কম দামে সেরা মোবাইল ফোন সম্পর্কে জানুন

Rate this post

কম দামে সেরা মোবাইল-আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন, যারা বর্তমানে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন এবং লো প্রাইস অর্থাৎ কম দামের মধ্যে। তাদের জন্য আজকের এই পোস্ট টি খুবই দুর্দান্ত এবং উপকারী হবে ইনশাল্লাহ।

আমি সাফওয়ান বারী গত ১০ বছর যাবৎ মোবাইল ফোন এক্সেসরিজ নিয়ে কাজ করছি, তাই আজকের পোষ্টে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বর্তমানে সবচাইতে কম দামে ভালো মোবাইল ফোন গুলি সম্পর্কে জানাবো।

নতুন বছর আর এই নতুন বছরে অনেকেই মোবাইল ফোন কেনার কথা ভাবে এবং অনেকেই সেরা মোবাইল ফোন গুলি খোঁজে সাধ্যের মধ্যে অর্থাৎ কম দামে সবচাইতে ভালো সেরা মোবাইল ফোন কোন গুলো এগুলি লিখে গুগলে সার্চ করে। তাই আমার ওয়েবসাইটে যারা রেগুলার সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য খুবই উপকারী একটি পোস্ট হবে আজকের এই পোস্টটি।

স্যামসাং গ্যালাক্সি এম০২

স্যামসাং মোবাইল ব্র্যান্ড এ কথাটা শুনলেই কিন্তু অনেকে  দামের বিবেচনা দিক থেকে আঁতকে ওঠে। কিন্তু না আপনার পছন্দ যদি স্যামসাঙ ব্র্যান্ড হয় তাহলে এই মডেলের মোবাইল ফোনটি আপনার জন্য।

আপনার বাজেট যদি 10000 টাকার আশেপাশে হয় তাহলে কিন্তু আপনি স্যামসাং মোবাইল ফোন পছন্দ করে থাকলে এই মোবাইল ফোনটি আপনি কিনতে পারেন।

এই মোবাইল ফোনটিতে আপনি 5000 এম্পিয়ার ব্যাটারী এবং ভালো ৩ জিবি র্যাম সার্ভিস পেয়ে থাকবেন।

মোট কথা হচ্ছে বর্তমানে 3gb র্যাম এর নিচে কোন মোবাইল ফোনে আপনার জন্য পারফেক্ট হবে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি।

কারণ বর্তমানে যে পরিমান মোবাইল অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। এজন্য আমাদের মিনিমাম তিন জিবি র্যামের মোবাইল ফোন থাকা আমাদের জন্য দরকার।স্যামসাং গ্যালাক্সি এম০২

স্যামসাং গ্যালাক্সি এম০২ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক এমটি৬৭৩৯
  • র‍্যামঃ ২জিবি/৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ৮৫৯৯টাকা / ৯৯৯৯টাকা

ইনফিনিক্স হট প্লে

ইনফিনিক্স এই মোবাইল ফোন কোম্পানিটি অনেকের কাছেই অপরিচিত।

আবার অনেকের কাছে পরিচিত। যারা এই মোবাইল ফোন কোম্পানি সম্পর্কে জানে তারাই মোবাইল ফোনের সার্ভিস সম্পর্কে জানেন।

তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে যতগুলি নতুন মোবাইল ফোন কোম্পানি রয়েছে এরমধ্যে ভালো সার্ভিস কম টাকার মধ্যে দিয়ে আসছে এই মোবাইল ফোন কোম্পানি।

ইনফিনিক্স হট ৯ প্লে  সাত থেকে আট হাজার টাকা বাজেটের মধ্যে যারা ইস্মার্ট ভালো মোবাইল ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি হবে আদর্শ ফোন।

এই ফোনটিতে বড় ডিসপ্লে এবং ভালো মানের উন্নত ব্যাটারি ব্যবহার করা হয়েছে তবে সমস্যা শুধু এক জায়গায় র‍্যাম স্পেস হচ্ছে 2gb।তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এই মোবাইল ফোনটি আমি সবচাইতে ভালো বলে মনে করছি।

তবে এই মোবাইল ফোনটি কেনার পূর্বে অবশ্যই নিচের দেওয়া এই স্পেসিফিকেশন গুলি দেখে নিন

ইনফিনিক্স হট ৯ প্লে

একনজরে ইনফিনিক্স হট ৯ প্লে এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৮২ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও এ২৫
  • র‍্যামঃ ২জিবি/৪জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি/৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৬০০০মিলিএম্প
  • দামঃ ৭,৯৯০টাকা / ৯,৯৯০টাকা

সিম্ফনি জেড৪০

সিম্ফোনি মোবাইল কোম্পানি সম্পর্কে অনেকেই অবগত আছেন কারণ সিম্ফোনি মোবাইল ফোন ফিচার মোবাইল ফোন বা বাটন মোবাইল ফোনের জগতে সবচাইতে ভালো সার্ভিস দিয়ে আসছিল এবং এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছে।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

যদি আপনার বাজেট ১০০০০ টাকার মধ্যে থাকে তাহলে আপনার জন্য সৌন্দর্যের দিক থেকে এই মোবাইল ফোনটি সবচাইতে ভালো এবং সুন্দর একটি মোবাইল হতে পারে।

যদি আপনার বাজেট ১০০০ টাকার মধ্যে থাকে তাহলে আপনার জন্য সৌন্দর্যের দিক থেকে এই মোবাইল ফোনটি সবচাইতে ভালো এবং সুন্দর একটি মোবাইল হতে পারে।

