড়া আপনি চাইলে এলইডি টিভি দেখতে পারেন। এসি বাস গুলোতেই এয়ার সাসপেনশন ব্যবহার করার ফলে খারাপ রাস্তায় কিছু মনে হয় না।

দেশ ট্রাভেলস পরিবহনের সময়সূচি

১।নন এসি বাসের সময়সূচি

-সকালে রাজশাহী থেকে ঢাকা যেতে চান তাহলে দেশ ট্রাভেলস এর এই বাসটি সিলেক্ট করতে পারেন। আপনি সকাল 4.45 থেকে আপনার যাত্রা শুরু করতে পারেন।  রাজশাহী হেড কাউন্টার থেকে আপনার যাত্রা শুরু করলে ঢাকা কাউন্টারে আপনার যাত্রা শেষ হবে। এটি একটি নন এসি বাস এবং এর কোড নাম্বার 001 রাজশাহী-ঢাকা।

-দেশ ট্রাভেলস এর আরেকটি বাস রয়েছে যার কোচ নাম্বার 002 রাজ-ঢাকা। এই বাসটি যাত্রা শুরুর সময় ভোর 6:15 মিনিট এবং এটির যাত্রার শেষ সময় সকাল 12:15 মিনিট।

-আপনি চাইলে দেশ ট্রাভেলস এর কোচ নম্বর 3 রাজ-ঢাকা এই বাসটিতে যাত্রা করতে পারেন। যাত্রা শুরুর সময় সকাল 8 টা 45 মিনিট এবং যাত্রা শেষের সময় দুপুর 2 টা 15 মিনিট। এই বাসটিতে আপনি রাজশাহী হেট কাউন্টার থেকে যাত্রা শুরু করতে পারেন এবং ঢাকা কল্যাণপুর কাউন্টার পর্যন্ত শেষ করতে পারবেন। এটি একটি নন এসি বাস।

-দেশ ট্রাভেলস এর দুপুর 1:45 মিনিটে একটি বাস রয়েছে। এই বাসটি রাজশাহী হেড কাউন্টার থেকে যাত্রা শুরু করবে এবং ঢাকাতে পৌঁছাবে সন্ধ্যা 7 টা 45 মিনিটে। এটি একটি নন এসি বাস।

-আপনি চাইলে দেশ ট্রাভেলস এর বাস রুতে রাজশাহী থেকে ঢাকা কল্যাণপুর যেতে পারেন। এই বাসটি তার যাত্রা শুরু করবে রাত 10:00টা এবং যাত্রা শেষ করবে সকাল 6:00 টা। অনেকেই রাতে আরামপ্রিয় যাত্রার জন্য এই বাসটি সিলেক্ট করতে পারেন।

২। এসি বাসের সময়সূচি

-আপনারা যারা এসি বাসে যাত্রা করতে চান তাদের জন্য রয়েছে দেশ ট্রাভেলস পরিবহন রাজ-ঢাকা এই কোচ টি। এই কোচ টি যাত্রা শুরু করবে সকাল 8.00টা রাজশাহী কাউন্টার থেকে এবং যাত্রা শেষ করবে ঢাকা কল্যাণপুর কাউন্টারে দুপুর 1:30 মিনিটে। এটি একটি এসি বাস।

-দেশ ট্রাভেলস তার সেবায় নিয়ে এসেছে আরও একটি এসি বাস। এই বাসটির কোড নম্বর হচ্ছে 31 রাজ-ঢাকা। এই বাসটি বিকেল 3:30 মিনিটে যাত্রা শুরু করবে রাজশাহী হেড কাউন্টার থেকে এবং যাত্রা শেষ করবে ঢাকা কল্যাণপুর কাউন্টার রাত 8 টা 45 মিনিটে।

-দেশ ট্রাভেলস তাদের সেবায় রাত্রিকালীন এসি সার্ভিস যোগ করেছে। যারা রাতে আরামদায়ক যাত্রা আরো আরামদায়ক করতে চান তারা এসি সার্ভিস এই বাসে যেতে পারেন। যাত্রা শুরুর সময় রাত 11 টা 15 মিনিট এবং যাত্রা শেষের সময় ভোর 5:30।

