কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত

4.2/5 - (4 votes)

কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা -যেকোনো বাদামে বহু স্বাস্থ্য গুণে ভরপুর এটা আমরা কমবেশি সবাই জানি।তার মধ্যে কাজুবাদাম একটি।কাজুবাদাম খাওয়ার   উপকারিতা সম্পর্কে কোনো সন্দেহ নেই।কাজু বাদামের মধ্যে রয়েছে প্রয়োজনীয় অনেক ভিটামিন এবং খনিজ যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক। কাজুবাদামে পাওয়া যাবে ফাইবার, ম্যাঙ্গানিজ, ফসফরাস, কপার এবং জিংকের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

এছাড়াও কাজুবাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন কে, ভিটামিন বি৬ যা শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। কাজু বাদাম খাওয়ার নিয়ম এবং উপকারিতা সম্পর্কে বলতে যাই তাহলে বলবো এর পুষ্টিগুণ আরো বেশি দ্বিগুণ হয়ে যাবে যদি দুধের সঙ্গে মিশিয়ে নিয়মিত কাজুবাদাম খাওয়া হয়। এতে করে শরীরের হাড় যেমন মজবুত থাকে তেমনি যারা দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন এই সমস্যা থেকেও মুক্তি পাবেন।

কাজুবাদাম থেকে যথাযথ পুষ্টিগুণ গ্রহণ করতে হলে অবশ্যই কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানা থাকতে হবে। কাজুবাদামে ভিটামিন এবং অন্যান্য খনিজ পদার্থের পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও শরীরের অতিরিক্ত ওজন কমাতেও খুব কার্যকারী।

সুস্বাস্থ্য রক্ষায় কাজুবাদাম কতটা উপকারী সেই সম্পর্কে জানতে হলে অবশ্যই আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে। কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের আর্টিকেলে। আশা করবো শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ে সাথে থাকবেন।

কাজুবাদামের উপকারিতা

বিভিন্ন ধরনের ভিটামিন খনিজ এবং প্রোটিনের সমৃদ্ধ কাজুবাদাম। কাজুবাদামে থাকা বিদ্যমান এইসব ভিটামিন এবং খনিজ সুস্বাস্থ্য রক্ষায় অনেক কার্যকরী। কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জানা থাকলে শারীরিক বিভিন্ন সমস্যা থেকে আপনি সহজেই মুক্তি পেতে পারেন। বিশেষ করে যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চায় তাদের ক্ষেত্রে কাজুবাদাম খাওয়া খুবই উপকারী। এ পর্যায়ে চলুন দেখে নেই কাজুবাদাম খাওয়ার উপকারিতা গুলো কি কি-

ইমিউনিটি বৃদ্ধি করে

কাজুবাদামের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেলস।কাজু বাদামের এই ভিটামিন ও মিনারেল শরীরের অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আমাদের দৈনন্দিন জীবনের খাবার দাবার কিংবা আধুনিক জীবন পদ্ধতি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে অনেকটা দায়ী। এমতাবস্থায় শরীরে রোগ প্রতিরোধ বাড়ানো খুব জরুরী। তাই ইমিউনিটি বৃদ্ধি করতে অবশ্যই নিয়মিত কাজুবাদাম খাওয়ার অভ্যাস করবেন।তবে হ্যাঁ শরীরের ইমিউনিটি বৃদ্ধি করতে দুধে ভেজানো কাজুবাদাম খাওয়া বেশি উপকারী।

বার্ধক্য জনিত হাড়ের ক্ষয় রোধ করে

বার্ধক্য জনিত কারণে হাড়ের ক্ষয় হলে তার রোধ করতে কাজুবাদাম খুবই উপকারী। সারারাত দুধের সঙ্গে কাজুবাদাম ভিজিয়ে রেখে খেলে এতে থাকা ভিটামিন কে, মিনারেলস, ভিটামিন৬ বার্ধক্য জনিত কারণে হাড়ের ক্ষয় হওয়া থেকে রক্ষা করবে। দুধের সঙ্গে কাজুবাদাম মিশিয়ে খেলে হাড়ের ক্ষয় রোধ হওয়ার পাশাপাশি পেশিতে ব্যথা থাকলেও তা কমে যাবে।

রক্তস্বল্পতা দূর করে

আমরা ইতিমধ্যেই জানি যে কাজু বাদামে রয়েছে কপার যাকে তামা বলা হয় এটি শরীরের রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে। কোন কারনে যদি রক্তে কপার এর কোনটি দেখা দেয় তাহলে রক্তস্বল্পতা দেখা দিতে পারে। তাই শরীরে কপারের ঘাটতি পূরণ করতে পারে দুধে ভেজানো কাজুবাদাম।

কোষ্ঠকাঠিন্য দূর করে

কাজুবাদামের রয়েছে ফাইবারের মতো একটি উপাদান যা দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান।দুধে ভিজিয়ে কাজুবাদাম খেলে পরিমাণ ফাইবার পাওয়া যাবে এতে করে শরীরে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে এবং পেটের বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাবেন।

ওজন নিয়ন্ত্রণ করে

কাজুবাদামের রয়েছে ভিটামিন কে, ভিটামিন৬ যা দৈহিক ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা ওজন কমাতে ডায়েট ফলো করেন তাদের খাবারে নিয়মিত কাজুবাদাম রাখলে দ্রুত তা ওজন কমাতে সাহায্য করবে।

কাজুবাদামের ক্ষতিকর দিক

কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকার সম্পর্কে জানার পাশাপাশি এর ক্ষতিকর দিক রয়েছে কিনা এবং এই ক্ষতিকর দিকগুলো কি কি সেটির সম্পর্কেউ জানা জরুরী। নিঃসন্দেহে কাজুবাদাম শরীরের জন্য অনেক বেশি উপকারী। কেননা এতে রয়েছে ভিটামিন, ফাইবার, প্রোটিন,ফাইবার এন্টিঅক্সিডেন্ট, ফাইটোকেমিক্যালসহ  ওমেগা৩, ওমেগা৬, ফ্যাটি এসিড এর মতো উপাদান।এতে করেই বোঝা যায় কাজুবাদাম খাওয়ার উপকারিতা কতখানি।

তবে কাজুবাদাম খাওয়ার উপকারিতার পাশাপাশি এর কিছু ক্ষতিকর দিক রয়েছে। কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমরা এখন কাজুবাদাম খাওয়ার কিছু ক্ষতিকর দিক তুলে ধরব:

কিডনিতে পাথর হতে পারে

যারা অতিরিক্ত পরিমাণে কাজুবাদাম কে থাকেন তাদের শরীরে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়ে কিডনিতে পাথর তোর সমস্যা হতে পারে। কেউ যদি কিডনির পাথরে আক্রান্ত থাকেন তাহলে তাকে পুরোপুরি কাজুবাদাম এড়িয়ে চলতে হবে।

হাঁপানির সৃষ্টি হতে পারে

অতিরিক্ত কাজুবাদাম খাওয়ার ফলে এতে থাকা আয়রনের অধিক ব্যবহার কোষকে প্রভাবিত করবে। যার ফলে এই আয়রন ফুসফুসের কোষে জমা হয়ে হাঁপানির সৃষ্টি করতে পারে।

শরীরে স্থূলতা বৃদ্ধি করে

অতিরিক্ত কাজুবাদাম খেলে স্থূলতা বৃদ্ধি হতে পারে কেননা এতে রয়েছে অধিক পরিমাণে ক্যালোরি যার রক্তের শর্করার মাত্রায় সমস্যা সৃষ্টি করতে পারে। এছাড়াও যারা ডায়াবেটিস থাইরয়েড রোগে ভুক্তভোগী তাদের ক্ষেত্রে কাজুবাদাম এড়িয়ে চলা উচিত।

কাজুবাদামের উপকারিতা অপকারিতা

কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি কাজু বাদামের উপকারিতা ও অপকারিতা সম্পর্কেও পরিষ্কার ধারণা রাখতে হবে এর সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে হলে।তাই এই পর্যায়ে আলোচনা করব কাজুবাদামের উপকারিতা এবং পাশাপাশি এর অপকারিতা গুলো সম্পর্কে। দেখে নিন কাজুবাদামের উপকারিতা ও অপকারিতা গুলো কি কি-

উপকারিতা-

১।কাজুবাদামের রয়েছে পটাশিয়াম, ফ্যাটি এসিড এবং হার্ট কে ভালো রাখার জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট। নিয়মিত কাজুবাদাম খাওয়ার ফলে হার্ট সুস্থ থাকে ।

২।হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে কাজুবাদামের তোমার পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্যাট খুবই কার্যকারী।

৩।বার্ধক্য জনিত কারণে অনেক সময় হাড়ের ক্ষয় দেখা যায়। এই হাড়ের ক্ষয়কে রোধ করতে এবং হাড়কে মজবুত রাখতে থাকা বিদ্যমান খনিজ উপাদান গুলো খুবই উপকারী।

৪।টাইপ টু ডায়াবেটিকস রোগীদের ক্ষেত্রে কাজুবাদামের মধ্যে থাকা ফাইবার রক্তের শর্করার পরিমাণ কমিয়ে আনতে সাহায্য করে।

আমাদের সঙ্গে গুগোল নিউজে যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

৫।শরীরে অনেক সময় কোলেস্টরেলের কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে কাজুবাদাম একটি উপকারী খাবার।শরীর থেকে অপ্রয়োজনীয় কোলেস্টেরলাল কমাতে কাজুবাদাম খাওয়া খুবই উপকারী।

৬।কাজুবাদামে রয়েছে প্রয়োজনীয় প্রোটিন যা আপনাকে শরীরের ওজন কমাতেও সাহায্য করবে। কয়েকটি কাজুবাদাম রাতে ঘুমোতে যাবার আগে খেয়ে নিলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকবে এবং দ্রুত কমবে।

অপকারিতা-

১।যারা শরীরে এলার্জিটিক সমস্যায় ভুগে থাকেন তাদের ক্ষেত্রে কাজুবাদাম থেকে ভালো। কারণ কাজুবাদাম থেকে এলার্জি সমস্যা হতে পারে ।

২।অতিরিক্ত কাজুবাদাম খেলে কিডনিতে পাথর জনিত সমস্যা হতে পারে কেননা কাজুবাদামে রয়েছে উচ্চ অক্সালেট যা তো প্রবেশের ফলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে।

৩।কাজুবাদাম অধিক খাওয়ার ফলে এতে থাকা আইরন শরীরের কোষকে প্রভাবিত করতে পারে এবং এতে করে হাঁপানি রোগের ও সৃষ্টি হতে পারে।এতে করে একজন ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের নিতে সমস্যা হবে।

৪।কাজুবাদামে রয়েছে অধিক পরিমাণে ক্যালরি যার ফলে কাজুবাদাম বেশি খাওয়ার ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে শরীরে স্থূলতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে।

খালি পেটে কাজুবাদাম খাওয়ার উপকারিতা

কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে ইতোমধ্যে আমরা অনেক তথ্য জানলাম।শুকনো ফল কিংবা ড্রাই ফ্রুটস এর মধ্যে একটি যা বেশিরভাগ মানুষই পছন্দ করেন। কাজুবাদামে রয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ।অনেকেই ডাইট রুটিনে কাজুবাদাম রাখেন। কাজুবাদাম ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমায়,হার্ট কে ভালো রাখার পাশাপাশি আরও শরীরের অনেক উপকার সাধন করে। খালি পেটে সকালে  কাজুবাদাম খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। যেমন;

👉প্রতিদিন খালি পেটে কাজুবাদাম খেলে এতে থাকা প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার শরীরে গুরুত্বপূর্ণ পুষ্টি সরবরাহ করবে।

👉শরীরকে শক্তি যোগাতে কাজুবাদাম অনেক বেশি কার্যকরী। কাজুবাদাম নিয়মিত খালি পেটে খেলে কাজের ক্লান্তি কম আসে এবং শরীর সুস্থ থাকে।

👉সকালে খালি পেটে কাজুবাদাম খাওয়ার অভ্যাস থাকলে দ্রুত ওজন কমবে। এতে রয়েছে উচ্চমাত্রায় প্রোটিন এবং ফাইবার যা অতিরিক্ত ফ্যাট কমাতে কার্যকর।

👉নিয়মিত সকালে কাজুবাদাম খেলেএতে থাকা গ্লেসিমিক ইনডেক্স   ব্লাড সুগারের রোগীদের সুগারের মাত্রা কে নিয়ন্ত্রণ রাখবে।

👉কাজুবাদাম এ রয়েছে লুটেইন এবং জিয়াক্সানথিন নামক পুষ্টি উপাদান যা আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে। প্রতিদিন সকালে নিয়মিত কাজুবাদাম খেলে দৃষ্টিশক্তি ভালো থাকবে।

কাজুবাদাম খাওয়ার নিয়ম

কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা দুটো বিষয় সম্পর্কেই পরিষ্কার ধারণা রাখতে হবে। নিয়ম না মেনে কাজুবাদাম খেলে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পাওয়া যাবে না।কাজুবাদাম খেলে যে শুধুমাত্র এর পুষ্টিগুণ আপনি পাবেন তেমনটা নয় বরং নিয়ম আপনাকে খেতে হবে সঠিক পুষ্টি উপাদান পেতে। চলুন দেখে নেই কাজুবাদাম খাওয়ার নিয়ম-

👉শরীরের হাড় রোধ করতে হাড়কে মজবুত রাখতে প্রতিদিন রাতে দুধের সঙ্গে কাজুবাদাম ভি দিয়ে বেশি উপকার পাওয়া যায়।

👉প্রতিদিন সকালবেলা নিয়মিত বাদাম খেলে মানুষের শরীরে এনার্জি বুস্ট হবে এবং সারাদিন কাজ করার মত শক্তি পাবে। তবে দুধের সঙ্গে কাজুবাদাম মিশিয়ে খেলে তাতে উপকার পাওয়া যাবে।

👉অতিরিক্ত কাজুবাদাম খেলে শরীরে উপকারের থেকে বিপরীত ঘটনা ঘটতে পারে। তাই বিশেষজ্ঞরা বলেন বারে মাত্র ১০ থেকে ১৫ টা কাজুবাদাম এর বেশি খাওয়া উচিত নয় এতে করে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

👉প্রতিদিন সকালে থেকে উঠে ৩ থেকে ৪ টা কাজুবাদাম খেলে আপনার শরীর যথেষ্ট পরিমাণ এনার্জি পাবে।

কাজুবাদাম খেলে কি ওজন বাড়ে?

অনেকেরই কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জানার পরেও মনের মধ্যো কোথাও না কোথাও সন্দেহ থাকে কাজুবাদাম খেলে যদি ওজন বেড়ে যায় কিংবা প্রশ্ন থাকে কাজুবাদাম খেলে কি ওজন বাড়ে কিনা।

অনেকেই সকালে ঘুম থেকে উঠে দু’চারটা খেয়ে ফেলেন, অনেকেই কোন ডেজার্ট রান্নায় কাজুবাদাম খেতে পছন্দ করেন তবে যাই হোক না কেন কাজু বাদাম ডেজার্ট জাতীয় খাবারের স্বাদ বৃদ্ধিতেও সহায়তা করে আবার এমনি শুকনো কাজুবাদামও খেতে খুবই সুস্বাদু। কাজুবাদামে রয়েছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য খুবই উপকারী। তবে এখন প্রশ্ন হলো কাজুবাদাম খেলে ওজন বাড়ে কিনা।

কাজুবাদামে রয়েছে শরীরের জন্য উপকারী ফ্যাট যা শরীরের গঠনের জন্য খুবই উপকারী। কাজুতে বিদ্যমান এই উপকারী ফ্যাট বা স্নেহ পদার্থ প্রাকৃতিক হওয়ায় এতে ওজন বাড়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু কাজু বাদাম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই এর পরিমাণ আপনাকে মাথায় রাখতে হবে অতিরিক্ত শরীরের জন্য ক্ষতির কারণ হবে।

