পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম- ডাক্তারদের তালিকা

3.4/5 - (8 votes)

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম- পিজি হাসপাতাল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় এবং বড় একটি হাসপাতাল। পিজি হাসপাতালে বাংলাদেশের সবচাইতে বড় বড় ডাক্তারগন আমাদেরকে চিকিৎসা দিয়ে থাকেন, তবে এই পিজি হাসপাতালে তাদের চিকিৎসা পাওয়াটা খুবই কঠিন কারণ পিজি হসপিটাল সরকারি হওয়ার জন্য এর চিকিৎসা খরচ খুবই কম,এজন্য বাংলাদেশের সকল প্রকৃতির মানুষ এই পিজি হসপিটাল এর টিকেট পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকে। তাই আপনারা ঘরে বসেই পিজি হসপিটালের অনলাইন টিকেট  সংগ্রহ কিভাবে করবেন,পিজি হাসপাতালের ডাক্তারের তালিকা,  মোবাইল নাম্বার  সহ পিজি হাসপাতাল সম্পর্কিত  বিষয়গুলো জানাবো।

অনলাইন টিকেট বুকিং এর প্রয়োজনীয়তা

নানারকম বিপদ আপদ,রোগ ব্যাধি ও বালা মুসিবত মানুষের প্রায় নিত্য সঙ্গী । এগুলো থেকে পরিত্রাণের জন্য যথাসময়ে চিকিৎসার প্রয়োজন । আর চিকিৎসার জন্য অবশ্যই হাজির হতে হয় হাসপাতালে । এক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হয় । যেমন নির্ধারিত গন্তব্য থেকে এসে নির্ধারিত হাসপাতালে হাজির হওয়া ,টিকিটের জন্য লাইন ধরা , রোদ বৃষ্টি মাথায় নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা ইত্যাদি ।

এসব করতে করতে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে রোগীর আত্মীয়-স্বজনদের । আর যদি আত্মীয়-স্বজন ছাড়াই রোগী নিজে আসে তাহলে তো তার অবস্থা তো আরো শোচনীয় ।

এখন প্রযুক্তির উত্তরাধুনিক যুগ ‌। দিন বদলের এই সময়ে অনলাইন টিকিট বুকিং যুক্ত হয়েছে। এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় । এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই টাকা পয়সা ছাড়াই দ্রুত কাঙ্খিত সেবা পাওয়া যায় । তাই আপাতত অনলাইন টিকিট বুকিং এর বিকল্প কিছু নেই । আর হ্যাঁ পিজি হাসপাতাল সরকারি হওয়ায় এখানে বিজ্ঞ-বিজ্ঞ ডাক্তারের আনাগোনা ।

তাদের থেকে অল্প টাকায় চিকিৎসা গ্রহণ করে সুস্থ হচ্ছে হাজার লাখো মানুষ । তাই অন্য সব হাসপাতাল থেকে এই হাসপাতালে ভিড় তুলনামূলক বেশি । ঝামেলার পাহাড় ডিঙ্গাতে ঘরে বসে অনলাইন টিকিট করুন ।

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

১।প্রথমে আপনারা আপনার হাতের কাছে থাকা স্মার্টফোন অথবা ল্যাপটপ -কম্পিউটার থেকে এই www.wbhealth.gov.in‌ ওয়েবসাইটের এড্রেস লিখে সার্চ করুন ।

২।এরপরে আপনারা অনলাইন টিকিট বুকিং অপশনটির ওপরে ক্লিক করুন ।

৩।ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি ইন্টারফেস চলে আসবে ‌। তাতে লেখা থাকবে online ticket booking / online test report।

৪।আপনারা তখন online ticket booking এ ক্লিক করে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করে নিবেন ।

৫।সেখানে ইনফরমেশন গুলো দিয়ে রেজিস্ট্রেশন করা সম্পন্ন হয়ে গেলে সেখান থেকে খুব সহজে অনলাইনে পিজি হাসপাতালে টিকিট বুকিং করতে পারবেন।

এভাবে আপনারা ঘরে বসে টিকেট বুকিং দিতে সক্ষম হবেন । সরাসরি টিকিট সংগ্রহের টাকা লাগলেও অনলাইনে টিকিট বুকিং এর ক্ষেত্রে কোন টাকা প্রদান করতে হয় না ।

পিজি হাসপাতালে অনলাইন টিকেট করার পর করণীয় কি?