দেশ ট্রাভেলস পরিবহনের টিকিট মূল্য

আপনারা অনেকেই বিভিন্ন ভ্রমণে পরিবার নিয়ে বের হয়ে থাকেন। কিংবা নিজস্ব কোন কাজের কখনো বা অফিসিয়াল কাজে বাহিরে যেতে হয়। যেহেতু আমাদের খুব দ্রুত আমাদের গন্তব্য পৌঁছে দিতে হয় তাই আমাদের টিকিট সংগ্রহ করার সময় হয় না।তবু কিন্তু আমাদের টিকেট সংগ্রহ করতে হবে টিকেট সংগ্রহ করার জন্য আমাদের কাছে টিকিটের মূল্য বেশি নিতেছে কিনা কমতেছে সেটি যাচাই করা আমাদের কর্তব্য। তাই আমাদের টিকিট মূল্য জানা খুবই দরকার। এজন্য আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে দেশ ট্রাভেলস পরিবহনের টিকিট মূল্য নিচে  দিলাম

দেশ ট্রাভেলস পরিবহনের অনলাইন টিকিট করার নিয়ম

দেশ ট্রাভেলস পরিবহন সুবিধা সমূহ

১।নিজস্ব বাস টার্মিনাল দ্বারা পরিচালিত দেশ ট্রাভেলস।

২।উন্নত মানের যাত্রী সেরা দিয়ে থাকে এই পরিবহন।

৩।প্রশিক্ষন প্রাপ্ত ড্রাইভার দ্বারা পরিচালিত এই পরিবহন।

৪।সকল ট্রাফিক আইন কানুন মেনে চলাচল করে।

৫।নিরাপদ ও আরাম দায়ক ভ্রমনে দেশ ট্রাভেলস নাম করে আসছে বাংলাদেশে।

৬।৪১০ অস ক্ষমতার ইঞ্জিন সর্বচ্চো টর ১৭৩ কিলোমিটার। যাত্রীদের নিরাপত্তার জন্য রয়েছে এবিএস কানেক্টর।

৭।দেশ ট্রাভেলসের হুন্ডাই বাস গুলোর ২৮ আসনের হয়ে থাকে।

৮।একদিকে ২ সিট এবং অন্য দিকে ১ টি করে সীট রয়েছে।

৯।প্রতিটি হুন্ডাই বাসে একটি করে ফ্রিজ রয়েছে। যাতে সকল যাত্রী ফ্রিজের মালামাল নিতে পারে।

১০।সাথে থাকছে যাত্রীদের ওয়াইফাই সুবিধা এবং মোবাইল চার্জ সুবিধা।

১১।৫০০ এমএল পানির ব্যবস্থা সকল যাত্রীদের জন্য।

দেশ ট্রাভেলস পরিবহনের রুটসমূহ

দেশ ট্রাভেলস বাসগুলো যে সকল রুটে চলাচল করছে বেশ কিছু অঞ্চলে চলাচল করে থাকে। নিচে সকল জায়গায় পরিবহনে পরিচিত তারপরেও আমরা দেশ ট্রাভেলস পরিবহনে সকল রূটগুলো তুলে ধরলাম।

১। ঢাকা-চট্রগ্রাম।

২।বান্দরবন-ককবাজার।

৩।ঢাকা- নাটোর – রাজশাহী – চাপাইনবয়াবগঞ্জ – ঢাকা।

৪।বেনাপোল-পেট্রোপোল, যশোর ও কোলকাতা।

এই সব রুটে প্রতিনিয়ত চলাচল করছে।

দেশ ট্রাভেলস অনলাইন টিকিট করার নিয়ম

বর্তমানে আধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা এখন বাস-লঞ্চ কিংবা ট্রেনের টিকিট ঘরে বসেই অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারি। সেক্ষেত্রে আপনি চাইলে shohoz.com অ্যাপটি প্লে স্টোর থেকে ইন্সটল করে খুব সহজেই এখান থেকে দেশ ট্রাভেলস টিকিট অনলাইন বুকিং করতে পারেন।

নিচে  ধাপে ধাপে  অনলাইন টিকিট করার প্রকিয়া দেখানো  হল-

১।প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে সহজ Shohoz লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে সহজের মোবাইল অ্যাপস টি চলে আসবে।

২।মোবাইল অ্যাপস টি আপনার ফোনে ইন্সটল করুন। ইন্সটল করা হয়ে গেলে প্রথমে আপনার সামনে এই অ্যাপসের ল্যাঙ্গুয়েজ ( ভাষা)  বলে একটা অপশন আসবে,সেখান থেকে আপনি বাংলা চাইলে বাংলা এবং ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করে দিয়ে অ্যাপসটির হোম পেজে প্রবেশ করুন।

