এস আলম পরিবহন অনলাইন টিকিট করার নিয়ম – বাংলাদেশের জনপ্রিয় বাস সার্ভিসগুলোর মধ্যে এস আলম পরিবহন অন্যতম। এস আলম পরিবহন বাংলাদেশের এসি নন এসি পরিবহন সেবা দিয়ে থাকে। তাই আজ এখান থেকে আপনারা এস আলম পরিবহন এর সকল তথ্য পেয়ে যাবেন।
আজকের আলোচ্য বিষয় এস আলম পরিবহনের টিকিট মূল্য, এস আলম পরিবহনের সময়সূচি, এস আলম পরিবহনের কাউন্টার ঠিকানা এবং মোবাইল নাম্বার, এস আলম পরিবহনের রুটসমূহ, এস আলম পরিবহনের অনলাইন টিকিট করার নিয়ম ও এস আলম পরিবহনের যাএীসেবা সম্পর্কে।
এস আলম পরিবহন
এস. আলম পরিবহন ১৯৯০ সালে যাত্রী পরিবহন শুরু করে। ঢাকা থেকে চট্রগ্রাম ও পার্বত্য চট্রগ্রাম অঞ্চলে চলাচল করে থাকে এই কোম্পানীর বাসগুলো। এই কোম্পানীর এসি এবং ননএসি দুই ধরনের বাস রয়েছে।যাত্রীদের কথা বিবেচনায় রেখে এস আলম পরিবহন ঢাকা সারা বাংলাদেশে তাদের কাউন্টার স্থাপন করেছে। একজন যাত্রী খুব সহজেই এস আলম পরিবহন কাউন্টার এর সাথে যোগাযোগ করে টিকিট বুকিং সহ যাবতীয় তথ্য গ্রহণ করতে পারবে।
এস আলম পরিবহন অনলাইন টিকিট করার নিয়ম
এস আলম পরিবহন আপনি কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করতে পারবেন এছাড়াও আপনি এস আলম পরিবহন অনলাইনে টিকিট খুব সহজে বুকিং করতে পারবেন। এস আলম পরিবহন এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজেই টিকিট ক্রয় করা সম্ভব। নিচে অনলাইন টিকিট করার ধাপগুলি দেওয়া হলো।
১।এস আলম পরিবহন এর অফিসিয়াল ওয়েবসাইট www.s-alambus.com প্রবেশ করুন।
২।প্রথমে ইমেইল, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে সাইন ইন করুন।
৩। ‘ছেড়ে যাওয়া’ এবং ‘যাওয়া’ গন্তব্য নির্বাচন করুন।
৪। প্রস্থান তারিখ নির্বাচন করুন।
৫।সময় এবং আসন নম্বর লিখুন।
৬।অবশেষে, পেমেন্ট করুন এবং আপনার টিকিট নিশ্চিত করুন।
এস আলম পরিবহনের টিকিটের মূল্য
আপনি যদি একজন এস আলম পরিবহন এর নিয়মিত যাত্রী হয়ে থাকেন তাহলে এই পরিবহনের বিভিন্ন রুটের টিকিটের মূল্য সম্পর্কে আপনার জানা প্রয়োজন কারণ টিকিটের মূল্য জানা থাকলে আপনি সহজেই যেকোন কাউন্টার থেকে টিকিট বুক করতে পারবেন এবং অন্যকে জানাতে পারবেন. সুতরাং নিম্নে ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন রুটের টিকিটের মূল্য আমরা এখানেই প্রদান করেছি যা আপনার জানার জন্য.
এস আলম পরিবহনের সময় সূচি
এস আলম পরিবহন কর্তৃক নির্ধারিত সময়সূচি ঢাকা থেকে বিভিন্ন কাউন্টারের রয়েছে যা আপনি জানলে সহজেই সময়মতো এস আলম পরিবহন এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। আপনি যদি পুরো বাংলাদেশের বিভিন্ন রুটের সময়সূচী জানতে চান তাও এখান থেকে জানতে পারবেন
এস আলম পরিবহন কাউন্টার নাম্বার ও ঠিকানা
ঢাকা কাউন্টার নাম্বার ও ঠিকানা
১। ফকিরাপুল –ঢাকা ফোন: 02-7193961
২। কমলাপুর-ঢাকা ফোন: 02-8315087, 01917-720395
৩। সুরিটোলা-.ঢাকা ফোন: 02-9566654
৪। গাবতলী ঢাকা ফোন: 02-9002702, 01813-329394
রাঙ্গামাটির কাউন্টার নাম্বার ও ঠিকানা
১।ঠিকানা: নতুন বাস স্টেশন, রিজার্ভ বাজার কাউন্টার
ফোন: 01679-24001, 01828-859530, 0351-61240
চট্টগ্রাম বিভাগের কাউন্টার নাম্বার ও ঠিকানা
১।ঠিকানা: স্টেশন রোড কাউন্টার, চট্টগ্রাম ফোন: 031-617372
২।তাজ মার্কেট, বহদ্দারহাট কাউন্টার, চট্টগ্রাম,টেলিফোন: 031-652478, 621991
৩।সিনেমা প্যালেস কাউন্টার, ননদন কানন চট্টগ্রাম। ফোন: 031-611037
৪।বিটিআরসি কাউন্টার, চট্টগ্রাম ফোন: 031-617372
৫।ওলংকার কাউন্টার, চট্টগ্রাম ফোন: 02-43151022
৬।দামপাড়া কাউন্টার, নিকটবর্তী গরিব উল্লাহ শাহ মাজার বাজার, চট্টগ্রাম ফোন: 031-2868566
৭।হাটহাজারী কাউন্টার, চট্টগ্রাম ফোন 01819-068677
৮।নাজির হাট কাউন্টার, চট্টগ্রাম ফোন 01819-671818
৯।রাউজান কাউন্টার, চট্টগ্রাম ফোন: 01917-208323
