তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণসহ শিখে নিন

5/5 - (4 votes)

তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণসহ-সিয়াম সাধনার মাস রমজান মাস। এই রমজান মাসে নিয়মিত একটি ইবাদত হলো তারাবির সালাত। সারাদিন রোজা রাখার পর এশার নামাজের পরে তারাবির সালাত করতে হয়।তাই প্রতিটি মুসলমানের উচিত তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণসহ শুদ্ধভাবে জেনে রাখা।  রমজান মাসে তারাবির নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত যা আল্লাহ তায়ালার অতি পছন্দ করেন। তারাবি একটি আরবি শব্দ। এর বাংলা আভিধানিক ও অর্থ হলো বিশ্রাম করা, আরাম,স্বাচ্ছন্দ্যবোধ করা ইত্যাদি। মূলত তারাবির নামাজ ২০ রাকাত মতান্তরে ৮ রাকাত সুন্নতে মুয়াক্কাদা। তারাবির চার রাকাত নামাজের অন্তর অন্তর মোনাজাত করতে হয় এবং এবং কিছুক্ষণ বিশ্রাম নেওয়া যায়।

রমজান মাস শুরু হওয়ার প্রথম দিন থেকেই তারাবি সালাত আদায় করা সুন্নত। অর্থাৎ রমজান মাসের চাঁদ দেখা গেলে সেদিন রাত থেকেই এশার নামাজের সাথে তারাবির সালাত আদায় করতে হয়। যেহেতু রমজান মাস আসতে আর মাত্র ৫-৬ মাসের মতো সময় বাকি তাই আগে থেকেই তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়ার জন্য তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ শিখে নেওয়া উচিত।

প্রিয় মুসলমান বন্ধুরা আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি সকলে ভালো আছেন। তারাবির নামাজ রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যা পালন করা প্রতিটি মুসলমানের কর্তব্য। আল্লাহ তায়ালা নামাজ আদায়কারীকে বিশেষভাবে পুরস্কৃত করবেন।

তাই নির্ভুলভাবে তারাবির নামাজ আদায় করার জন্য তারাবির নামাজের দোয়া সমূহ সকলের জানা উচিত। অনেকে আরবি উচ্চারণ না বোঝার কারণে তারাবির নামাজের দোয়া শিখতে কষ্ট হয়। তাই আজকের আর্টিকেলে তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ আপনাদের মাঝে তুলে ধরব। আজকের আর্টিকেল থেকে তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ শিখে নিতে শেষ পর্যন্ত আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে এসেছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন “যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানে আদায় করিবে তার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দেওয়া হবে।” (সহিহ আল-বোখারি, হাদিস : ১৯০১, সহিহ মুসলিম, হাদিস : ৭৫৯, সুনানে দারেমি : ১৮১৭, মুসনাদে আহমাদ : ৯৪৪৫, মুসনাদে হুমাইদি : ১০৩৭)

তারাবির নামাজ আদায় করার জন্য প্রথমেই তারাবির নামাজের নিয়ত করতে হবে। যদিও নিয়ত করা একান্তই মনের বিষয়। আপনি মনে মনে নিজের মতো করে তারাবির নামাজের নিয়ত করতে পারবেন। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী আরবীতে তারাবির নামাজের নিয়ত করা হয়।তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ শেখার আগে তারাবির নামাজের নিয়ত করা শিখে নিন।

التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

নাওয়াাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, রকাআতাই সালাতিত তারাবিহ, সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

তারাবির নামাজের আরবি নিয়ত এর বাংলা অনুবাদ হচ্ছে, আমি কেবলামুখি হয়ে দুই রাকাআত তারাবির সুন্নতে মুয়াাক্কাদাহ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। (জামাআত হলে যোগ করতে হবে এ ইমামের পেছনে পড়ছি)।

তারাবির ২০ রাকাত নামাজ মতান্তরে ৮ রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করার সময় দুই রাকাত করে মোট চার রাকাত নামাজ আদায় করার পর কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সময় আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য কিছু দোয়া পাঠ করতে হয়।এই তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ নিচে দেখে নিন ;

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ * سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুবহা-নাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহা-নাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূতি। সুবহা-নাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানা-মু ওয়ালা- ইয়ামুতু আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ।’