৩।একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে নিচের দিকে দেখতে পাবেন “চলুন শুরু করি“ এই অপশনটির উপরে ক্লিক করুন।

৪।এরপরে আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে বলা হবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বার যাতে একটিভ থাকে। মোবাইল নাম্বার দিন।

৫।মোবাইল নাম্বারটি প্রদান করা হয়ে গেলে, নিচের দিকে “পরবর্তী” বলে একটি অপশন রয়েছে,সেখানে চাপ দিন ।

৬।এরপরে আপনার সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে, যেখানে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বলে অপশন আসবে ,সেখানে আপনার নাম কি লিখে পরবর্তী অপশনটিতে ক্লিক করুন।

৭।এখন আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি আপনি ওটিপি কোড এর ঘরে বসে পরবর্তী বলে অপশন এর উপরে ক্লিক করুন।

৮।তাহলে আপনার একাউন্ট তৈরি হবে। এবং আপনে অ্যাপসের হোমপেজে ফিরে যাবেন।

৯।অ্যাপসের হোমপেজের মাঝখানে দেখতে পাবেন “বাস টিকেট“ লেখা নামে একটি অপশন রয়েছে, তার উপরে চাপ দিন।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

১০।এরপরে আপনার সামনে বাস টিকেট করার জন্য যে ফর্ম সেই ফরমটি চলে আসবে, সেখান থেকে আপনি আপনার এড্রেস, নাম দিয়ে, Search Bus অপশানে ক্লিক করুন।

১১।এরপর আপনার সামনে পুরো বাসের সিট প্যানটি চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের বাসএবং সিট সিলেক্ট করে কন্টিনুয়ে অপশনে চাপ দিলেই, আপনার টিকেট কাটা সম্পন্ন হয়ে যাবে এবং টিকেট কমপ্লিট হয়ে গেলে, আপনি সেখানে পেমেন্ট অপশন দেখতে পাবেন।

১২।সেখান থেকে চাইলে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারি তে পেমেন্ট করতে পারবেন।

১৩।এর পরে আপনি আপনার টিকিট প্রিন্ট আউট করে নিবেন অথবা আপনার মোবাইল ফোন একটি স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার কাউন্টারে পৌঁছে গেলে সেই সময়ে আপনার টিকেট দেখে তারা আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিবেন।

দেশ ট্রাভেলস কাউন্টার নাম্বার

যেহেতু দেশ পরিবহনটি যাত্রীদের এত সুবিধা দিয়ে ভ্রমণের আনন্দ দেয় তাই সকলে এই পরিবহনের সম্পর্কে জানতে চাই এবং এর কাউন্টার নাম্বার জানার জন্য অনলাইনে অনুসন্ধান করতে থাকে। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে দেশ ট্রাভেলস কাউন্টার নাম্বার তুলে ধরেছি আপনারা আমাদের এই আর্টিকেলটি থেকে দেশ ট্রাভেলস কাউন্টার নাম্বার গুলো তুলে নিতে পারবেন।

দেশ ট্রাভেলস ঢাকা জেলার কাউন্টার নাম্বার

যেসকল যাত্রী বৃন্দ ঢাকার ভেতরে রয়েছে ।ঢাকা থেকে দেশ ট্রাভেলস ফোন করতে চান ।তাদের জন্য আজকে আমরা ঢাকা জেলা ঢাকা বিভাগের দেশ ট্রাভেলস কাউন্টার নাম্বার আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে যে সকল যাত্রী দেশ ট্রাভেলস এর ভ্রমণ করতে ইচ্ছুক তারা এখান থেকে ঢাকা জেলার দেশ ট্রাভেলস এর কাউন্টার নাম্বার সংগ্রহ করতে পারবেন। নাম্বারগুলো শেয়ার করা যাক।

১।কল্যাণপুর কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 02-8091613, 01762-684440.

২।সোহরাব পাম্প, ঢাকা জেলা, ফোনঃ 02-8091612, 01762-684403.

৩।মহাখালী কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01705- 430566.

৪।উত্তরা আজমপুর কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01762-685091.