কক্সবাজার বিভাগের কাউন্টার নাম্বার ঠিকানা
১।লাল দীঘি পার কাউন্টার, কক্সবাজার ফোন 0341-64286, 01917-720386
২।টার্মিনাল কাউন্টার, কক্সবাজার ফোন 0341-62902
৩।টেকনাফ নম্বর ফোন: 01818-800040
আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ
৪।চাকারিয়া বাস টার্মিনাল কাউন্টার ফোন 0342-256280
৫।পাথিয়া কাউন্টার নম্বর ফোন 0303-556700
৬।কাপ্তাই কাউন্টার নম্বর ফোন: 01818-939195
৭।খাগড়াছড়ি কাউন্টার নম্বর ফোন 01999-403688
৮।বান্দরবান কাউন্টার নম্বর ফোন: 0361-62664
এস আলম পরিবহন এর রুট সমূহ
এস আলম পরিবহন বাংলাদেশের বিভিন্ন রুটে চলাচল করে তাই আপনারা যারা এস আলম পরিবহন রুট সম্পর্কে জানতে চান ।তারা এখান থেকে জেনে নিতে পারেন নিচে দেওয়া হল সুন্দর করে পর্যায়ক্রমে —
১।চট্টগ্রাম থেকেবদরখালী
২।ঢাকা থেকে চট্টগ্রাম
৩।চট্টগ্রাম থেকে বেনাপোল
৪।ঢাকা থেকে বান্দরবান
৫।ঢাকা থেকে কাপ্তাই
৬।ঢাকা থেকে রাঙামাটি
৭।ঢাকা থেকে খাগড়াছড়ি
৮।ঢাকা থেকে নাজিরহাট
৯।ঢাকা থেকে পটিয়া
১০।ঢাকাথেকে হাটহাজারী
১১।ঢাকাথেকে বেনাপোল
১২।ঢাকা থেকে চকোরিয়া
১৩।ঢাকা থেকে আমিরাবাদ
১৪।ঢাকা থেকে কক্সবাজার
১৫।চট্টগ্রাম থেকে চকরিয়া
১৬।চট্টগ্রাম থেকে সাতকানিয়া
১৭।চট্টগ্রাম থেকে আমিরাবাদ
১৮। চট্টগ্রাম থেকে পটিয়া
১৯।চট্টগ্রাম থেকে টাইটং
২০।চট্টগ্রাম থেকে পেকুয়া
২১।চট্টগ্রাম থেকে টেকনাফ
২২।চিটাগাং থেকে ম্যাগনামা
এস আলম পরিবহন এর বৈশিষ্ট্য
১।গাড়িটি দ্রুত গন্তব্য স্থানে পৌছায়।
২।গাড়িটি ঝকঝকে ও চমৎকার ফিনিশিং।
৩।পর্যাপ্ত কম্ফোর্টেবল সিট
৪। লাক্সারিয়াস ও সুন্দর প্রকৃতির গাড়িটি দেখতে আকর্ষনীয় ও মর্ডান মডেলের।
এস আলম পরিবহনের যাত্রী সেবা
১।একজন যাত্রী টিকেট সর্বোচ্চ ২০ কেজি পরিমাণ পণ্য বহন করতে পারে।
২।গাড়ির সকল যাত্রী বীমাকৃত।
৩।গাড়ি কোন দূর্ঘটনায় পড়লে যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা রয়েছে।
৪।নন এসি বাসে অডিও এবং ভিডিও বিনোদন ব্যবস্থা রয়েছে।
৫।একটি বাসে ৪০ টি সিট থাকে।
৬।যাত্রীর চাপ বেশী থাকলে ইঞ্জিন কভারে অতিরিক্ত ৬ জন বহন করার ব্যবস্থা রয়েছে।
৭।গাড়ি ছাড়ার ১৫ মিনিট পূর্বে যাত্রীদের কাউন্টারে উপস্থিত হতে হয়।
৮।যাত্রাকালে লাগেজ, ব্যাগ বাসের বক্সে দিয়ে টোকেন সংগ্রহ করতে হয়।
৯।তবে গাড়ীর ভেতর থেকে কোন যাত্রীর কোন কিছু হারিয়ে গেলে বাস কর্তৃপক্ষের কিছুই করার থাকে না।
১০।যাত্রা পথে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার রেষ্টুরেন্টে ২০ মিনিটের যাত্রাবিরতি দিয়ে থাকে।
১১।দিনের বেলায় ঢাকা শহরের বিভিন্ন কাউন্টার থেকে সায়েদাবাদ টার্মিনালে কোম্পানীর নিজস্ব মিনিবাসের মাধ্যমে পৌছিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে।
১২।বাসের ভেতর ধুমপান করা সম্পূর্ণরূপে নিষেধ।
শেষ কথা:
আশাকরি আজ এই পোস্ট থেকে এস আলম পরিবহনের সকল তথ্য আপনাদের যাত্রা কে সহজ ও সুন্দর করবে।পরিশেষে একটি কথা যে, ভ্রমনের সময় জানালা দিয়ে মাথা বের করবেন না।
আপনাদের যাত্রা শুভ হোক।
👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔
প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম
↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇
- ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন।
- বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন।
- ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন।
- বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇
➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন।
➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।
➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।
➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন।