কোন মোবাইলে নেট ভালো চলে –আপনি যদি নতুন মোবাইল ফোন কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে আজকের এই পোষ্টটি শুধুমাত্র আপনার জন্য কারন আজকের এই পোস্টে জানতে পারবেন-কোন মোবাইলে নেট ভালো চলে, কোন মোবাইলের ক্যামেরা ভালো, কোন মোবাইল আপনার জন্য পারফেক্ট এছাড়াও জানতে পারবেন বর্তমানে সবচাইতে বাংলাদেশি কম রেটে ভালো মোবাইল ফোন কোনগুলি।কোন মোবাইলে চার্জ বেশি থাকে সেই বিষয়টিও আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন।
পোষ্টটি শুরু করার পূর্বে আমি আমার সম্পর্কে আপনাদেরকে ছোট্ট করে একটু জানিয়ে দিই, আমি একজন মোবাইল এক্সপার্ট বিগত 10 বছর যাবৎ বিভিন্ন রকম মোবাইল সার্ভিসিং দিয়ে থাকি।
উপরোক্ত বিষয়গুলো জানা না থাকলে আপনি নতুন মোবাইল ফোন কিনলে আপনি হয়তো বা ক্ষতির সম্মুখীন ভালো আছেন সম্মুখীন হতে পারেন। এজন্য আমি মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করলাম যদি এই সম্পর্কিত একটি সঠিক ধারণার পোস্ট গুগলে থাকে তাহলে হয়তো অনেকেই উপকৃত হবে। বিশেষ করে যারা নতুন মোবাইল ফোন কেনার কথা চিন্তা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই পোস্টটি।
কোন মোবাইলে নেট ভালো চলে
একটা সময় মোবাইল ফোনে কথা বলার কাজে ব্যবহার হলেও এখন বর্তমানে কিন্তু মোবাইলফোন দ্বারা সব ধরনের কাজই করা যায়। অর্থাৎ মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ চালু করে সব ধরনের অনলাইন কার্যক্রম কিন্তু ঘরে বসেই এখন করা যায়। এজন্য আমাদের মধ্যে অনেকে চায় যে কোন মোবাইলের নেট ইসপিরিট ভালো অর্থাৎ নেট ভালো সে সম্পর্কে।
কারন আপনার মোবাইল ফোন আছে যদি ইন্টারনেট সংযোগ ভালো না হয় তাহলে কিন্তু আপনি বাড়তি কাজ গুলি করতে পারবেন না।এজন্য অবশ্যই মোবাইল ফোন কেনার আগে মোবাইল ফোনের নেট সম্পর্কে ইসপিরিট সম্পর্কে কিন্তু জানতে হবে।
বর্তমানে বাংলাদেশের পাঁচটি জনপ্রিয় সিম কোম্পানি রয়েছে,গ্রামীণফোন, বাংলালিংক, টেলিটক, রবি এবং এয়ারটেল।বাংলাদেশি পাঁচটি সিম কোম্পানি এখন বিভিন্ন ধরনের সিম সার্ভিস দিয়ে আসছে।
তবে আমি ব্যক্তিগত দিক থেকেই পাঁচটি সিম কোম্পানির মধ্যে সবচাইতে নেট ভালো সার্ভিস পেয়ে থাকি গ্রামীনফোনের সিম। তবে আপনি চাইলে অন্যান্য বাংলাদেশি সিম কোম্পানির সিম ব্যবহার করতে পারেন সে ক্ষেত্রে লক্ষ্য করবেন।
আপনার সিমটি 2g, 3g এবং 4g কোন জিতে আপনার সিমটি রয়েছে সেটি কিন্তু অবশ্য আপনার পরীক্ষা করে আগে জানতে হবে।
অর্থাৎ অনেক সময় হয় এরকম হয় অনেকের, যে মোবাইল ফোনের 4G ভার্সন রয়েছে কিন্তু সিমটি 2G ভার্সনেই রয়ে গিয়েছে।এমনটি হলে অবশ্যই প্রথমে আপনি আপনার সিম রিপ্লেসমেন্ট করে 4g তে নিয়ে যাবেন।
