টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস-টুঙ্গিপাড়া এক্সপ্রেস ঢাকার একটি এক্সক্লুসিভ বাস সার্ভিস।টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস সার্ভিস ঢাকা শহরের সকল রুটে আন্তজেলা বাস হিসেবে চলাচল করে এতে এসইও নন এসি দুই ধরনের সেবা থাকে।
আজকের এই কনটেন্টিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর বাস সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা ভ্রমণ পিয়াসু তাদের জন্য আজকে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বিস্তারিত তথ্যগুলো অনেক বেশি উপকারে আসবে।অনেকেই দূরের যাত্রা একটি ভালবাস সার্ভিসের আশা করেন।
কিন্তু অনেক জায়গায় সার্চ করে যথাযথ তথ্যের অভাবে বাস সার্ভিস গুলো সম্পর্কে জানতে পারেন না। তাদের জন্য আজকে আমি টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস সার্ভিস সম্পর্কে এই কনটেন্টটি লিখেছি। আশা করছি শেষ পর্যন্ত পড়বেন এবং সাথে থাকবেন।
টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস সার্ভিস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এলাকায় অর্থাৎ টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামে একটি বাস রয়েছে।টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস টি ১৯৮৯ সাল থেকে এটি মানুষকে সার্ভিস দিয়ে আসছে। এটি বাংলাদেশের সায়দাবাদ এবং গুলিস্তান বাস স্ট্যান্ড হতে গোপালগঞ্জ নড়াইল পিরোজপুর যশোর ইত্যাদি স্থানে চলে যায়। টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর এসি এবং নন-এসি দুই ধরনের বাস সার্ভিস বাংলাদেশের রয়েছে।তাই মানুষদের কোন ধরনের সমস্যা সম্মুখীন হতে হয় না বাসটির সার্ভিস অনেক ভালো এবং অল্প খরচে বাসটিতে ভ্রমণ করতে পারেন।
টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাসের অনলাইন টিকিট কাটার নিয়ম
টুঙ্গিপাড়া এক্সপ্রেস এখন শুধু Shohoz থেকেই অনলাইন টিকিট কাটার সুযোগ দিচ্ছে।কোম্পানির চায় আরো সহজে কল সেন্টারে কল দিয়ে বুকিং দেয়ার জন্য কিন্তু অনেকেই কল দিয়ে কথা বলতে চায় না।
অনলাইনে টিকিট কাটার জন্য প্রথমে যেকোনো ব্রাউজার থেকে shohoz.com/bus-tickets এই ওয়েবসাইটের লিংকে প্রবেশ করতে হবে।
এরপর From অপশন এ আপনি কোথা থেকে উঠবেন এবং To তে কোথায় যাচ্ছেন এবং Date of journey তে আপনার যাত্রার তারিখ দিবেন।এরপর পছন্দের টাইম বা পরিবহনের নাম দেখে সিট বাছাই করে Boarding Point এ আপনার নিকটস্থ কাউন্টার দিন এরপর নিজস্ব তথ্য প্রদান করে অনলাইনে পেমেন্ট করে Shohoz এর নির্দেশনা বলি অনুসরণ করে বুকিং দিন।
সহজে বিকাশ রকেট ক্যাশ ভিসা সহ সকল ধরনের পেমেন্টের Option আছে। পেমেন্ট করার আগে সব কিছু মন দিয়ে খেয়াল করে কনফার্ম করবেন।
টুংঙ্গীপাড়া এক্সপ্রেসের সকল কাউন্টারের অবস্থান ও ফোন নাম্বার
টিকিট বুকিং কাউন্টার গুলির অবস্থান ও পরিচিতি সম্পর্কে আলোচনা করা হলো;
ঢাকা বিভাগের সকল কাউন্টার
গুলিস্তান কাউন্টার (গুলিস্তান)
মোবাইল ফোন: ০১৭১২৭২৬৪০
গুলিস্তান কাউন্টার ২ (গুলিস্তান-২)
মোবাইল ফোন: ০১১৯৩ ০৯৬১০
সায়দাবাদ কাউন্টার (সায়দাবাদ ডিসটার)
সায়দাবাদ, জনপথ কাউন্টার
মোবাইল ফোন: ০১১৯৬২৬৭১৬৬
আইডিয়াল স্কুল মোর কাউন্টার (আইডিয়াল স্কুল মোড়)
