জানাযার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত

5/5 - (3 votes)

জানাযার নামাজের নিয়ম ও দোয়া-কোনো মুসলমান মরে গেলে লাশ সামনে রেখে এলাকার কিছু মানুষ কিংবা এলাকার সব মানুষ একসাথে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনা এবং তার জন্য দোয়া করার উদ্দেশ্যে জানাযার নামাজ আদায় করা হয়।মৃত ব্যক্তির জন্য জানাজার নামাজ পড়া ফরজে কেফায়া।মুসলিম হিসেবে জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে রাখা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।জানাযার নামাজে লোক যত বেশি হবে ততই ভালো। কোন মৃত ব্যক্তির জানাযায় যদি লোক সংখ্যা বেশি থাকে মুস্তাহাব।

আমাদের আজকের আর্টিকেলে জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। জানাজার নামাজ কিভাবে পড়তে হবেএবং কোন সময়ে কোন দোয়া পড়তে হয় তা অনেকেই জানেনা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আজকের ব্লগটি মনোযোগ দিয়ে পড়বেন এবং জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত জেনে নিবেন।

জানাযার নামাজের নিয়ম দোয়া

কোন মুসলিম মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তার আত্মার মাগফেরাত কামনার জন্য জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে আপনার জানা একান্ত প্রয়োজন। জানাযার নামাজ শুধু মাত্র পুরুষদের জন্যই আবশ্যক নারীদের উপস্থিতি জানাজার নামাজে অপ্রয়োজন।কেননা জানাজার নামাজে নারীদের উপস্থিতি বা অংশগ্রহণ করার বিষয়ে ইসলামে কোন বিধান নেই।সুতরাং পুরুষদের জন্য জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে নিচে উল্লেখ করা হলো;

১)জানাজার নামাজ আদায়ের জন্য পবিত্রতা  জরুরী। তাই নামাজ আদায় এর পূর্বে অজু করে নিয়ে নামাজে দাঁড়াতে হবে।

২)নামাজে দাড়িয়ে নিয়ত করতে হবে মনে মনে।

نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবাআ তাকরীরাতে ছালাতিল জানাযাতে ফারযুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।

অনুবাদঃ আমি আল্লাহর উদ্দেশ্যে জানাযা নামাজের চারি তাকবীর ফরযে কেফায়া কেবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করার মনস্থ করলাম। ইহা আল্লাহু তায়ালার প্রশংসা রাসূলের প্রতি দরূদ এবং মৃত ব্যক্তির জন্য দোয়া (আর্শীবাদ) আল্লাহ মহান।

নিয়তের মধ্যে অন্যান্য জামাতের নামাযের নিয়তের ন্যায় ইমাম তাহার অতিরিক্ত খাছ কালাম (আনা ইমামুলেলমান হাজারা ওয়া মাইয়্যাহজুরু) এবং মোক্তাদিগণ তাহাদের অতিরিক্ত খাছ কালামটি পাঠ করিলে। (একতেদাইতু বেহাযাল ইমাম) আর নিয়তের ‘লেহাযাল মাইয়্যেতে’ শব্দটি কেবল পুরুষ লাশের বেলায় বলিতে হইবে, কিন্তু স্ত্রী লাশ হইলে ঐ শব্দটির স্থলে ‘লেহাযিহিল মাইয়্যেতে’ বলিতে হইবে।

৩)এরপর প্রথম তাকবীরে বলে কান পর্যন্ত হাত উঠিয়ে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাধতে হবে  এবং ছানা পাঠ করতে হবে।

سُبْحَا نَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَا لَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ

উচ্চারণঃ সুবহা-নাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারা কাসমুকা ওয়া তায়ালা জাদ্দুকা, ওয়া জাল্লা ছানাউকা ওয়া লা-ইলাহা গাইরুকা।

অনুবাদঃ হে আল্লাহ! আমরা তোমার পবিত্রতার গুণগান করিতেছি। তোমার নাম মংগলময় এবং তোমার স্তুতি অতি শ্রেষ্ঠ, তুমি ব্যতীত আর কেহই উপাস্য নাই।ছানার পরে তাকবীর বলিয়া তাশাহুদের পরের দরূদ পড়িতে হয়।

৪)এরপর দ্বিতীয় তাকবীরে দরুদ শরীফ পাঠ করতে হবে। তবে দ্বিতীয় তাকবীরে হাত উঠাবেন না।

للَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَ اهِيْمَ اِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ- اَللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى اَلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى اِبْرَا هِيْمَ وَعَلَى اَلِ اِبْرَا هِيْمَ اِنَّكَ حَمِيْدٌمَّجِيْدٌ.