যাই হোক মোটকথা মোবাইল ফোন সুন্দর দেখতে হলেই শুধু হবে না সার্ভিসের দিক থেকেও ভালো হতে হবে তবে এই মোবাইল ফোনটি সবদিক থেকেই ভালো কারণ এই মোবাইল ফোনটি তো রয়েছে 5000 এম্পিয়ার ব্যাটারী এবং 3 জিবি র‍্যাম।

আশা করছি যারা এই বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনতে চান তাদের জন্য সেরা একটি মোবাইল ফোন হতে পারে এই মডেলের মোবাইল ফোনটি।

অবশ্যই ফোনটি কেনার পূর্বে মোবাইল ফোনটির স্পেসিফিকেশন টি দেখে নিন

সিম্ফনি জেড৪০

একনজরে সিম্ফনি জেড৪০ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫৫ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৩৫
  • র‍্যামঃ ৩জিবি
  • স্টোরেজঃ ৩২জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ৯,৯৯০টাকা

টেকনো স্পার্ক

যাদের বাজেট 12 হাজার টাকার মধ্যে তাদের জন্য এই মডেলের মোবাইল ফোনটি দুর্দান্ত হবে কেন দুর্দান্ত হবে সে বিষয়ে জেনে নিন, 128 জিবি মেমরি স্টোরেজ এর সঙ্গে দুর্দান্ত ব্যাটারি এবং ভালো প্রসেসর দিয়ে এই মোবাইল ফোনটি তৈরি।

এছাড়াও মোবাইল ফোনটিতে ভালো প্রসেসর থাকার ফলে যেকোনো ধরনের অ্যাপ্লিকেশন এবং যেকোনো ধরনের গেমস খেলার জন্য উপযোগী।

তাই যারা 12 হাজার টাকা বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনতে চাচ্ছেন। এই স্মার্ট মোবাইল ফোনটি আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব কম দামের মধ্যে ভালো মানের একটি উন্নত স্মার্ট মোবাইল ফোন পেয়ে যাবেন।টেকনো স্পার্ক ৬

একনজরে টেকনো স্পার্ক ৬ এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৬ইঞ্চি
  • প্রসেসরঃ মিডিয়াটেক হেলিও জি৭০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ১২৮জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৬মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৮মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ১১,৯৯০টাকা

ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি

ওয়ালটন মোবাইল ফোন কথাটি শুনে কিন্তু হারিয়ে যাওয়ার কোন উপায় নেই, কারণ বর্তমানে আমাদের বাংলাদেশের পণ্য হিসেবে ওয়ালটন স্মার্ট মোবাইল ফোনের ও কিছু কিছু মডেল কিন্তু ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে।

এ কাস্টমার ভালো সার্ভিস দেওয়ার উন্নত মডেল গুলির মধ্যে রয়েছে এই মডেলটির ওয়ালটনের মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটিতে আপনার ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে প্রসেসর সবকিছুই কিন্তু ভালোমানের কনফিগারেশনে তৈরি।

এ কাস্টমার ভালো সার্ভিস দেওয়ার উন্নত মডেল গুলির মধ্যে রয়েছে এই মডেলটির ওয়ালটনের মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটিতে আপনার ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি থেকে শুরু করে প্রসেসর সবকিছুই কিন্তু ভালোমানের কনফিগারেশনে তৈরি।

যারা ১৩০০০ টাকা বাজেটের মধ্যে মোবাইল ফোন কেনার কথা ভাবছেন তাদের উন্নত পছন্দের মোবাইল ফোন হতে পারে এই মোবাইল ফোনটি।

ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি

একনজরে ওয়ালটন প্রিমো আরএক্স৮ মিনি এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৩ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১২মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৩৬০০মিলিএম্প
  • দামঃ ১২,৯৯৯টাকা

এছাড়াও আমার অনুরোধ রইল আপনারা যে কোন মোবাইল ফোন কেনার পূর্বে ভালো করে কনফিগারেশন গুলি দেখে নিবেন।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস

স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন যাদের পছন্দ তাদের জন্য এই মডেলের মোবাইল ফোনটি দুর্দান্ত একটি ফোন।12 থেকে 13 হাজার টাকা বাজেটের মধ্যে স্যামসাংয়ের এই মডেলের মোবাইল ফোনটি আপনাকে 13MP ক্যামেরা 5000 এম্পিয়ার ব্যাটারী এবং 4 জিবি র্যাম এর সাপোর্ট দিবে।

স্যামসাং গ্যালাক্সি এম০২এস

একনজরে স্যামসাং গ্যালাক্সি এম০২এস এর স্পেসিফিকেশনঃ

  • ডিসপ্লেঃ ৬.৫ইঞ্চি
  • প্রসেসরঃ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০
  • র‍্যামঃ ৪জিবি
  • স্টোরেজঃ ৬৪জিবি
  • মেইন ক্যামেরাঃ ১৩মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরাঃ ৫মেগাপিক্সেল
  • ব্যাটারিঃ ৫০০০মিলিএম্প
  • দামঃ ১২,৪৯৯টাকা

শেষকথা- বর্তমানে যারা নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন এবং কম বাজেটে ভালো মোবাইল ফোন উপরের এই মোবাইল ফোন গুলি আপনি চেক করে দেখতে পারেন আপনার জন্য ভালো হবে।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

Leave a Comment