৫।উত্তরা বি এম এস কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01762-684438.

৬।আরামবাগ কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 02-7192345, 01762-684430, 01709-989436.

৭।ফকিরাপুল কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01762-620932

৮।আবদুল্লাহপুর কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01762-684432.

৯।কলাবাগান কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 02-9124544.01762-684431, 01709-989435.

১০।সাভার কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01762-684434.

১১।টেকনিক্যাল কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01762-684404.

১২।গাবতলি কাউন্টার, ঢাকা জেলা, ফোনঃ 01762-684433.

চট্টগ্রাম জেলার কাউন্টার নাম্বার সমূহ

যদি আপনারা চট্টগ্রাম ভেতরে চান কিংবা চট্টগ্রাম থেকে অন্য জেলায় যেতে চান তার জন্য দেশের সকল নাম্বার এবং কাউন্টার  লোকেশন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি।

১।বারইয়ার হাট কাউন্টার, চট্টগ্রাম, ফোনঃ 01705-416967

২।ভাটিয়ারী কাউন্টার, চট্টগ্রাম জেলা, ফোনঃ 01705-416964.

৩।মিরশরায় কাউন্টার, চট্টগ্রাম জেলা, ফোনঃ 01705-416966.

৪।একে খান মোড় কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর, ফোনঃ 01762-620934.

৫।দামপারা কাউন্টার, চট্টগ্রাম জেলা শহর, ফোনঃ 031-2857780, 01762-620935, 01709-989437.

৬।সীতাকুণ্ড কাউন্টার, চট্টগ্রাম জেলা, ফোনঃ 01705-416965.

রাজশাহী জেলার কাউন্টার নাম্বার সমূহ

রাজশাহী জেলার ভ্রমণ পিপাসুদের জন্য আজকে আমরা রাজশাহী জেলার দেশ ট্রাভেলস এর নাম্বার এবং লোকেশন শেয়ার করে দিচ্ছি। যদি আপনি রাজশাহীতে বসবাস করে থাকেন সেইসাথে দেশ ট্রাভেলস এর ভ্রমণ  করতে চান তাহলে আমাদের এখান থেকে আপনি রাজশাহী জেলার দেশ ট্রাভেলস এর কাউন্টার নাম্বার সমূহ এবং কাউন্টারের লোকেশন সমূহ জানতে পারবেন।

১।কাজলা কাউন্টার, রাজশাহী জেলা, ফোনঃ 01762-684422.

২।রাজশাহী কাউন্টার, রাজশাহী জেলা শহর, ফোনঃ 01762-684415.

৩।লক্ষীপুর কাউন্টার, রাজশাহী জেলা, ফোনঃ 01762-684420.

৪।হড়গ্রাম কাউন্টার, রাজশাহী জেলা, ফোনঃ 01762-684419.

৫।রাজা বাড়ী কাউন্টার, রাজশাহী জেলা, ফোনঃ 01762-684416.

৬।সিটি বাইপাস কাউন্টার, রাজশাহী জেলা, ফোনঃ 01762-684421.

৭।গোদাগাড়ী কাউন্টার, রাজশাহী জেলা, ফোনঃ 01762-684415.

খুলনা জেলার কাউন্টার নাম্বার সমূহ

খুলনা জেলার দেশ ট্রাভেলস এর কাউন্টার নাম্বার এবং লোকেশন শেয়ার করা হচ্ছে। যদি আপনি  খুলনা জেলায় বসবাস করে থাকেন  সহজে আমাদের ওয়েবসাইট থেকে সেখানকার দেশ ট্রাভেলস এর নাম্বার এবং লোকেশন সংগ্রহ করে আপনি টিকেট সংগ্রহ করতে পারবেন।

১।নোয়াপারা কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ 01318-333984.

২।ফুলবাড়ি গেইট কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ 01318-333987.

৩।সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ 01318-333993.

৪।দৌলতপুর বাস কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ : 01318-333988.

৫।নতুন রাস্তা কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ 01318-333989.

৬।শিববাড়ী মোড় বাস কাউন্টার, খুলনা জেলা, 01318-333990.

৭।শিরমনি কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ 01318-333986.

৮।ফুলতলা কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ 01318-333985.

৯।রয়্যাল মোড় কাউন্টার, খুলনা জেলা, ফোনঃ 01318-333992.