কিভাবে আপনি টুজি সিমকে 4g সিমে পরিবর্তন করবেন সে বিষয়ে আপনি কাস্টমার হেল্প লাইনে কথা বললেই আপনি সমাধান পেয়ে যাবেন।এছাড়াও বর্তমানে অনেক সিম কোম্পানি তাদের সার্ভিসের ফাইভ-জি নেটওয়ার্ক সার্ভিস কিন্তু চালু করে ফেলেছে।
অর্থাৎ উপরোক্ত কোন মোবাইলের নেট ভালো। এ বিষয় থেকে আমরা জানতে পারলাম যে, নেট ভালো এটি করার জন্য প্রথমে আপনাকে যে সিম কোম্পানির ইন্টারনেট সংযোগ স্পিড ভালো সেই সিম কোম্পানির সিমটি প্রথমে আপনাকে চয়েজ করতে হবে আপনার মোবাইল ফোনের জন্য।
এবার চলুন জানি কোন মোবাইল ফোন কিনলে নেট ভালো চলে সে বিষয়ে বিস্তারিত অর্থাৎ বাংলাদেশে যে সকল ফোন কোম্পানি রয়েছে। সে সকল ফোন কোম্পানির মধ্যে সবচাইতে উন্নত কোন কোম্পানি যেগুলি ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে সে সম্পর্কে জেনে নেই।
সিমের মতোই মোবাইল ফোন কোম্পানিগুলো 2g 3g 4g এবং 5g হয়ে থাকে।
এজন্য মোবাইল ফোন কিনার আগে এই লাস্ট ভার্শন টি দেখে নিতে হবে। কারণ আপনার ফোন যদি 2G বা 3G হয়, তাহলে কিন্তু আপনি হাজার ভালো ইন্টারনেট সংযোগের সিম কোম্পানির সার্ভিস নিলেও আপনার ফোনটি নেট স্লো হবে।
এজন্য বর্তমানে যত নতুন লেটেস্ট ভার্সনের মোবাইল ফোন আছে সেই ভার্সনগুলো কিন্তু ফাইভ-জি আছে আরে আপনি অবশ্যই ফাইভ-জি দেখে ফোন কিনবেন।
- Galaxy A04.
- OPPO Reno 9 Pro.
- Nokia X30 5G.
- Asus ROG Phone 6 Pro.
- Redmi Note 12 Pro.
- Vivo x fold plus.
- Honor X9A 5G.
- Motorola Edge Plus 2022
- ZTE Axon 40 Ultra Space Edition 5G
- Oppo A58 5G
- Oppo F21s Pro 5G
- Honor 80 Pro 5G
- Huawei MatePad 10.4 2022
- Vivo iQOO Z6 Lite 5G
উপরের এই কয়টি মডেলের মোবাইল ফোন যদি আপনি কিনেন। তাহলে হান্ডেট পার্সেন আপনি 5g গতিতে আপনার ইন্টারনেট স্পিড পাবেন এবং আপনার সিমটি ফাইভ-জি করতে পারবেন।
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
এছাড়াও সময়ের পরিবর্তনে নতুন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ফাইভ-জি মোবাইল ফোন কিন্তু আপনার ভার্সনের জন্য আপনার জন্য নিয়ে আসতে পারে বাজারে। সে ক্ষেত্রে মোবাইল ফোন কিনার আগে আপনি সকল বিষয় লক্ষ্য করবেন।
তবে আমি আপনাদেরকে পার্সোনালি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যে সকল কোম্পানির কথা বলব। সেই সকল কোম্পানির এই ফাইভ-জি ফোন কেনার চেষ্টা করবেন। রিয়েলমি, ওপো, শাওমি, স্যামসাং এ সকল কোম্পানির ফোন কেনার চেষ্টা করবে।
এছাড়াও ফোন কেনার পূর্বে আরেকটি বিষয় আপনি লক্ষ্য রাখবেন। তা হচ্ছে ফোনের নেটের স্পিড পাওয়ার জন্য আপনার ফোনের রেম এবং সিপিউ ভার্সন ভালো হতে হবে।
অর্থাৎ একটি ফোনের পারফরম্যান্স ভেরি করে। সিপিউ ভার্সন এবং রপম যত ভালো হবে আপনি আপনার ফোনের নেট স্পিড সার্ভিস বেশি পাবেন।