তারাবির নামাজের দোয়া মোনাজাত আরবীতে

তারাবির নামাজ ধীরস্থিরে আদায় করতে হয় এবং চার রাকাত নামাজের পর পর কিছুক্ষণ সময় দোয়ার জন্য বরাদ্দ করা হয়। এই চার রাকাত নামাজের পর দোয়া এবং মোনাজাত করতে হয়।রমজান মাসে আল্লাহ তায়ালার অধিক সন্তুষ্টি অর্জনের আশায় তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণ সহ শিখার সাথে সাথে তারাবির নামাজের মোনাজাত আরবি এবং বাংলায় উচ্চারণ সহ শিখতে হবে।

তবে একটি কথা মনে রাখবেন তারাবির নামাজের দোয়া এবং মোনাজাতের সাথে তারাবির নামাজ কবুল না হওয়ার কোন সম্পৃক্ততা নেই। তারাবি নামাজের দোয়া এবং মোনাজাত একান্তই ব্যক্তিগত এবাদত। এটি না করলে যে নামাজ হবে না এমন কোনো দলিল নেই। উপরে তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ দেওয়া আছে। এই পর্যায়ে তারাবির নামাজের মোনাজাত আরবিতে এবং বাংলায় উচ্চারণ সহ দেখে নিন ;

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না-নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খ-লিক্বল জান্নাতা ওয়ান্নার। বিরাহমাতিকা ইয়া-আজিজু ইয়া-গাফফারু, ইয়া-ক্বারিমু ইয়া-সাত্তারু, ইয়া-রাহিমু ইয়া-জাব্বারু, ইয়া-খলিকু ইয়া-বারর। আল্লাহুম্মা আজিরনা-মিনান্নার। ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু। বিরহমাতিকা ইয়া-আরহামার রাহিমিন।’

তারাবির নামাজের চার রাকাত পরপর দোয়া

রমজান মাসে এশার নামাজের পর অর্থাৎ এ ফরজ এবং দুই রাকাত সুন্নত আদায়ের পর এবং বেতর নামাজ পড়ার আগে তারাবির ২০ রাকাত মতান্তরে ৮ রাকাআত  সুন্নতে মুয়াক্কাদা আদায় করতে হয়। তারাবির নামাজ আদায় করার সময় প্রতি দুই রাকাত করে চার রাকাত নামাজের পর দোয়া এবং মোনাজাত করা হয়। তারাবির নামাজ দুই রাকাত করে নামাজ আদায়ের পর সালাম ফিরিয়ে এবং ইস্তেগফার পড়ে জিকির করলে আল্লাহতালা অতি খুশি হন।

আমাদের সঙ্গে গুগোল নিউজে যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য চার রাকাত তারাবির নামাজ পড়ার পর কোরআন হাদিস থেকে পাঁচ ওয়াক্ত নামাজে যে দোয়াগুলো পড়া হয় সেগুলো পাঠ করা যায়। তবে তারাবির নামাজ চার রাকাত আদায় করার পর আমাদের দেশে প্রচলিত একটি দোয়া পাঠ করা হয় এবং তারাবির নামাজের দোয়াটি বাংলায় উচ্চারণ সহ উপরে উল্লেখিত আছে।

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ * سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুবহা-নাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহা-নাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূতি। সুবহা-নাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানা-মু ওয়ালা- ইয়ামুতু আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ।’

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ

প্রতি চার রাকাত তারাবির নামাজ আদায় করার পর তারাবির নামাজের মোনাজাত করা হয়। যদিও এটি বাধ্যতামূলক নয়। তবুও নিজেদের গুনাহ মাফের আশায় রাকাত নামাজের পর মোনাজাত করা হয়ে থাকে। আপনারা ইতিমধ্যেই তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণ সহ বাংলায় উচ্চারণ সহ জানতে পেরেছেন। এই পর্যায়ে তারাবির নামাজের মোনাজাত বাংলায় উচ্চারণের পাশাপাশি তারাবির নামাজের মোনাজাতের বাংলা অর্থ জেনে নিন ;

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না-নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খ-লিক্বল জান্নাতা ওয়ান্নার। বিরাহমাতিকা ইয়া-আজিজু ইয়া-গাফফারু, ইয়া-ক্বারিমু ইয়া-সাত্তারু, ইয়া-রাহিমু ইয়া-জাব্বারু, ইয়া-খলিকু ইয়া-বারর। আল্লাহুম্মা আজিরনা-মিনান্নার। ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু। বিরহমাতিকা ইয়া-আরহামার রাহিমিন।’