উচ্চারনঃ আল্লাহুম্মা সাল্লিআলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুম্মাদিন কামা সাল্লাইতা আলাইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামিদুম্মাজীদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীমা ইন্নাকা হামীদুম্মাজীদ।

অনুবাদঃ যে আল্লাহ! মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁহার বংশধরগণের উপর ঐরূপ আশীর্বাদ অবতীর্ণ কর যেইরূপ আর্শীবাদ হযরত ইব্রাহিম (আঃ) এবং তাঁহার বংশধরগণের উপর অবতীর্ণ করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবংমহামহিম। হে আল্লাহ! মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁহার বংশধরগণের উপর সেইরূপ অনুগ্রহ কর যে রূপ অনুগ্রহ ইব্রাহীম (আঃ) এবং তাঁহার বংশরগণের উপর করিয়াছ। নিশ্চয়ই তুমি প্রশংসা ভাজন এবং মহামহিম।

৫)তৃতীয় তাকবীরে মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে। তৃতীয় তাকবীরে ও হাত উঠানো যাবে না। এরপর চতুর্থ তাকবীর করবেন তখনও হাত উঠবে না। তারপর ডানে ও বামে তাকিয়ে সালাম ফিরানো হয়।

জানাযার নামাজে ইমাম তাকবির বলবেন উচ্চস্বরে এবং বাকি দোয়া দূরুদগুলো আস্তে আস্তে পড়বেন। এবং মুত্তাকিরাও আস্তে আস্তে অনুচ্চ স্বরে তাকবীর ও দোয়া দরুদ পাঠ করবেন।

জানাজার নামাজের দোয়া

জানাযার নামাজের নিয়ম ও দোয়া সমূহের মধ্য আমরা জানাজার নামাজের নিয়ম সম্পর্কে উপরে তুলে ধরেছি। এ পর্যায়ে জানাজার নামাজের দোয়া গুলো দেখে নিন ;

জানাযারর দোয়া

اَلَّهُمَّ اغْفِرْلحَِيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِْسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَىالاِْيمَانِ بِرَحْمَتِكَ يَاَارْ حَمَالرَّحِمِيْنَ

উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়িবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।

অনুবাদঃ হে আল্লাহ্ আমাদের জীবিত ও মৃত উপস্থিত ও অুপস্থিত বালকও বৃদ্ধ পুরুষ ও স্ত্রীলোকদিগকে ক্ষমা কর। হে আল্লাহ আমাদের মধ্যে যাহাদিগকে তুমি জীবিত রাখ তাহাদিগকে মৃত্যুর মুখে পতিত কর। তাহাদিগকে ঈমানের সাথে মৃত্যু বরণ করাইও।

লাশ যদি নাবালক ছেলে হয় তবে নিচের দোয়া পড়তে হবে👇

اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا فَرْطًاوْ اَجْعَلْهُ لَنَا اَجْرً اوَذُخْرًا وَاجْعَلْهُ لَنَا شَا فِعًة وَمُشَفَّعًا-

উচ্চারণঃ আল্লাহুম্মাজ আলহুলানা ফারতাঁও ওয়াজ আলহুলানা আজরাও ওয়া যুখরাঁও ওয়াজ আলহুলানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান।

অনুবাদঃ হে আল্লাহ! উহাকে আমাদের জন্য অগ্রগামী কর ও উহাকে আমাদের পুরস্কার ও সাহায্যের উপলক্ষ কর এবং উহাকে আমাদের সুপারিশকারী ও গ্রহনীয় সুপারিশকারী বানাও।

লাশ যদি নাবালেগা মেয়ে হয় তবে নিচের দোয়া পড়তে হবে👇

اَللَّهُمَّ اجْعَلْهَ لَنَا فَرْطًا وَاجْعَلْهَ لَنَا اَجْرً اوَذُخْرًا وَاجْعَلْهَ لَنَا شَا فِعً وَمُشَفَّعً

উচ্চারণঃ আল্লাহুম্মাজ আলহা লানা ফারতাঁও ওয়াজ আলহা লানা আজরাঁও ওয়া যুখরাঁও ওয়াজ আলহা লানা শাফিয়াও ওয়া মুশাফ্ফায়ান।

অনুবাদঃ হে আল্লাহ! ইহাকে আমাদের জন্য অগ্রগামী কর ও ইহাকে আমাদের পুরস্কার ও সাহায্যের উপলক্ষ কর। এবং ইহাকে আমাদের সুপারিশকারী ও গ্রহনীয় সুপারিশকারী বানাও। দুইহাত দুইপাশে ঝুলাইয়া ইমাম সাহেব ডানে এবং বামে ছালাম ফিরাইবে।

