ইফতারের আগে ও পরের দোয়া আরবি ও বাংলা উচ্চারণ অর্থসহ

Rate this post

ইফতারের আগে ও পরের দোয়া-প্রতিটি মুসলমানের জন্য বছরে এক মাস সিয়াম সাধনা করা ফরজ। পবিত্র রমজান মাসে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের আশায় সুবহে সাদিকের আগে থেকে মাগরিবের আজান পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থেকে থাকে এবং মাগরিবের আজান শুনে ইফতারের মাধ্যমে রোজা পূর্ণ করে। তবে ইফতারের সময় অবশ্যই ইফতারের আগে ও পরের দোয়া পড়া জরুরী।

সামনে আসছে ফজিলতের মাস রমজান কাজেই ইফতারের আগে ও পরের দোয়া আরবি ও বাংলা উচ্চারণ অর্থসহ জেনে রাখলে সকলের জন্য তা উপকারী। কেননা আমাদের বিশ্বনবীর সর্বদা রোজা রেখে ইফতার করার আগে ও পরে ইফতারের দোয়া পাঠ করতেন।ইফতারের আগে ও পরের দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করা হয় এই বলে যে তিনি আমাদের আহার করার তৌফিক দিয়েছেন।

সম্মানিত পাঠক সামনে আসছে রমজান মাস। সিয়াম সাধনার এই মাসে আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের আশায় সকল মুসলমানেরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। রমজান মাসে অনেকের একটি কমন প্রশ্ন থাকে ইফতারের আগে ও পরের দোয়া কি।তাই আজকের আর্টিকেলে ইফতারের আগে ও পরের দোয়া আরবি ও বাংলা অর্থসহ তুলে ধরব। ইফতারের আগে ও পরের দোয়া সম্পর্কে জানতে অবশ্যই শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

ইফতার করার আগে পরের দোয়া

আল্লাহর হুকুমে আল্লাহর নৈকট্য ও তাকওয়া লাভের আশায় বছরে এক মাস রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে। সুবহে সাদিকের আগে সেহরি খেয়ে সারাদিন সকল প্রকার পানাহার থেকে নিজেকে বিরত রেখে মাগরিবের আজান কানে শোনার পর ইফতার করতে হয়। ইফতারের আগের ও পরের দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়।ইফতারের আগে ও পরের দোয়া আরবি ও বাংলা অর্থসহ জেনে নেই 👇

ইফতারের আগের দোয়া আরবি বাংলা অর্থ

يَا وَا سِعَ الْمَغْفِرَةِ اِغْفِرْلِىْ

বাংলা উচ্চারণ: ‘ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী’।

বাংলা অর্থ: ‘হে মহান ক্ষমা দানকারী! আমাকে ক্ষমা করুন’।

ইফতারের আগে দোয়াও পড়া যায় 👇

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণে: ‘আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা রিজকিকা আফতারতু’।

অর্থ: ‘হে আল্লাহ! আপনার জন্য আমি রোজা রেখেছি, আপনার রিজিক দ্বারা ইফতার করছি’। (আবু দাউদ, সাওম অধ্যায়)

ইফতার করাকালীন যে দোয়াটি বেশি বেশি পড়তে হয় 👇👇

اللهم لك صمت و على رزقك افطرتاللهم لك صمت و على رزقك افطرت

বাংলা উচ্চারণ: ‘আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া তাওয়াক্কালতু আ’লা রিজক্বিকা ওয়া আফতারতু বি রাহমাতিকা ইয়া আর হামার রা-হিমীন।

বাংলা অর্থ: ‘হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিক দ্বারা ইফতার করছি’।

ইফতার করার পরের দোয়া আরবি বাংলা অর্থসহ

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

বাংলা উচ্চারণে: ‘জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া সাবাতাল আররূ ইনশাআল্লাহ’।

বাংলা অর্থ: (ইফতারের মাধ্যমে) পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো’। (আবু দাউদ, মিশকাত)

সেহরি ইফতারের দোয়া

সকল মুসলমানই রোজা রাখার উদ্দেশ্য করে সুবহে সাদিকের পূর্বে পানাহার করে থাকে যাকে বলা হয় সেহেরী।সেহেরী খাওয়ার আগে ও পরে দোয়া পাঠ করতেন আমাদের বিশ্বনবী।মুসলমান হিসেবে সেহেরী খাওয়ার দোয়াও আমাদের জানা উচিত।   ইফতারের আগে ও পরের দোয়া আরবি ও বাংলা অর্থসহ আমরা ইতিপূর্বেই জানলাম। এ পর্যায়ে চলুন সেহরি খাওয়ার দোয়া গুলো জেনে নেই 👇👇