বাংলা অর্থ:হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। হে জান্নাত ও জাহান্নামের স্রষ্টা, তোমার রহমতের মাধ্যমে। হে পরাক্রমশালী, হে ক্ষমাশীল, হে দানশীল, হে পর্দাশীল, হে দয়ালু, হে জবরদস্ত, হে স্রষ্টা, হে নেককার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা কর। হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে রক্ষাকারী। তোমার রহমতের মাধ্যমে, হে সর্বাপেক্ষা দয়ালু।

তারাবির নামাজের দোয়া সুবহানাযিল মুলকি

তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণ সহ আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি। তারাবির নামাজের বিশেষ দোয়াটি হলো সুবাহানাযিল মমুলকি।এই দোয়াটি তারাবির নামাজের প্রতি চার রাকাত পর পর পড়তে হয়। তবে এটি পড়া বাধ্যতামূলক নয় আমাদের বাংলাদেশের প্রচলিত কিছু হাদিসের ওপর ভিত্তি করে এই দোয়াটি তারাবির নামাজের নিয়মিত পাঠ করা হয়।

এই দোয়াটি পাঠ না করলে তারাবির নামাজ হবে না এমন কোন হাদিস এখনো পাওয়া যায়নি। বরং আল্লাহ তায়ালার অধিক সন্তুষ্টি অর্জনের আশায় এই বাড়তি ইবাদতগুলো করা হয়। তারাবির নামাজের এই বিশেষ দোয়াটি উপরে বাংলায় উচ্চারণসহ দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন।

তারাবির নামাজের নিয়ম

রমজানের এক মাস সিয়াম সাধনার মাস। এই এক মাসের প্রতিদিনের ইবাদত গুলোর মধ্য অন্যতম হলো তারাবির সালাত আদায় করা। এশার নামাজের ফরজ চার রাকাত এবং সুন্নত দুই রাকাত আদায়ের পর তারাবির নামাজ আদায় করে বেতের সালাত আদায় করতে হয়। তারাবির নামাজ ২০ রাকাত আদায় করতে হয় তবে অনেকেই আট রাকাত সুন্নতে মুয়াক্কাদা আদায় করেন।কিন্তু ২০ রাকাত তারাবির সালাত আদায় করা উত্তম। দুই রাকাত করে দশবার সালাম ফিরিয়ে এই ২০ রাকাত তারাবির সালাত আদায় করতে হয়।

প্রথমে তারাবির নামাজে দাঁড়ানোর সময় নিয়ত করতে হবে। আপনি চাইলে আরবীতে কিংবা বাংলায় মনে মনে নিয়ত করতে পারেন। আরবিতে তারাবির সালাতের নিয়ত হলো :

التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

নাওয়াাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, রকাআতাই সালাতিত তারাবিহ, সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

বাংলায় নিয়ত 👇

আমি কেবলামুখি হয়ে দুই রাকাআত তারাবির সুন্নতে মুয়াাক্কাদাহ নামাজের নিয়ত করছি। আল্লাহু আকবার। (জামাআত হলে যোগ করতে হবে এ ইমামের পেছনে পড়ছি)।

এরপর তারাবির দুই রাকাত নামাজ আদায় করার জন্য হাত বেঁধে নিতে হবে। তারাবির নামাজ আদায় করার জন্য সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে আপনি পাঠ করতে পারেন। এভাবে যথারীতি দুই রাকাত নামাজ শেষ করার পর সালাম ফিরিয়ে আরো দুই রাকাত নামাজের জন্য নিয়ত করতে হবে। চার রাকাত নামাজ আদায় করা শেষ হলে একটু সময় নিয়ে দোয়া দরুদ পাঠ করতে পারেন।

চার রাকাত নামাজ আদায় করার পর কি দোয়া-দর ুদ পড়া হয় আল্লাহ তায়ালার অধিক সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। এ সময় আমাদের দেশে আরো একটি প্রচলিত দোয়া পাঠ করা হয়। তারাবির নামাজের দোয়া টি বাংলায় উচ্চারণসহ দেখে নিন;

