গ্রীন লাইন লঞ্চের অনলাইন টিকিট করার নিয়ম – ভাড়ার তালিকা

4.3/5 - (11 votes)

গ্রীন লাইন লঞ্চের অনলাইন টিকিট –আপনারা যারা গ্রীন লাইন লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে বরিশাল অথবা অন্যান্য গন্তব্যে যেতে চাচ্ছেন আজকের পোস্টটি তাদের জন্য । আপনারা একেবারেই সঠিক জায়গাতে চলে এসেছেন। আমাদের এখান থেকে আপনারা গ্রীন লাইন লঞ্চের ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যাওয়া আসার সকল সময়সূচী জানতে পারবেন। এর পাশাপাশি আপনারা  অনলাইন টিকিট করার নিয়ম , টিকিটের মূল্য, হেড অফিস  যোগাযোগ নাম্বার,গ্রীন লাইন কোম্পানির লঞ্চ সমূহ সম্পর্কে ধারণা পাবেন।

গ্রীন লাইন লঞ্চ

বর্তমানে বাংলাদেশের নামিদামি লঞ্চ কোম্পানি গুলোর মধ্যে গ্রীন লাইন একটি অন্যতম কোম্পানি। গ্রীন লাইন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বিভিন্ন গন্তব্যে তার সেবা প্রদান করে আসছে বেশ কয়েক বছর ধরে এবং অল্প সময়ের মধ্যে কাস্টমারদের জনপ্রিয়তা অর্জন করেছে। গ্রীন লাইন লঞ্চের খুব  জনপ্রিয় দুটি লঞ্চ হল-

১।Mv green line-3

২।Mv green line -2

গ্রীন লাইন লঞ্চ এর অনলাইন টিকিট করার নিয়ম

গ্রীন লাইন লঞ্চের টিকিট খুব সহজে ঘরে বসে আপনি করতে পারবেন। কিভাবে তা করতে হবে ধাপে ধাপে তুলে ধরবো। shohoz.com এর মাধ্যমে অনলাইন টিকেট করার নিয়ম –

১।প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে সহজ Shohoz লিখে সার্চ করবেন, তাহলে আপনার সামনে সহজের মোবাইল অ্যাপস টি চলে আসবে।

২।মোবাইল অ্যাপস টি আপনার ফোনে ইন্সটল করুন। ইন্সটল করা হয়ে গেলে প্রথমে আপনার সামনে এই অ্যাপসের ল্যাঙ্গুয়েজ ( ভাষা)  বলে একটা অপশন আসবে,সেখান থেকে আপনি বাংলা চাইলে বাংলা এবং ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করে দিয়ে অ্যাপসটির হোম পেজে প্রবেশ করুন।

৩।একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে নিচের দিকে দেখতে পাবেন “চলুন শুরু করি“ এই অপশনটির উপরে ক্লিক করুন।

৪।এরপরে আপনাকে মোবাইল ভেরিফিকেশন করতে বলা হবে অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন সেই মোবাইল নাম্বার যাতে একটিভ থাকে। মোবাইল নাম্বার দিন।

৫।মোবাইল নাম্বারটি প্রদান করা হয়ে গেলে, নিচের দিকে “পরবর্তী” বলে একটি অপশন রয়েছে,সেখানে চাপ দিন ।

৬।এরপরে আপনার সামনে নতুন একটি উইন্ডো চলে আসবে, যেখানে আপনার নামের প্রথম অংশ এবং নামের শেষ অংশ বলে অপশন আসবে ,সেখানে আপনার নাম কি লিখে পরবর্তী অপশনটিতে ক্লিক করুন।

৭।এখন আপনি প্রথমে যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি কোড চলে যাবে সেই কোডটি আপনি ওটিপি কোড এর ঘরে বসে পরবর্তী বলে অপশন এর উপরে ক্লিক করুন।

৮।তাহলে আপনার একাউন্ট তৈরি হবে। এবং আপনে অ্যাপসের হোমপেজে ফিরে যাবেন।

৯।অ্যাপসের হোমপেজের মাঝখানে দেখতে পাবেন “লঞ্চ টিকেট“ লেখা নামে একটি অপশন রয়েছে, তার উপরে চাপ দিন।

১০।এরপরে আপনার সামনে লঞ্চ টিকেট করার জন্য যে ফর্ম সেই ফরমটি চলে আসবে, সেখান থেকে আপনি আপনার এড্রেস, নাম দিয়ে, সাচ লঞ্চ অপশনে ক্লিক করুন।

১১।এরপর আপনার সামনে পুরো  সিট প্যানটি চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের লঞ্চ এবং সিট সিলেক্ট করে কন্টিনুয়ে অপশনে চাপ দিলেই, আপনার টিকেট কাটা সম্পন্ন হয়ে যাবে এবং টিকেট কমপ্লিট হয়ে গেলে, আপনি সেখানে পেমেন্ট অপশন দেখতে পাবেন।