সেহরি খাওয়ার আগের দোয়া

খাওয়া শুরু করার সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন,

بسم الله وعلى بركةالله بعالى

উচ্চারণ: বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ

অর্থ: আল্লাহ তা’লার নামে খাবার খাওয়া শুরু করছি এবং আল্লাহ তা’লার বরকত প্রার্থনা করছি।

সেহরির আগের দোয়া পড়তে মনে না থাকলে যে দোয়া পড়বেন

হাদিসে আছে যখনই কেউ সেহরির আগের দোয়া পড়তে বা বিসমিল্লাহ বলতে ভুলে যাবে তাদের  যখনই মনে পড়বে সঙ্গে সঙ্গে এই দোয়াটি পড়বে 👇👇

بسم الله اوله واخره

উচ্চারণ: বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখেরাহ

অর্থ: আমি আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি। প্রথমেও আল্লাহ তা’লার নাম, পরিশষেও আল্লাহ তা’লার নাম। (আবু দাউদ, আহমদ, দারেমী)।

সেহেরি খাওয়ার পরের দোয়া বা রোজার নিয়ত

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আ’লিম।

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রমজানের আগের দোয়া

কয়েক মাস পরেই পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসের প্রস্তুতি রমজানের পূর্বেই শুরু করতে হয়। রমজানের পূর্বেও রয়েছে মুসলমানদের জন্য দোয়া ও আমল যা দ্বারা নেকী লাভের সুযোগ রয়েছে। রমজান মাস আসার আগেই রজব মাস আসে রমজানের পূর্বাভাস নিয়ে। তাই ইফতারের আগের ও পরের দোয়া আরবি ও বাংলা অর্থসহ ব্লগ পোস্টের এই পর্যায়ে রমজানের প্রস্তুতি স্বরূপ রমজানের আগের দোয়া সম্পর্কে জেনে রাখা উত্তম।

আমাদের সঙ্গে গুগোল নিউজে যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

রজব মাসে সকল মুমিন বান্দাগণ আল্লাহ তায়ালার কাছে বরকত চাইবেন।এছাড়াও  রমজানের ইবাদত করার প্রস্তুতি শুরু করবেন।তাই রমজানের পূর্ব প্রস্তুতি স্বরূপ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রজব মাস জুড়ে বেশি বেশি যে দোয়াটি পাঠ করতে বলতেন সেটি হলো👇👇

اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ: আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান

অর্থ: হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; রমজান আমাদের নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯)

প্রশ্ন উত্তর

রমজানের সেহরি খাওয়ার দোয়া কোনটি? 

রমজান মাসে সেহরি খাওয়ার পরের দোয়া বা রোজার নিয়ত হলো

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

উচ্চারণ : নাওয়াইতু আন আছুম্মা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আ’লিম।

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

রোজা ভাঙ্গার দোয়া কি?

রোজা ভাঙ্গার দোয়া বা ইফতারের দোয়া হলো

ইয়া ওয়াসিয়াল ফাদ্বলি ইগফিরলি অর্থ কি?

ইয়া ওয়াসিয়াল ফাদ্বলি ইগফিরলি অর্থ হলো, “হে প্রশস্তভাবে করুনা দানকারী, আমাকে ক্ষমা করুন।এই দোয়াটি রমজান মাসে বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা তার পেছনের গুনাগুলো মাফ করে দিবেন ইনশাল্লাহ।

শেষ কথা –

ইফতারের আগের ও পরের দোয়া আরবি ও বাংলা অর্থসহ এই টপিকের আজকের ব্লগটি এতক্ষণ যারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়লেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইফতারের আগের ও পরের দোয়া আরবি ও বাংলা অর্থসহ জানা থাকলে রমজান মাসে আপনার আমল করার সহজ হবে।আপনাদের ব্যক্তিগত মতামত গুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট এর মাধ্যমে।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নাম জেনে নিন

মহিলাদের নামাজ পড়ার নিয়ম সমূহ  সম্পর্কে জেনে নিন

তারাবির নামাজের দোয়া বাংলা উচ্চারণসহ

এশার নামাজ মোট কয় রাকাত ও কি কি? পড়ার নিয়ম এবং দোয়া

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️TikTok চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

➡️IMO চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো: সানাউল বারী পেশায় একজন ব্লগার এবং ইউটিউব ও ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর।

Leave a Comment