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ * سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ: ‘সুবহা-নাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহা-নাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূতি। সুবহা-নাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানা-মু ওয়ালা- ইয়ামুতু আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ।’

প্রতি চার রাকাত তারাবির নামাজ শেষ করার পর দোয়া দরুদ পাঠ করে মোনাজাত করে চার রাকাত নামাজ সম্পূর্ণ করতে পারেন।

এভাবে চার রাকাত করে মোট ২০ রাকাত নামাজ আদায় করতে হয়। তবে মনে রাখতে হবে রমজান মাসে তারাবির নামাজ আদায় করা অত্যন্ত সওয়াবের যা আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই সব সময় নিয়মিত রমজানের এক মাস তারাবির সালাত আদায় করার চেষ্টা করতে হবে। তবে যদি কোন কারণবশত আপনি তারাবির সালাত আদায় করতে না পারেন তাহলে রোজা হবে না এমন ধারণাও ভুল। তারাবির সালাত আদায় না করার সাথে রোজা না হওয়ার কোন সম্পর্ক নেই।

তারাবির নামাজের দোয়া মোনাজাত বাংলায়

তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ এবং মোনাজাত বাংলায় উচ্চারণ সহ আপনারা ওপরে দেখতে পেয়েছেন। এই পর্যায়ে তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ এবং বাংলা অর্থসহ মোনাজাত দেখে নিন;

তারাবির নামাজের দোয়া বাংলা অর্থসহ-

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ * سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ: ‘সুবহা-নাজিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহা-নাজিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া-য়ি ওয়াল জাবারূতি। সুবহা-নাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানা-মু ওয়ালা- ইয়ামুতু আবাদান আবাদা; সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা-ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়াররূহ।’

বাংলা অর্থ:আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য ও মহত্ত্বের মালিক। তিনি পবিত্রময় সম্মান মহত্ত্ব ও প্রতিপত্তিশালী সত্তা। ক্ষমতাবান, গৌরবময় ও প্রতাপশালী তিনি পবিত্রময় ও রাজাধিরাজ যিনি চিরঞ্জীব, কখনো ঘুমায় না এবং চির মৃত্যুহীন সত্তা। তিনি পবিত্রময় ও বরকতময় আমাদের প্রতিপালক, ফেরেশতাকুল এবং জিবরাইলের আ. প্রতিপালক।

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না-নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খ-লিক্বল জান্নাতা ওয়ান্নার। বিরাহমাতিকা ইয়া-আজিজু ইয়া-গাফফারু, ইয়া-ক্বারিমু ইয়া-সাত্তারু, ইয়া-রাহিমু ইয়া-জাব্বারু, ইয়া-খলিকু ইয়া-বারর। আল্লাহুম্মা আজিরনা-মিনান্নার। ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু, ইয়া-মুজিরু। বিরহমাতিকা ইয়া-আরহামার রাহিমিন।’

বাংলা অর্থ :হে আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আশ্রয় চাই। হে জান্নাত ও জাহান্নামের স্রষ্টা, তোমার রহমতের মাধ্যমে। হে পরাক্রমশালী, হে ক্ষমাশীল, হে দানশীল, হে পর্দাশীল, হে দয়ালু, হে জবরদস্ত, হে স্রষ্টা, হে নেককার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা কর। হে রক্ষাকারী, হে রক্ষাকারী, হে রক্ষাকারী। তোমার রহমতের মাধ্যমে, হে সর্বাপেক্ষা দয়ালু।

শেষ কথা –

বন্ধুরা আজকের আর্টিকেলে তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণসহ আলোচনা করা হলো। অনেক মুসলিম ভাই-বোনেরাই জানতেন না তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণ সহ । তাই আপনাদের অনুরোধের ভিত্তিতে আমাদের আজকের আর্টিকেলে তারাবির নামাজের দোয়া বাংলায় উচ্চারণ সহ আলোচনা করা হলো।আপনাদের নিজেদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামতের ভিত্তিতে নতুন আর্টিকেল নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জেনে নিন

মহিলাদের নামাজ পড়ার নিয়ম সমূহ  সম্পর্কে জেনে নিন

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Assalamu Alaikum wa Rahmatullah. I am Md. Sanaul Bari a blogger and YouTube and Facebook content creator by profession.

Leave a Comment