পিজি হাসপাতাল অনলাইনের মাধ্যমে টিকেট বুকিং করা হয়ে গেলে, আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে সাধারণ আউটডোর টিকিট কেটে তা জমা দিতে হবে নির্দিষ্ট কাউন্টারে। সেখানে বারকোড স্ক্যান করে আপনার টিকেট তারা কনফার্ম করে দিবে। এই টিকেট নিয়ে সরাসরি ডাক্তার দেখানোর সুযোগ পাবেন। প্রতিটা রোগী স্ক্যানিংয়ের জন্য জনসাধারণের পিছনে অপেক্ষা করার প্রয়োজন থাকবেনা।

পিজি হাসপাতাল মোবাইল নাম্বার

হাসপাতালের পরিসেবা পেতে হলে হাসপাতালের ঠিকানা সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। পিজি হাসপাতালের সম্পূর্ণ ঠিকানা নিচে দেওয়া হল। যেখান থেকে সহজেই ঢাকা পিজি হাসপাতালে আসা যায়। কোনো সমস্যা হলে প্রয়োজনীয় যোগাযোগ নম্বরও রয়েছে। তাদের সাথে কথা বললে হাসপাতালে আসা অনেক সহজ হয়ে যাবে।

ঠিকানাঃহাসপাতালটি শাহবাগের শাহবাগ মোরে জাতীয় জাদুঘরের উত্তরে অবস্থিত।

ফোন: + 8-02-961051-58, + 8-02-961058-60, + 6-02-614545-49 + 6-02-612550-54

পিজি হাসপাতাল কবে ছুটি থাকে?

সাধারণত শুক্রবারে বাংলাদেশের সব সরকারি হাসপাতাল বন্ধ থাকে। সেক্ষেত্রে শুক্রবার পিজি হাসপাতাল ও তাদের চিকিৎসা সেবা বন্ধ থাকবে। যাইহোক, জরুরী বিভাগটি 24 ঘন্টা, সপ্তাহের 7 দিন খোলা থাকে। রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে পিজি হাসপাতাল সবসময় পাশে আছে। সেজন্য শুক্রবার এখানে আসা যে কোনো রোগী নিঃসন্দেহে এখানে সেবা পাবেন।

আমাদের সঙ্গে গুগোল নিউজের যুক্ত থাকুন –ফলো গুগোল নিউজ

সপ্তাহের সাত দিন শুক্রবারও অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে আপনি সবসময় একজন ডাক্তার পাবেন।

তবে শুক্রবার ছুটিতে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তাই সপ্তাহে ছয় দিন আসলে খুব ভালো হবে।

পিজি হাসপাতালের ডাক্তারদের তালিকা

মেডিসিন বিশেষজ্ঞ

১.সোহেল মাহমুদ আরাফাত

প্রফেসর, ইন্টারনাল মেডিসিন বিভাগ

ইমেইল: arafat2001@gmail.com

২.মোঃ আবুল কালাম আজাদ

প্রফেসর, ইন্টারনাল মেডিসিন বিভাগ

ইমেইল: drazad1971@gmail.com

৩.সুনীল কুমার বিশ্বাস

প্রফেসর, ইন্টারনাল মেডিসিন বিভাগ

ইমেইল: sunilbsmmu@bsmmu.edu.bd

নিউরো মেডিসিন

১.ডাঃ মোঃ তসলিম উদ্দিন

প্রফেসর, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ

ইমেইল: taslimpmr@bsmmu.edu.bd

২.মোঃ শহিদুর রহমান

ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিভাগ

ইমেইল: shahidurpmrbd@gmail.com

কিডনি বিশেষজ্ঞ

ডাঃ মোঃ আনোয়ারুল কবির

গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড

ইমেইল: kabiranwarmd@gmail.com

থাইরয়েড, হরমোন এবং ডায়াবেটিস বিশেষজ্ঞ

ডাঃ মোহাম্মদ আবুল হাসনাত

অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, এন্ডোক্রিনোলজি এবং মেটাবলিজম বিভাগ

ইমেইল: hasanatdr@yahoo.com

চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

ডাঃ মোঃ কামরুল হাসান জয়গিদার

অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্মরোগ ও ভেনেরোলজি বিভাগ

লিভার বিশেষজ্ঞ

ডাঃ আইয়ুব আল-মামুন

অধ্যাপক, হেপাটোলজি বিভাগ

ইমেল: ayubmamunal@gmail.com

পিজি হাসপাতালে কেবিন ভাড়া কত?