যশোর জেলার কাউন্টার নাম্বার সমূহ

যশোর বাসীদের জন্য আজকে আমরা যশোর জেলার দেশ ট্রাভেলস এর কাউন্টার নাম্বার শেয়ার করে দিচ্ছি। আপনি যশোরে বসবাস করে থাকেন । সেইসাথে দেশ ট্রাভেলস এর ভ্রমণ করতে চান তাহলে আপনি সবথেকে বেস্ট দেশ ট্রাভেলস কাউন্টার নাম্বার এবং তার লোকেশন দেখতে পারেন।

১।বেনাপোল বর্ডার কাউন্টার, যশোর জেলা, ফোনঃ 01733-351940.

২।গাড়িখানা কাউন্টার, যশোর জেলা শহর, ফোনঃ 01733-351942.

৩।নিউমার্কেট বাস কাউন্টার, যশোর জেলা শহর, ফোনঃ 01733-351943.

৪।বেনাপোল বাজার কাউন্টার, যশোর জেলা, ফোনঃ 01733-351941.

কক্সবাজার জেলার কাউন্টার সমূহ

কক্সবাজার থেকে যারা দেশ ট্রাভেলস পরিবহনে  আপনাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে চান তার জন্য আমরা কক্সবাজার জেলার  কাউন্টার নাম্বার এবং লোকেশন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কক্সবাজার জেলার সকল লোকেশন নাম্বার দেখতে পারেন।

১।কলাতলী কাউন্টার, কক্সবাজার জেলা শহর, ফোনঃ 01768-620936.

২।ঝাউতলা কাউন্টার, কক্সবাজার জেলা শহর, ফোনঃ 0341-63233, 01762-620937.

চট্টগ্রাম পার্বত্য জেলার কাউন্টার নাম্বার সমূহ

১।বাস স্টেশন কাউন্টার, বান্দরবান জেলা শহর, ফোনঃ 0361-62093, 01704-539043, 01709-989438.

২।কলেজ রোড কাউন্টার, খাগড়াছড়ি জেলা শহর, ফোনঃ 01318-353972, 01906-659535, 01841-659535.

চাঁপাইনবাবগঞ্জ জেলার কাউন্টার সমূহ

১।মহারাজপুর কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ফোনঃ 01762-685059.

২।রানিহাট কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ফোনঃ 01762-684413.

৩।চাঁপাইনবাবগঞ্জ কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহর, ফোনঃ 01762-684401.

৪।সোত্ররাজপুর কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ফোনঃ 01762-685095.

৫।কাংশাট কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ফোনঃ 01762-684411.

৬।ঘোরাস্ট্যান্ড কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ফোনঃ 01762-684414.

৭।শিবগঞ্জ কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ফোনঃ 01762-684412.

৮।বিনুদপুর কাউন্টার, চাঁপাইনবাবগঞ্জ জেলা, ফোনঃ 01762-684423.

দেশ ট্রাভেলস পরিবহনের গুণগত মান ও বৈশিষ্ট্য

দেশ ট্রাভেলস পরিবহন এ উল্লেখিত হাইওয়েতে সার্ভিস দিয়ে যাচ্ছে এসি / নন – এসি, আরামদায়ক, নিরাপদ ও দ্রুততম সময়ে যাওয়ার অন্যতম চমৎকার ফিনিশিং পর্যাপ্ত লেস্পেস কম্পোর্টেবল সিট, লাক্সারিজ, হ্যুন্দাই এসি কোচ এবং একঝাক হিনো ১জে নন এসি কোচ। সবকিছুর সমন্বয়ে উল্লেখিত রুটের সেরা সার্ভিস প্রোভাইডারের খেতাব পেতে একদম প্রস্তুত এই বাসটি।

শেষকথা

আশা করি আমাদের উপরের আলোচনা থেকে আপনি দেশ ট্রাভেলস পরিবহন  সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে গেছেন।দেশ ট্রাভেলস পরিবহনের মাধ্যমে আপনে আরামদায়ক ভাবে  ভ্রমণ করতে পারবেন। আপনার ভ্রমণ সুন্দর ও নিরাপদ হোক।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম, আমি একজন অনলাইন কনটেন্ট রাইটার। আমার লেখাগুলো পড়ে বিন্দুমাত্র আপনার কোন উপকারে আসলে অবশ্যই পোস্টটিতে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ

Leave a Comment