শিশুদের জন্য দোয়া

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আইজহু মিন আজাবিল কবরি।’

অর্থ: ‘হে আল্লাহ! তুমি এই ছেলেটিকে কবরের আজাব থেকে রক্ষা করো।’ (মিশকাত ১৬৮৯)

উচ্চারণ: ‘আল্লাহুম্মাজআলহু লানা সালাফান ওয়া ফারাতান ওয়া জুখরান ওয়া আজরান’

অর্থ: ‘হে আল্লাহ! এই ছেলেটিকে (কিয়ামতের দিন) আমাদের অগ্রবর্তী ব্যবস্থাপক, রক্ষিত ভান্ডার ও সওয়াবের কারণ বানাও)।’ (মিশকাত ১৬৯০)

দোয়া দুটি কারও জানা না থাকলে পড়বেন —

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিলমুমিনিনা ওয়াল মুমিনাত।

অর্থ: হে আল্লাহ! আপনি মুমিন নারী-পুরুষ উভয়কে ক্ষমা করে দিন।

মহিলাদের জানাজার নামাজের নিয়ম

ইসলামী শরীয়তে মহিলাদের জানাজায় অংশগ্রহণের কোন বিধান নেই। কাজে মহিলাদের কোন জানাজার নামাজে উপস্থিত থাকা ইসলামের পরিপন্থী। নারীদের জানাজার নামাজ পড়া জায়েজ নয় এমনকি জানাযার জন্য লাশ নিয়ে যাওয়ার সময় নারীদের যাওয়াও জায়েজ না।আপনি একজন নারী হয়ে জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত জানলেও প্রয়োগ করার মতো কোনো সুযোগ নেই। কাজেই জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে জেনে জানাজার নামাজ শুধুমাত্র পুরুষরাই আদায় করতে পারে।

আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জানাজার নামাজে অংশগ্রহণ না করার ব্যাপারে সাহাবায়ে কেরাম ও তাবেঈনদের থেকে এ ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা দিয়েছেন।

তাবেয়ি যার ইবনে আবদুল্লাহ (রহ.) বলেন, হজরত রাসূলুল্লাহ (সা.) জানাজার সঙ্গে ছিলেন। হঠাৎ দেখলেন একজন বৃদ্ধ মহিলাও জানাজার সঙ্গে সঙ্গে আসছে।

আমাদের সঙ্গে গুগোল নিউজে যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

এটা দেখে হজরত রাসূলুল্লাহ (সা.) ক্রোধান্বিত হলেন এবং তার মুখমণ্ডলে ক্রোধের ছাপ ফুটে উঠল। তখন তার নির্দেশে ওই বৃদ্ধাকে ফিরিয়ে দেওয়া হলো।

এরপর খাটিয়া রাখা হলো- কিন্তু তিনি জানাজা শুরু করলেন না। যখন লোকেরা বলল, ওই সত্তার শপথ! যিনি আপনাকে হকসহ প্রেরণ করেছেন, ওই মহিলা শহরের বাড়িঘরের আড়াল হয়ে গেছে, তখন তিনি জানাজার তাকবির বললেন। -মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৬২৯০

হজরত উম্মে আতিয়্যা (রা.)-এর বর্ণনায় এসেছে, তিনি বলেন- হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাজায় বের হতে নিষেধ করেছেন।(আল মুজামুল কাবির তবারানি: ২৫/৪৫)

সর্বোপরি মহিলাদের জানাজার নামাজ পড়ার কোন বিধান নেই তাই মহিলাদের জানাজার নামাজ আদায় করা নাজায়েজ।

জানাজার নামাজের নিয়ম হানাফি

জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে হানাফী মাজহাবের পদ্ধতি অনুসরণ করলে নিচে লক্ষ্য করুন 👇

👉প্রথম তাকবীরে হাত কান পর্যন্ত উঁচু করে আল্লাহু আকবার হাত বেঁধে বলে সানা পড়তে হবে।

👉দ্বিতীয় তাকবীরে না উঠিয়েই দুরুদ শরীফ পড়তে হবে।

👉তৃতীয় তাকবীরে ও হাত উঠানো যাবে না। এই তাকবীরে মাইয়াতের জন্য দোয়া করতে হবে।

👉চতুর্থ তাকবীরে কিছু না পড়েই সালাম ফেরাতে হবে।

জানাযার নামাজের চারটি তাকবীর এর মধ্য মাত্র একটি তাকবীরে হাত উঁচু করে আল্লাহপাক বলতে হয়।জানাযার নামাজে মাইয়াতের জন্য দোয়া করার সময় প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলাদের জন্য এক দোয়া, অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের জন্য আলাদা দোয়া এবং শিশুদের জন্য আলাদা দোয়া করা হয়। এই দোয়া সমূহ আমরা আজকের ব্লগের ওপরেই উল্লেখ করে দিয়েছি।