আশা করছি ইন্টারনেট স্পিড ভালো পাওয়ার জন্য বা ফোনের পারফরম্যান্স ভালো পাওয়ার জন্য উপরের এই সকল বিষয় লক্ষ্য রেখে আপনি ফোন কিনবেন।
কোন মোবাইলে চার্জ বেশি থাকে
দেখুন বর্তমানে মোবাইল ফোন কেনার আগে যেমন নেট স্পিড ভালোভাবে মোবাইল ফোনের পারফরম্যান্স ভালো হবে এর পাশাপাশি কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে তার হচ্ছে কোন মোবাইল ফোনের ব্যাটারি চার্জ বেশি সময় যায়।
অর্থাৎ কোন মোবাইলে চার্জ বেশি থাকে এই বিষয়টি কিন্তু প্রতিটি ইউজারের আসলে কয়েরি থাকে।
তাই আমি আপনাদেরকে সেই সকল মোবাইল ফোনের লিস্ট দিয়ে দিচ্ছি যে সকল মোবাইল ফোনের ব্যাটারি চার্জ বেশি সময় থাকে।
- Xiaomi Redmi 9 Prime
- Xiaomi Redmi 9 Power
- Xiaomi Redmi Note 9
- Xiaomi Redmi Note 9 Pro
- Realme 9i
- POCO M3
- POCO X3
উপরের এই সকল মোবাইল ফোনের মডেলের যদি ফোন আপনি ব্যবহার করেন তাহলে আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুব ভাল পাবেন।আশা করছি উপরে ইনফর্মেশন থেকে কোন মোবাইল ফোনে ব্যাটারি চার্জ ব্যাকআপ বেশি সময় থাকে সে বিষয়টি আপনি কিলিয়ার ভাবে বুঝে গিয়েছেন।
কোন মোবাইলের ক্যামেরা সবচাইতে ভালো
বর্তমান ডিজিটাল যুগের ডিজিটাল যুগে বর্তমানে ইউজাররা বা গ্রাহকেরা ডিজিটাল স্মার্ট মোবাইল ফোন ছাড়া চিন্তা করতে পারে না।
হে জন্য যারা মোবাইল ফোন কিনতে চায় বা কিনতে যেতে চায় তারা কিন্তু একচুয়ালি মোবাইল ফোনের আগে ক্যামেরার সম্পর্কে কিন্তু জানতে চায়।
তাই আমি বর্তমানে সবচাইতে জনপ্রিয় যে সকল মোবাইল ফোন মডেল রয়েছে এবং কোম্পানি রয়েছে যাদের ক্যামেরা সার্ভিস খুবই ভালো সে সকল কোম্পানির মোবাইল ফোনের মডেল আপনাদেরকে নিচে আমি দিয়ে দিচ্ছি।
- iPhone 14 Pro Max
- Google Pixel 7 Pro
- Google Pixel 6a
- iPhone 14 Pro
- Samsung Galaxy S22 Ultra
- iPhone 14
- Google Pixel 7
- iPhone 14 Plus
- Samsung Galaxy Z Fold 4
- iPhone SE (2022)
- Oppo Reno7 5G
- vivo X80 Pro
- Huawei P50 Pro
- Xiaomi 12 Lite
উপরে যে সকল মোবাইল ফোনের মডেল গুলি দেওয়া রয়েছে। এই সকল মোবাইল ফোন থেকে আপনি যদি আপনার ফোনটি কিনেন তাহলে আপনি কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো মানের একটি পেয়ে থাকবেন।
আশা করছি উপরের এই পোস্ট থেকে আপনার “কোন মোবাইলে নেট ভালো চলে” কোন মোবাইল ফোনের ক্যামেরা ভাল এবং কোন মোবাইল ফোনে চার্জ বেশি থাকে সে বিষয়ে আপনার সম্পূর্ণ ধারণা পেয়ে গিয়েছেন।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
প্রধানমন্ত্রীর মোবাইল নাম্বার জেনে নিন-২০২ পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
Valo