পিজি হাসপাতাল বাংলাদেশের অন্য সকল সরকারি মেডিকেল কলেজ গুলোর মতো নয় । এখানে চিকিৎসা সেবার পাশাপাশি বেডরুম ও উন্নত । অন্য সরকারি মেডিকেলগুলোতে বেড ছাড়া ফ্লোরে কিংবা বারান্দায় ও রোগী দেখে চিকিৎসা করানো হয় । কিন্তু পিজি হাসপাতালে এরকম করা হয় না । এখানে বরাদ্দকৃত সিটের বাইরে কোন রোগী ভর্তি করানো হয় না অর্থাৎ ভালো চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালের বরাদ্দ

সিটের বাইরে কাউকে ভর্তি করানো হয় না ।

পিজি হাসপাতালে মূলত চার ধরনের সিট আছে

১. জেনারেল ওয়ার্ড

জেনারেল ওয়ার্ড হচ্ছে যেখানে সাত থেকে দশটি বেড থাকে । এ ধরনের সিটের ভাড়া প্রতিদিন ৬০০ টাকা।

২.ডাবল বেড কাবিন

ডাবল বেড কেবিন হচ্ছে এরকম রুম যেখানে মাত্র দুইটি রোগীর সীট থাকে । এক্ষেত্রে রোগীর বেড ছাড়াও বসার জন্য প্রশস্ত জায়গা থাকে । এ ধরনের সিট ভাড়া দিনে ১০২৫ টাকা।

৩. কেবিন

কেবিন হচ্ছে যেখানে একটি মাত্র সিট থাকে । রোগীর বেড ছাড়াও রোগীদের জন্য আলাদা লকার, আত্মীয়দের বসার জন্য প্রশস্ত জায়গা রয়েছে । এরকম কেবিনের ভাড়া দৈনিক ২০৫০ টাকা।

৪.ডিলাক্স রুম

ডিলাক্সে রুম হচ্ছে কেবিনের চেয়ে আরো উন্নত । আরো প্রশস্ত । আরো সুন্দর । এর প্রতিদিন ভাড়া ৩ হাজার টাকার মধ্যে ।

👉🙏লেখার মধ্যে ভাষা জনিত কোন ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

✅আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন 🤔

প্রয়োজনীয় আরো পোস্ট সমূহ:-

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অনলাইন টিকেট করার নিয়ম

পিজি হাসপাতালে অনলাইন টিকিট বুকিং করার নিয়ম

ইউনিক বাস অনলাইন টিকেট কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে অনলাইন টিকিট কাটার নিয়ম

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার নিয়ম

↘️ আমার আরো ওয়েবসাইট সমূহ👇

  • ইংলিশের স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফ্রিল্যান্সারদের স্বপ্ন পূরণের ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন
  • বাংলায় টেকনোলজি সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে- – এখানে ভিজিট করুন
  • ফেসবুকে ব্লগিং, ইউটিউবিং, ফেসবুকিং সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে –এখানে ভিজিট করুন
  • বাংলায় অনলাইন থেকে টাকা আয় করা সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে জানতে – এখানে ভিজিট করুন

↘️ আমার ভিডিওগুলো পাবেন যে সকল মাধ্যমে 👇

➡️YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Facebook পেজ ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️Instagram চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন

➡️WhatsApp চ্যানেল ফলো করে রাখুন – এখানে ক্লিক করুন

➡️Treads চ্যানেল ফলো করে রাখুন –এখানে ক্লিক করুন।\

➡️Telegram চ্যানেল ফলো করে রাখুন-এখানে ক্লিক করুন

Welcome to our banking tips blog! I'm Sanaul Bari, a passionate financial educator and experienced banking professional dedicated to helping individuals and businesses navigate the complex world of finance. With over a decade of experience in the banking industry, I’ve held various positions, from customer service representative to financial advisor, gaining a comprehensive understanding of banking products, services, and strategies.

Leave a Comment