জানাজার নামাজের ইমামতির নিয়ম

জানাজার নামাজের ইমামতির নিয়ম হচ্ছে যার লাশ জানাযার দেওয়া হবে সেই ব্যক্তির সন্তান যদি কুরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে পারে কিংবা আলেম হয়ে থাকে তাহলে প্রথম প্রাধান্য থাকবে তার সন্তান। কেননা মৃত ব্যক্তির জানাযার নামাজের ইমামতির জন্য তার সন্তানই হবে প্রধান অলি। যদি সন্তান না থাকে কিংবা সন্তান জানাজা পড়াতে না পারে তাহলে দ্বিতীয় প্রাধান্য থাকবে মৃত ব্যক্তির ভাই। ভাই অথবা সন্তান কেউই না থাকলে কিংবা জানাজার না পড়াতে পারলে প্রাধান্য পাবে এলাকার সম্মানিত কোনো ইমাম।

মৃত ব্যক্তির আত্মীয়রা যদি জানাজা পড়াতে চায় তাহলে অবশ্যই জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে তাদেরকে জানতে হবে। তবে মাইয়াতের জানা যায় সন্তানের ইমামতি খুবই ভাগ্য করে পাওয়া যায়।

প্রশ্ন উত্তর

জানাজার নামাজের তৃতীয় দোয়া কি?

জানাজার নামাজের তৃতীয় তাকবীরে যে দোয়াটি পাঠ করতে হয় সেটি হলো:

اَلَّهُمَّ اغْفِرْلحَِيِّنَاوَمَيِّتِنَا وَشَاهِدِنَا وَغَائِبِنَا وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا وَذَكَرِنَا وَاُنْثَا نَا اَللَّهُمَّ مَنْ اَحْيَيْتَهُ مِنَّا فَاَحْيِهِ عَلَى الاِْسْلاَمِ وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَىالاِْيمَانِ بِرَحْمَتِكَ يَاَارْ حَمَالرَّحِمِيْنَ

উচ্চারণঃ আল্লাহুম্মাগফিরলি হাইয়্যেনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহীদিনা ওয়া গায়িবিনা ও ছাগীরিনা ও কাবীরিনা ও যাকারিনা ও উনছানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহয়িহি আলাল ইসলামী ওয়া মান তাওয়াফ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ ফাহু আলাল ঈমান বেরাহমাতিকা ইয়া আর হামার রাহীমিন।

অনুবাদঃ হে আল্লাহ্! আমাদের জীবিত ও মৃত উপস্থিত ও অুপস্থিত বালকও বৃদ্ধ পুরুষ ও স্ত্রীলোকদিগকে ক্ষমা কর। হে আল্লাহ আমাদের মধ্যে যাহাদিগকে তুমি জীবিত রাখ তাহাদিগকে মৃত্যুর মুখে পতিত কর। তাহাদিগকে ঈমানের সাথে মৃত্যু বরণ করাইও।

জানাজার নামাজের নিয়ত আরবিতে?

نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ

উচ্চারণঃ নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবাআ তাকরীরাতে ছালাতিল জানাযাতে ফারযুল কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতে আললাহু আকবার।

জানাজার নামাজের নিয়ত বাংলায়?

আমি আল্লাহর উদ্দেশ্যে জানাযা নামাজের চারি তাকবীর ফরযে কেফায়া কেবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করার মনস্থ করলাম। ইহা আল্লাহু তায়ালার প্রশংসা রাসূলের প্রতি দরূদ এবং মৃত ব্যক্তির জন্য দোয়া (আর্শীবাদ) আল্লাহ মহান।

শেষ কথা-

আজকের সম্পূর্ণ ব্লগটিতে জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন। আপনাদের প্রশ্নের ভিত্তিতে জানাজার নামাজের নিয়ম ও দোয়া সম্পর্কে আর্টিকেলটি নির্ধারিত হয়েছে।আপনাদের আরো কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে নতুন নতুন ব্লগ লিখার চেষ্টা করব।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জেনে নিন

মহিলাদের নামাজ পড়ার নিয়ম সমূহ  সম্পর্কে জেনে নিন

তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণসহ

এশার নামাজ মোট কয় রাকাত ও কি কি? পড়ার নিয়ম এবং দোয়া

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️IMO চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Assalamu Alaikum wa Rahmatullah. I am Md. Sanaul Bari a blogger and YouTube and Facebook content creator by profession.

Leave a Comment