১২।সেখান থেকে চাইলে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবেন অথবা ক্যাশ অন ডেলিভারি তে পেমেন্ট করতে পারবেন।

১৩।এর পরে আপনি আপনার টিকিট প্রিন্ট আউট করে নিবেন অথবা আপনার মোবাইল ফোন একটি স্ক্রিনশট অথবা ডাউনলোড করে নিয়ে আপনি আপনার কাউন্টারে পৌঁছে গেলে সেই সময়ে আপনার টিকেট দেখে তারা আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিবেন।

গ্রীন লাইন কোম্পানির লঞ্চ সমূহ

এখন আমরা আপনাদের ঢাকা থেকে বরিশাল অথবা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য গ্রীন লাইন কোম্পানির যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোর ছোট্ট একটি তালিকা দিতে যাচ্ছি। এই তালিকা অনুযায়ী আপনারা গ্রিনলাইন কোম্পানির বেশ কয়েকটি লঞ্চ সম্পর্কে ধারণা পাবেন।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

১।Mv green line-3

২।Mv green line -2

এর বাইরে বেশ কয়েকটি লঞ্চ রয়েছে যার মাধ্যমে আপনারা ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যেতে পারেন।

গ্রীন লাইন লঞ্চের ভাড়ার তালিকা

গ্রীন লাইন কোম্পানির লঞ্চে চড়ে আপনি যদি ঢাকা থেকে বরিশালে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে কত টাকা ভাড়া গুনতে হতে পারে। সেই ধারাবাহিকতা বজায় রেখে এখন আমরা আপনাদের একটি তালিকা দিতে যাচ্ছি যে তালিকার মাধ্যমে আপনারা ভাড়া সম্পর্কে ধারণা পাবেন তবে এই তালিকা অনুযায়ী ভাড়া যে কোন সময় পরিবর্তন হতে পারে সেটা সকলের জানা।

১।ঢাকা থেকে বরিশালে আপনারা ইকোনমিক ক্লাসে গেলে আপনাদের ভাড়া খরচ পড়বে ৮০০ টাকা।

২। যদি ঢাকা থেকে বরিশালে বিজনেস ক্লাসে যেতে চান তাহলে আপনাদের খরচ পড়বে ১১০০ টাকা।

গ্রীন লাইন লঞ্চ এর সময়সূচী

আপনারা সকলেই জানেন যে গ্রীন লাইন লঞ্চ এর রুট হচ্ছে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা। যারা এই রুটে নিয়মিত চলাচল করে তাদের কাছে বেশ পরিচিত এই লঞ্চ কোম্পানি লঞ্চ এর সময়সূচী জানা অত্যন্ত জরুরি একটি ব্যাপার। আজকে আমরা ঢাকা থেকে বরিশালে যাওয়ার জন্য গ্রীন লাইন এমভি ২ এবং গ্রীন লাইন এমভি ৩ এই লঞ্চ দুটির সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব।

১।এমভি গ্রীন লাইন –

ঢাকা থেকে ভোলা এবং ঢাকা এই রুটে চলাচলকারী এই লঞ্চ প্রতিদিন সকাল ৮.৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ভোলা থেকে প্রতিদিন দুপুর ২.৩০ মিনিটে ছেড়ে আসবে।

২।এমভি গ্রীন লাইন –

আপনারা যারা এই লঞ্চে চলে যেতে চাচ্ছেন ঢাকা থেকে প্রতিদিন সকালে ৮.০০ টা এই লঞ্চ ছেড়ে যাবে এবং বরিশাল থেকে প্রতিদিন দুপুর ২ঃ৪৫ মিনিটে এই লঞ্চ ছেড়ে আসবে।

গ্রীন লাইন লঞ্চের যোগাযোগ ঠিকানা নাম্বার

কাকুলির মোড়,সদর রোড, বরিশাল, ০১৭৩০০৬০০৭৬/৭৭

নথুল্লাবাদ কাউন্টার, ০১৭৩০০৬০০৭৯

হিজলা ০১৭৩০০৬০০২৬

শেষকথা

গ্রীন লাইন লঞ্চ কোম্পানি আপনারা যারা ঢাকা থেকে বরিশালগামী এই লঞ্চের যেতে চান তাদের জন্য সকল তথ্য তুলে ধরা হল। যার ফলে আপনি খুব সহজে  ভ্রমণ করতে পারেন।   গ্রীন লাইন লঞ্চ কোম্পানির  ঠিকানা আমরা দিয়ে রেখেছি। কোন সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম, আমি একজন অনলাইন কনটেন্ট রাইটার। আমার লেখাগুলো পড়ে বিন্দুমাত্র আপনার কোন উপকারে আসলে অবশ্যই পোস্টটিতে কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ

Leave a Comment