কাজুবাদাম কত টাকা কেজি

ড্রাই ফ্রুটস এর মধ্যে জনপ্রিয় একটি হলো কাজুবাদাম। শুকনো কাজুবাদাম বিভিন্ন রান্নায় ব্যবহার হয়। যেহেতু এটি পুষ্টি উপাদানে ভরপুর তাই রান্না ছাড়াও কাজুবাদাম খেতে অনেকেই পছন্দ করেন। তবে দামের দিকটা ভাবলেই মনে হবে সবার ক্ষেত্রে কাজুবাদাম খাওয়া সম্ভব নয়। কারণ এর দাম অনুযায়ী সবার সামর্থ্য হবে না কাজুবাদাম খাওয়ার। কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকার সম্পর্কে বিস্তারিত জানা থাকলেও সাধ্যের বাইরে হওয়ায় অনেকেই এটি কিনতে পারেন না।

* ১ কেজি কাজু বাদামের ১০০০ থেকে ১৫০০ টাকার মধ্যে।

*৫০ গ্রাম কাজুবাদামের দাম ৬৫ থেকে ৭৫ টাকা।

*১০০ গ্রাম কাজু বাদামের দাম ১১০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

বহু পুষ্টিগণের ভরপুর এই কাজুবাদাম খাওয়ার নিয়ম অনুযায়ী যদি আপনি প্রতিদিন খেতে পারেন তাহলে অবশ্যই এর থেকে যথেষ্ট উপকার পাবেন। তবে অতিরিক্ত কাজুবাদাম ডায়াবেটিকস থাইরয়েড এবং এলার্জি রয়েছে এমন রোগীদের  খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

প্রশ্ন উত্তর-

কাজুবাদামে কি উপকার?

কাজুবাদাম বহু গুনে ভরপুর। কাজুবাদামের রয়েছে ভিটামিন বি৬,ভিটামিন কে  যা হার্ট কে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়াও কাজুবাদামে থাকা ফাইবার উপাদান শরীরের স্বাস্থ্যকর হজম এবং অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য রক্ষা করে।এছাড়াও রয়েছে কাজুবাদামে পটাশিয়াম, ফসফরাস,ম্যাগনেসিয়াম, কপার এবং প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের সুরক্ষায় খুবই উপকারী।

কাজুবাদাম কিভাবে খেলে ওজন বাড়ে?

কাজুবাদাম ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যদি কেউ কাজু খেয়ে চান তাহলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন প্রতিদিন যদি কেউ ৭-৮টি কাজুবাদাম খায় তাহলে এক মাসেই তার ওজন বাড়তে শুরু করবে।

কাজুবাদাম কাদের খাওয়া উচিত নয়?

এলার্জেটিক সমস্যা রয়েছে কিংবা কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ব্যক্তিদের কাজুবাদাম খাওয়া থেকে বিরত থাকা উচিত। কেননা কাজুতে রয়েছে উচ্চমাত্রার অক্সালেট যা কিডনিতে পাথর জমাতে পারে।

কাজুবাদাম খেলে কি চর্বি হয়?

কাজুবাদাম হার্টকে সুস্থ রাখে এবং হাড়কে মজবুত রাখার পাশাপাশি এটি শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে কিংবা ওজন কমাতেও খুবই উপকারী। অনেকেই ভাবেন কাজুবাদামের চর্বি আছে কিনা।কাজুবাদাম মোটেও চর্বিযুক্ত না বরং এটি খেলে দৈহিক ওজন আরো কমবে।

শেষ কথা –

কাজুবাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আজকের আর্টিকেলে। আশা করছি আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে এই বিষয়ে আপনারা অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পেরেছেন। কাজুবাদাম নিয়ে যারা অনেক কিছুই জানতেন না তাদের কিছুটা হলেও আজকের আর্টিকেলের মাধ্যমে ধারণা হয়েছে।আজকের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ে যদি এই নিয়ে আপনার কোন প্রশ্ন থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন।সকলেই ভালো থাকবেন।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

 

Assalamu Alaikum wa Rahmatullah. I am Md. Sanaul Bari a blogger and YouTube and Facebook content creator by profession.

Leave a Comment