মোবাইল ফোন: ০১৭১ ৬২১১৬৪২
ধোলাইপার কাউন্টার (ধলাইপার)
মোবাইল ফোন:০১৭৫৭০৮৭৭২৫
খুলনা বিভাগের সকল কাউন্টার
কালিগঞ্জ নতুন রাস্তা কাউন্টার (কালীগঞ্জ নতুন শহর)
মোবাইল ফোন: ০১৭৫৭০৮৭৬৪৭
পোনা কাশিয়ানী কাউন্টার (পোনাশিয়ানি)
মোবাইল ফোন: ০১৭১২৩৭৩৬৪৬
ভাটিয়াপাড়া কাউন্টার (ভাটিয়াপাড়া)
মোবাইল ফোন: ০১৭১২৩৭৩৬৪৬
তিলছড়া কাউন্টার (তিলছড়া)
মোবাইল ফোন: ০১৯১৬৭০১০০১
গোপালগঞ্জ পুলিশ লাইন কাউন্টার (গোপালগঞ্জ পুলিশ লাইন)
মোবাইল ফোন: ০১৭৪৮০৮০০৬৪
গোবরা-ঘনাপাড়া কাউন্টার (গোবরা ঘোনাপাড়া)
মোবাইল ফোন: ০১৭৯৭৫৯৯৩১১৭
পাটগাছি কাউন্টার (পাটগাছি)
মোবাইল ফোন: ০১৭৩১৭৭৯৫৬১
মৃত্তিকা কাউন্টার (সলিডাহোর)
মোবাইল ফোন: ০১৯১১০৮০১৮৫
ভাইজোরা কাউন্টার (ভাইজোরা ডিসটার)
মোবাইল ফোন: ০১৭১৮৭৩১৯৩১
মাটিভাঙ্গা কাউন্টার (মাটিভাঙ্গা)
মোবাইল ফোন: ০১৭১৭৯৯৫৯১৮
দিঘিরজান কাউন্টার (দিঘিরজান)
মোবাইল ফোন: ০১৭১২৮১৮২৬৯
নাজিরপুর কাউন্টার (নাজিরপুর)
মোবাইল ফোন ০১৭১৮৪৫০৮৬৭
খালিশপুর কাউন্টার (খালিশপুর)
মোবাইল ফোন ০১৭৯৩১৩৭২৭০
সোনাডাঙ্গা কাউন্টার (সোনাডাঙ্গা)
মোবাইল ফোন ০১৭৯৩১৩৭২৬২
পিপলস মোড় কাউন্টার (পিপলস মোড়)
মোবাইল ফোন: ০১৭৯৩১৩৭২৬৩
মারোয়ারি গেট কাউন্টার (মারোয়ারি গেট)
মোবাইল ফোন: ০১৭৯৩১৩৭২৬৪
রয়েল মোড় কাউন্টার (রয়েল মোড়)
মোবাইল ফোন: ০১৭৯৩১৩৭২৬৫
রূপসাঘাট কাউন্টার (রূপসাঘাট)
মোবাইল ফোন: ০১৭৯৩১৩৭২৬৬
টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস এর সময়সূচী
টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস টি ১৫ মিনিট অন্তর অন্তর পাওয়া যায় তাই মানুষের কোন হয়রানি হতে হয় না।টুংগীপাড়া এক্সপ্রেস বাস প্রতিদিন ভোর ৪:৩০ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত পাওয়া যায় তাই আপনারা চাইলে এর মধ্যেই ১৫ মিনিট পরপর গাড়ি পেয়ে যাবেন।আপনি যদি কোন কারণে একটি বাস মিস করেন তাহলে আপনি ১৫ মিনিট অপেক্ষা করার পরে আবার একটি বাস ধরতে পারবেন এতে আপনার সময়ের অপচয় হবে না।
টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ভাড়া
ভ্রমণের পূর্বে অনেকেই টিকিটের মূল্য অনলাইনে অনুসন্ধানের মাধ্যমে জানার চেষ্টা করে থাকে এটি মোটেও দোষের কিছু নয়।
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
অনেক সময় টিকিটের মূল্য কম বেশি এদিক সেদিক হয়ে যায় তাই নির্ধারিত অ্যামাউন্ট বলে আপনাদের বিচলিত করতে চাইছি না টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনি টিকিটের মূল্য সম্পর্কে জানতে পারবেন এবং চাইলে সেখান থেকে টিকিট ক্রয় করতে পারেন এছাড়াও shohoz.com থেকে আপনি খুব সহজেই এই বাসটির টিকিট ক্রয় করতে পারবেন।
এছাড়াও এদের কল সেন্টার গুলোতে কল দিয়ে আপনি ভাড়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
কল সেন্টার নাম্বার
- ০২৬৬৮২২২২৩, ০২৬৬৮২২৩৯,
- ০১৭০১৬৭১৭০১
- ০১৭০১৬৭১৭০২
- ০১৭০১৬৭১৭০৩
- ০১৭০১৬৭১৭০৪
- ০১৭০১৬৭১৭০৫
- ০১৭০১৬৭১৭০৬
- ০১৭০১৬৭১৭০৭
- ০১৭০১৬৭১৭০৮
- ০১৭০১৬৭১৭০৯
টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস সার্ভিসের টিকিট বুকিং সার্ভিস সিস্টেম
টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস সার্ভিস যাত্রীদের আরামদায়ক সেবা প্রদান করে থাকে এই বাস সার্ভিস যাত্রীদের দূর-দূরান্তের সমস্যা সমাধান করে আসছে বহু আগে থেকে। ঢাকা ও খুলনার সব জায়গায় টিকিট বুকিং অফিস রয়েছে।আপনি অনলাইন থেকে ওই বিখ্যাত বাস সার্ভিসের টিকিট পেতে পারেন।
আপনি যদি আপনার যাত্রা সহজে এবং আরামদায়ক করতে চান তাহলে আপনাকে এই বাস পরিষেবাটি বেছে নেওয়া উচিত। আপনি যদি ঢাকার জেলাগুলোতে যেতে চান তবে আপনার টিকিট বুকিং অফিসগুলি খুঁজে পাওয়া উচিত। প্রতিটি ধাপে আপনি এখানে টিকিট বুকিং অফিস পাবেন খুলনার বুকিং অফিসও সেখানে পাওয়া যায়।
টুঙ্গিপাড়া বাস সার্ভিস একটি জনপ্রিয় বাস সার্ভিস। বিভিন্ন জনপ্রিয় বাস সার্ভিস গুলোর মধ্য এটি অন্যতম একটি বাস এক্সপ্রেস।এই টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস ঢাকা গুলিস্তান সায়দাবাদ থেকে গোপালগঞ্জ যশোর নড়াইল খুলনা পিরোজপুর ইত্যাদি নিয়মিত মানুষদের সেবায় নিয়োজিত করে আসছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস শুধুমাত্র shohoz.com থেকেই অনলাইনে টিকিট কাটার সুযোগ দিচ্ছে।
তাই কেউ যদি অনলাইন থেকে নিজের টিকিট বুকিং করতে চান তবে অবশ্যই এই ওয়েবসাইটটি ভিজিট করবেন।এবং আপনি আপনার টুঙ্গিপাড়া এক্সপ্রেস অথবা যেকোনো বাসের টিকিট অনলাইনে কাটতে পারবেন এই ওয়েবসাইট থেকে।
প্রশ্ন:টুঙ্গীপাড়া এক্সপ্রেস বাস টি কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
উত্তর: টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস টি ১৯৮৯ সাল থেকে মানুষকে সার্ভিস দিয়ে আসছে।
প্রশ্ন:টঙ্গীপাড়া এক্সপ্রেস বাস সার্ভিস কোন কোন অঞ্চলে সার্ভিস দেয়?
উত্তর:টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস টি ঢাকা গোপালগঞ্জ নড়াইল পিরোজপুর খুলনা যশোর ঢাকা হাইওয়েতে মানুষকে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে থাকে।
প্রশ্ন: টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস টি কোন সময় থেকে কোন সময় পর্যন্ত সার্ভিস দেয়?
উত্তর: টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস সার্ভিসটি ভোর ৪ঃ৩০ মিনিট থেকে তার সার্ভিসটি চালু করে এবং রাত ১টা পর্যন্ত এই পরিষেবাটি মানুষকে সার্ভিস দিয়ে থাকে।
শেষ কথা-
বন্ধুরা আজকের টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস সার্ভিসটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পর আশা করছি আপনারা এই বাস সার্ভিসটি সম্পর্কে সকল কনফিউশন ক্লিয়ার করতে পেরেছেন। যদি কেউ কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার।
আপনাদের উদ্দেশ্যে আমরা সব সময় সঠিক তথ্য প্রদান করার চেষ্টা করি আমাদের ওয়েবসাইটে। নতুন নতুন অনেক বিষয় আপনাদের সাথে আলোচনা করার মাধ্যমে আপনাদের জানানোই আমাদের মূল লক্ষ্য।
তাই আশা করছি আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করতে আপনারা আমাদের ওয়েবসাইটের সাথে থাকবেন এবং আমাদের সাথে কো-অপারেট করবেন। আজকের মতো এ পর্যন্তই। আবার নতুন কোন কনটেন্ট আপনাদের কাছে খুব শীঘ্রই নিয়ে আসবো। নতুন কনটেন্ট টি পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সাথে থাকতে হবে।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।